ব্যারাকপুর, ২ মার্চ :শ্রমিক অসন্তোষের জেরে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া রিলায়েন্স জুটমিল কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল। শ্রমিকদের অভিযোগ, ১ মার্চ থেকে ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন এবং ৬ হাজার টাকা পেনশন সহ আরও কিছু দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠনগুলি। গতকাল থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে শ্রমিক সংগঠনের নেতৃত্ব ঠিক করে ধর্মঘট শুরু হবে ৭ মার্চ থেকে। নেতৃত্বের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় শ্রমিকরা।
ধর্মঘট ডাকার পর মিল কর্তৃপক্ষের তরফে শ্রমিকদের প্রতিশ্রুতি দেওয়া হয় তাদের দাবিদাওয়া নিয়ে ১৪ মার্চ ত্রিপাক্ষিক বৈঠক হবে। কিন্তু তারা এই ত্রিপাক্ষিক বৈঠক মানতে নারাজ। কারণ এর আগে ত্রিপাক্ষিক বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। কিন্তু পরে শ্রমিক সংগঠনগুলিই ধর্মঘটের দিন পিছিয়ে দেওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
তাই আজ কাজে যোগ দেননি শ্রমিকদের একটা বড় অংশ। কয়েকজন কাজে এলেও তাদের দিয়ে কাজ চালানো সম্ভব না হওয়ায় দুপুর নাগাদ জুটমিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। এই জুটমিলে বর্তমানে প্রায় ৫০০০ শ্রমিক কর্মরত।