ETV Bharat / state

অশোকনগরে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - দুর্ঘটনায় মৃত্য়ু

পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্য়ু ৷ লরির তলায় চাপা পড়ে প্রাণ গেল স্কুটারে সওয়ারি বৃদ্ধের ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগরে ৷

old man death in a road accident at Ashokenagar
অশোকনগরে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
author img

By

Published : Jun 1, 2021, 8:28 PM IST

অশোকনগর, 1 জুন : লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পাঁচ নম্বর মোড় এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম সুব্রত আচার্য্য ৷ অশোকনগর মহাপ্রভু কলোনির বাসিন্দা ছিলেন তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ স্কুটার নিয়ে হাবরা থেকে অশোকনগরের দিকে আসছিলেন ৷ সেই সময় পিছন থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ এই ঘটনায় সুব্রতবাবুর মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ ৷ পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ বাজেয়াপ্ত করা হয় লরিটি ৷ যদিও ঘটনার পরই বেপাত্তা হয়ে যান অভিযুক্ত লরিচালক ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : বাইক দুর্ঘটনায় মৃত্যু চালকের, দুই নাবালক সহ গুরতর জখম 3

প্রত্যক্ষদর্শীরা জানান, সুব্রতবাবুকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন লরিচালক ৷ স্থানীয়দের চিৎকারে লরি ফেলেই চম্পট দেন তিনি ৷

অশোকনগর, 1 জুন : লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পাঁচ নম্বর মোড় এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম সুব্রত আচার্য্য ৷ অশোকনগর মহাপ্রভু কলোনির বাসিন্দা ছিলেন তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ স্কুটার নিয়ে হাবরা থেকে অশোকনগরের দিকে আসছিলেন ৷ সেই সময় পিছন থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ এই ঘটনায় সুব্রতবাবুর মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ ৷ পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ বাজেয়াপ্ত করা হয় লরিটি ৷ যদিও ঘটনার পরই বেপাত্তা হয়ে যান অভিযুক্ত লরিচালক ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : বাইক দুর্ঘটনায় মৃত্যু চালকের, দুই নাবালক সহ গুরতর জখম 3

প্রত্যক্ষদর্শীরা জানান, সুব্রতবাবুকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন লরিচালক ৷ স্থানীয়দের চিৎকারে লরি ফেলেই চম্পট দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.