অশোকনগর, 11 নভেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচার নিয়ে এবার তৃণমূলকে নিশানা করল BJP । সম্প্রতি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপি বিধায়ক দুলাল বরকে গোরু পাচারকারী বলেছিলেন। বুধবার তারই পালটা দিলেন বিজেপির জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় । পাল্টা এবার জ্য়োতিপ্রিয় মল্লিকের দলকেই পাচারকারী দল বলে আক্রমণ করলেন তিনি ৷ হাতিয়ার করলেন CBI-র জালে ধরা পড়া এনামুল হককে ৷
এদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরে BJP-র বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল । সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে BJP-র জেলা সভাপতি শংকর চট্টোপাধ্য়ায় বলেন, রাজ্যের সব অপরাধমূলক ঘটনার তদন্ত চলছে । BJP-র কেউ পাচারে জড়িত নয় । পাচারকারী জ্যোতিপ্রিয় মল্লিকের দল। তিনি আরো বলেন, গোরু পাচার সিন্ডিকেটের পাণ্ডা এনামুল হককে CBI গ্রেপ্তার করেছে । এনামুল রাজসাক্ষী হয়েছে । এক এক করে সবার নাম বলে দিচ্ছে । তাতে BJP-র কেউ নেই। এনামুলকে জেরা করলে উত্তর ২৪ পরগনার আরও কয়েকজন তৃণমূল নেতার নাম পাওয়া যাবে বলে দাবি করেন শংকর চট্টেপাধ্য়ায় । জ্যোতিপ্রিয় মল্লিককে BJP-র জেলা সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক এবার হাবড়া কেন্দ্রে এক লাখের বেশি ভোটে হারবেন । তাই সিট পালটানোর জন্য তিনি দলের সব নেতাদের কাছে যাচ্ছেন । সবাইকে বলছেন, অন্য কোনো আসনের টিকিট দেওয়া হয় ৷
জেলার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে শংকরবাবু কড়া সমালোচনা করেন । তিনি বলেন, জেলার পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল যেভাবে বলছে, পুলিশ সেভাবেই কাজ করছে৷ এদিন ওই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র রাজ্য নেতা রীতেশ তিওয়ারি, রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী-সহ অন্য নেতারা ।