নৈহাটি, 31 মে : পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবার নৈহাটিতে । অনাস্থা প্রস্তাবের দাবি জানিয়ে আজ নৈহাটি পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে 18 জন কাউন্সিলর নিজেদের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দিলেন ।
আস্থা ভোট পরিচালনার জন্য সভাপতি নির্বাচন করা হবে । নির্বাচিত সভাপতিই আস্থা ভোট পরিচালনা করবেন । ভোটের দিনক্ষণ ঠিক করবেন জেলাশাসক । তারপর ভোটের মাধ্যমে নৈহাটিতে পৌরপ্রধান নির্বাচিত হবেন । পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার রামদেও প্রসাদ বার্নোয়াল জানান, স্পেশাল সভা ডাকার জন্য তাঁর কাছে 18 জন কাউন্সিলর সই করে চিঠি জমা দিয়েছেন । নৈহাটি পৌরসভার BJP কাউন্সিলর গণেশ দাস জানান, পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে । এই প্রস্তাবে 18 জন কাউন্সিলর সই করেছেন । তাঁরা গণতন্ত্রে বিশ্বাসী । তাই তাঁরা গণতান্ত্রিক পদ্ধতিতেই পৌরপ্রধানের অপসারণ চান ।
অভিযোগ, এর আগে 29 মে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে একদল বহিরাগত পৌরসভায় হানা দিয়েছিল । তারা না কি পৌরপ্রধানের ঘর খুলে CCTV ক্যামেরার হার্ড ডিস্ক লুট করেছিল । তারপর ফের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিল । সেই ঘটনায় পৌরপ্রধান অশোক চ্যাটার্জি অভিযোগ করে বলেন, BJP গায়ের জোরে পৌরসভার দখল নিতে চাইছে । গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আস্থা ভোট হয় তাহলে পদ ছাড়তে রাজি আছেন তিনি ।
এবিষয়ে আজ অশোকবাবুর বোর্ড অফ কাউন্সিল একটি বৈঠকের আয়োজন করলেও কোনও কাউন্সিলর সেখানে উপস্থিত হননি । তাই শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল করতে বাধ্য হন । এখন পৌরপ্রধানের হাতে 15 দিন সময় রয়েছে । এর মধ্যে বৈঠক ডেকে আস্থা অর্জন করতে হবে । তা নাহলে উপ পৌরপ্রধানের কাছে আস্থা অর্জন করার প্রস্তাব যাবে । তাতেও যদি না হয়, তবে মনে করা হচ্ছে শেষ পর্যন্ত BJP-র দখলে চলে আসবে নৈহাটি পৌরসভা ।