ETV Bharat / state

NIA Raids Businessman House: মানব পাচারের তদন্তে বারাসতে এনআইএ, ব‍্যবসায়ীর ফ্ল্যাট থেকে মিলল নগদ 15 লক্ষ

মানব পাচারের সঙ্গে যোগ সন্দেহে বারাসতে ব্যবসায়ীর বাড়িতে এনআইএ ৷ তল্লাশি চালিয়ে মিলল নগদ প্রায় 15 লক্ষ টাকা ৷ যদিও ব্যবসায়ীর দাবি তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে ৷

Etv Bharat
বারাসতে এনআইএ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 4:53 PM IST

মানব পাচারের তদন্তে বারাসতে এনআইএ

বারাসত, 8 নভেম্বর: বারাসতে ব‍্যবসায়ীর ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র হানা । বুধবার ভোররাতে আচমকাই এনআইএর তদন্তকারী দলের দু'টি গাড়ি এসে দাঁড়ায় ব‍্যবসায়ী সঞ্জীব দেবের ফ্ল্যাটের সামনে । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও । এরপর এনআইএর আধিকারিকরা ব‍্যবসায়ীর ফ্ল্যাটে ঢুকে তল্লাশি শুরু করে । বিভিন্ন ফাইল এবং কাগজপত্র ঘেঁটে দেখা হয় । যদিও এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এনআইএ সূত্রে খবর, মানব পাচারের তদন্ত করতেই অভিযানে নেমেছেন তাঁরা। শুধু বারাসত নয়, দেশের একাধিক জায়গায় এই মামলায় তদন্ত চালাচ্ছে এনআইএ। তার প্রেক্ষিতেই উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর এই অভিযান বলে জানা গিয়েছে ।

বারাসত 11 নম্বর রেলগেট সংলগ্ন রমেশ পল্লির ছায়ানট অ্যাপার্টমেন্টের চারতলায় স্ত্রী'কে সঙ্গে নিয়ে থাকেন পেশায় ব‍্যবসায়ী সঞ্জীব দেব। বারাসতের চাঁপাডালি মোড়ে তাঁর একটি ট্যুর এন্ড ট্রাভেলসের অফিস রয়েছে । সেখান থেকে তিনি হুন্ডির ব‍্যবসা চালান বলে অভিযোগ । যদিও এই ব‍্যবসার অভিযোগ অস্বীকার করেছেন ব‍্যবসায়ীর স্ত্রী কলি দেব । তাঁর দাবি, "আমার স্বামীর ট্যুর এন্ড ট্রাভেলসেরই ব‍্যবসা । অন্য কিছুর সঙ্গে তিনি যুক্ত নন ।"

এদিকে, ওই ব‍্যবসায়ীর ফ্ল্যাট থেকে নগদ প্রায় 15 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে এনআইএর তদন্তকারী দল। বেশ কিছু নথিপত্রও সঙ্গে নিয়ে গিয়েছেন তাঁরা । এনিয়ে অবশ্য সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা । তবে বিপুল এই টাকা অবৈধ লেনদেনের কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা ।

আরও পড়ুন : রেশন দুর্নীতিকাণ্ডে জ‍্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে হানা ইডি'র

জানা গিয়েছে, ভোররাতে ব‍্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেওয়ার পর সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালায় এনআইএর তদন্তকারী দল । বুধবার সকাল এগারোটার পর ব‍্যবসায়ীর ফ্ল্যাট থেকে বেরিয়ে সঞ্জীব দেবকে সঙ্গে নিয়ে চাঁপাডালি মোড়ে তাঁর ট্যুর এন্ড ট্রাভেলসের অফিসে যান এনআইএ আধিকারিকরা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ব‍্যবসায়ীর অফিসে এনআইএর তদন্তকারী দল ম‍্যারাথন তল্লাশি চালাচ্ছে বলেই খবর। অফিস থেকে নথি কিংবা আলাদা কোনও টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি । অভিযান শেষ হলে এই বিষয়ে সার্বিক কোনও চিত্র উঠে আসতে পারে ।

অন‍্যদিকে, এনআইএর এই তল্লাশি অভিযানের বিষয়ে ব‍্যবসায়ী সঞ্জীব দেবের স্ত্রী কলি বলেন,"হঠাৎই দেখলাম এনআইএর তদন্তকারীরা ঘরে এসে সার্চ করা শুরু করল । কেন, আসল কী কারণে ঘরে সার্চ করল তা আমরা কিছুই বুঝতে পারছি না । আমার স্বামীকে নিশ্চয় কেউ না কেউ ফাঁসিয়েছে । ও ব‍্যবসা করে । টিকিট বুকিংয়ের কাজ করে । সেই সূত্রে বাংলাদেশীদের সঙ্গে ওর সৎভাব রয়েছে । এর সঙ্গে হুন্ডির কোনও সম্পর্ক আছে কি না জানি না । তল্লাশিতে ব‍্যবসার কিছু টাকা ওরা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে । কত টাকা সেটা সঠিকভাবে বলতে পারব না । আনুমানিক তাও 15 লক্ষ টাকা হতে পারে । স্বামীকে ওরা সঙ্গে করে নিয়ে গিয়েছে । গ্রেফতার করা হয়নি এটুকু জানি ।"

