দেগঙ্গা, 11 সেপ্টেম্বর: ইট রাখা নিয়ে সামান্য বচসা । আর তার জেরেই রবিবার 60 বছরের বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে(old man died for alleged mob lynching in deganga)। মৃত বৃদ্ধের নাম জলিল মোল্লা । ঘটনা ঘিরে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায়(deganga news)। ঘটনার পর থেকেই অভিযুক্ত হবিবুর মোল্লা, খলিল মোল্লা, মতিয়ার মোল্লা, আরিফুল মোল্লা, জিয়ারুল মোল্লা-সহ পরিবারের সাত সদস্য পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের গাম্ভীরগাছি এলাকায় বাড়ি ওই বৃদ্ধের(crime in deganga)। পাশেই থাকেন মতিয়ার মোল্লা । বৃদ্ধ জলিল মোল্লা এদিন কিছু ইট কিনে রেখেছিলেন তাঁর বাড়ির সামনে পাঁচিল ঘেঁষে । এরই প্রতিবাদ করেন প্রতিবেশী মতিয়ার মোল্লা এবং তাঁর পরিবারের লোকেরা । এই নিয়ে দু-এক কথায় বচসা শুরু হয় দুই পরিবারের মধ্যে ।
আরও পড়ুন : কালনায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক
অভিযোগ, এরপরই মতিয়ার মোল্লার পরিবারের সদস্যরা ইট ও বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে জলিল মোল্লার পরিবারের উপর । মারধর করা হয় পরিবারের কয়েকজন সদস্যকে । রেহাই পাননি বাড়ির মহিলারাও । গণ্ডগোল শুনে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন ওই বৃদ্ধ । পরিবারের লোকজনকে মারধর করতে দেখে এগিয়ে আসেন তিনি । তারপরই হামলাকারীদের সমস্ত রোষ গিয়ে পড়ে বৃদ্ধ জলিল মোল্লার উপর । বৃদ্ধকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ ।
বাঁশের আঘাতের জেরে ঘটনাস্থানেই সংজ্ঞা হারান তিনি ৷ সেই দৃশ্য দেখে এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা । এরপর, বৃদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
এই ঘটনার সুবিচার চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন নিহতের পরিবারের লোকেরা । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও সরব হন তাঁরা । ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেগঙ্গা থানার পুলিশ ।
আরও পড়ুন : জলপাইগুড়িতে গরু চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত ব্যক্তি