আরও পড়ুন : পৌরনিয়োগ দুর্নীতিতে ইডি দফতরে হাজিরা টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের

মানব পাচারের তদন্তে বারাসতে এনআইএ

বারাসত, 8 নভেম্বর: বারাসতে ব‍্যবসায়ীর ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র হানা । বুধবার ভোররাতে আচমকাই এনআইএর তদন্তকারী দলের দু'টি গাড়ি এসে দাঁড়ায় ব‍্যবসায়ী সঞ্জীব দেবের ফ্ল্যাটের সামনে । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও । এরপর এনআইএর আধিকারিকরা ব‍্যবসায়ীর ফ্ল্যাটে ঢুকে তল্লাশি শুরু করে । বিভিন্ন ফাইল এবং কাগজপত্র ঘেঁটে দেখা হয় । যদিও এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এনআইএ সূত্রে খবর, মানব পাচারের তদন্ত করতেই অভিযানে নেমেছেন তাঁরা। শুধু বারাসত নয়, দেশের একাধিক জায়গায় এই মামলায় তদন্ত চালাচ্ছে এনআইএ। তার প্রেক্ষিতেই উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর এই অভিযান বলে জানা গিয়েছে ।

বারাসত 11 নম্বর রেলগেট সংলগ্ন রমেশ পল্লির ছায়ানট অ্যাপার্টমেন্টের চারতলায় স্ত্রী'কে সঙ্গে নিয়ে থাকেন পেশায় ব‍্যবসায়ী সঞ্জীব দেব। বারাসতের চাঁপাডালি মোড়ে তাঁর একটি ট্যুর এন্ড ট্রাভেলসের অফিস রয়েছে । সেখান থেকে তিনি হুন্ডির ব‍্যবসা চালান বলে অভিযোগ । যদিও এই ব‍্যবসার অভিযোগ অস্বীকার করেছেন ব‍্যবসায়ীর স্ত্রী কলি দেব । তাঁর দাবি, "আমার স্বামীর ট্যুর এন্ড ট্রাভেলসেরই ব‍্যবসা । অন্য কিছুর সঙ্গে তিনি যুক্ত নন ।"

এদিকে, ওই ব‍্যবসায়ীর ফ্ল্যাট থেকে নগদ প্রায় 15 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে এনআইএর তদন্তকারী দল। বেশ কিছু নথিপত্রও সঙ্গে নিয়ে গিয়েছেন তাঁরা । এনিয়ে অবশ্য সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা । তবে বিপুল এই টাকা অবৈধ লেনদেনের কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা ।

আরও পড়ুন : রেশন দুর্নীতিকাণ্ডে জ‍্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে হানা ইডি'র

জানা গিয়েছে, ভোররাতে ব‍্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেওয়ার পর সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালায় এনআইএর তদন্তকারী দল । বুধবার সকাল এগারোটার পর ব‍্যবসায়ীর ফ্ল্যাট থেকে বেরিয়ে সঞ্জীব দেবকে সঙ্গে নিয়ে চাঁপাডালি মোড়ে তাঁর ট্যুর এন্ড ট্রাভেলসের অফিসে যান এনআইএ আধিকারিকরা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ব‍্যবসায়ীর অফিসে এনআইএর তদন্তকারী দল ম‍্যারাথন তল্লাশি চালাচ্ছে বলেই খবর। অফিস থেকে নথি কিংবা আলাদা কোনও টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি । অভিযান শেষ হলে এই বিষয়ে সার্বিক কোনও চিত্র উঠে আসতে পারে ।

অন‍্যদিকে, এনআইএর এই তল্লাশি অভিযানের বিষয়ে ব‍্যবসায়ী সঞ্জীব দেবের স্ত্রী কলি বলেন,"হঠাৎই দেখলাম এনআইএর তদন্তকারীরা ঘরে এসে সার্চ করা শুরু করল । কেন, আসল কী কারণে ঘরে সার্চ করল তা আমরা কিছুই বুঝতে পারছি না । আমার স্বামীকে নিশ্চয় কেউ না কেউ ফাঁসিয়েছে । ও ব‍্যবসা করে । টিকিট বুকিংয়ের কাজ করে । সেই সূত্রে বাংলাদেশীদের সঙ্গে ওর সৎভাব রয়েছে । এর সঙ্গে হুন্ডির কোনও সম্পর্ক আছে কি না জানি না । তল্লাশিতে ব‍্যবসার কিছু টাকা ওরা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে । কত টাকা সেটা সঠিকভাবে বলতে পারব না । আনুমানিক তাও 15 লক্ষ টাকা হতে পারে । স্বামীকে ওরা সঙ্গে করে নিয়ে গিয়েছে । গ্রেফতার করা হয়নি এটুকু জানি ।"

আরও পড়ুন : পৌরনিয়োগ দুর্নীতিতে ইডি দফতরে হাজিরা টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.