ETV Bharat / state

Newtown Shoot-out : এনকাউন্টারের আগের রাতে জয়পালদের ফ্ল্যাটে দুই মহিলা, উদ্ধার কন্ডোম - Newtown Shoot-out

রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন, শুট আউটের আগের রাতে সাপুরজীর বহুতলে গ্যাংস্টারদের ফ্ল্যাটে দু'জন মহিলা এসেছিলেন ৷ তাঁরা জয়পালদের সঙ্গে সারারাত ছিলেনও ৷ পরদিন সকালে বেরিয়ে যান সেখান থেকে ৷ পুলিশ ওই ফ্ল্যাট থেকে ব্যবহৃত কন্ডোমও উদ্ধার করেছে ৷ মহিলাদের পরিচয় এবং তাঁদের সঙ্গে জয়পাল এবং জসপ্রিতের কী সম্পর্ক ছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা ৷

নিউটাউন শ্যুট আউট
নিউটাউন শ্যুট আউট
author img

By

Published : Jun 14, 2021, 10:35 AM IST

নিউটাউন, 14 জুন : নিউটাউন শুট আউট (Newtown Shoot-out) কাণ্ডে জড়িত থাকতে পারেন দু'জন মহিলাও ৷ রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন, সাপুরজীর ওই বহুতলে শুধু মহিলাদের উপস্থিতির কথাই জানা যায়নি, সংশ্লিষ্ট ঘরের ডাস্টবিন থেকে একাধিক ব্যবহৃত কন্ডোমও উদ্ধার হয়েছে । সেগুলির নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন ফরেন্সিক আধিকারিকেরা ।

এনকাউন্টারের আগের দিন রাত সাড়ে ন'টা নাগাদ একটি কালো গাড়িতে করে জয়পাল সিং ভুল্লার ফ্ল্যাটে দু'জন মহিলা আসেন ৷ বহুতলের সিসিটিভি ফুটেজ থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন সেদিন রাত 11টা নাগাদ খাবার দিতে এসেছিল এক ব্যক্তি । অন্যান্য দিন দু'জনের খাবার এলেও সেই রাতে খাবার এসেছিল চারজনের জন্য । সূত্রের খবর, রাতে খাওয়া-দাওয়ার পর জয়পাল সিং ভুল্লার ও জসপ্রিত ওই দুই মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিল । মহিলারা সারা রাত সেখানে কাটিয়ে পরের দিন সকালে ওই কালো গাড়িতে করেই চলে যান । সেই ফুটেজও গোয়েন্দারা পেয়েছেন ।

এখন প্রশ্ন, এই মহিলারা কারা ? কেন তারা এসেছিল ? গ্যাংস্টারদের সঙ্গে তাঁদের কেমন সম্পর্ক ছিল ? সংশ্লিষ্ট গাড়ির নম্বর প্লেট দেখে গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চালছে ৷

এর পাশাপাশি রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা জানতে পেরেছেন, মৃত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও জসপ্রিতদের সঙ্গে পাক গুপ্তচরের যোগ থাকলেও থাকতে পারে । কারণ সাপুরজী আবাসনের ওই ফ্ল্যাট থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস ও নথিপত্র পাওয়া গিয়েছে যা থেকেই গোয়েন্দাদের এই অনুমান ৷ পাশাপাশি এই গ্যাংস্টারদের দল সরাসরি পাকিস্তানি মাদক সরবরাহকারী এবং আগ্নেয়াস্ত্র সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখত বলেও মনে করছেন তাঁরা ।

ইতিমধ্যেই ভরত ও সুমিত কুমারকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ । তাদের মুখোমুখি বসিয়ে জেরা করে একাধিক নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের । যেমন, মৃত জয়পাল সিং ভুল্লার ও জসপ্রিতের ঘর থেকে যেসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলি এদেশের নয় ৷ ফলে এখন প্রশ্ন উঠেছে, কে বা কারা তাদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করত ৷ তদন্তকারীদের অনুমান, এক্ষেত্রে পাকিস্তানের একাধিক গুপ্তচর সংস্থা ভুল্লাদের সাহায্য করলেও করতে পারে ।

গোয়ান্দারা আরও জানান, জয়পাল-জসপ্রিতরা আগ্নেয়াস্ত্র নেপাল, ভুটান, বাংলাদেশে পাচার করত । পাশাপাশি দেশের একাধিক জায়গাতেও আগ্নেয়াস্ত্র পাচার করত তারা । এখন দেখার, পশ্চিমবঙ্গে কতটা থাবা বসিয়েছে এই গ্যাংস্টার দল ।

আরও পড়ুন : সাপুরজির ফ্ল্যাটে গ্যাংস্টারদের কাছে তৃতীয় ব্যক্তির আনাগোনা, খোঁজে গোয়েন্দারা

নিউটাউন, 14 জুন : নিউটাউন শুট আউট (Newtown Shoot-out) কাণ্ডে জড়িত থাকতে পারেন দু'জন মহিলাও ৷ রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন, সাপুরজীর ওই বহুতলে শুধু মহিলাদের উপস্থিতির কথাই জানা যায়নি, সংশ্লিষ্ট ঘরের ডাস্টবিন থেকে একাধিক ব্যবহৃত কন্ডোমও উদ্ধার হয়েছে । সেগুলির নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন ফরেন্সিক আধিকারিকেরা ।

এনকাউন্টারের আগের দিন রাত সাড়ে ন'টা নাগাদ একটি কালো গাড়িতে করে জয়পাল সিং ভুল্লার ফ্ল্যাটে দু'জন মহিলা আসেন ৷ বহুতলের সিসিটিভি ফুটেজ থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন সেদিন রাত 11টা নাগাদ খাবার দিতে এসেছিল এক ব্যক্তি । অন্যান্য দিন দু'জনের খাবার এলেও সেই রাতে খাবার এসেছিল চারজনের জন্য । সূত্রের খবর, রাতে খাওয়া-দাওয়ার পর জয়পাল সিং ভুল্লার ও জসপ্রিত ওই দুই মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিল । মহিলারা সারা রাত সেখানে কাটিয়ে পরের দিন সকালে ওই কালো গাড়িতে করেই চলে যান । সেই ফুটেজও গোয়েন্দারা পেয়েছেন ।

এখন প্রশ্ন, এই মহিলারা কারা ? কেন তারা এসেছিল ? গ্যাংস্টারদের সঙ্গে তাঁদের কেমন সম্পর্ক ছিল ? সংশ্লিষ্ট গাড়ির নম্বর প্লেট দেখে গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চালছে ৷

এর পাশাপাশি রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা জানতে পেরেছেন, মৃত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও জসপ্রিতদের সঙ্গে পাক গুপ্তচরের যোগ থাকলেও থাকতে পারে । কারণ সাপুরজী আবাসনের ওই ফ্ল্যাট থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস ও নথিপত্র পাওয়া গিয়েছে যা থেকেই গোয়েন্দাদের এই অনুমান ৷ পাশাপাশি এই গ্যাংস্টারদের দল সরাসরি পাকিস্তানি মাদক সরবরাহকারী এবং আগ্নেয়াস্ত্র সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখত বলেও মনে করছেন তাঁরা ।

ইতিমধ্যেই ভরত ও সুমিত কুমারকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ । তাদের মুখোমুখি বসিয়ে জেরা করে একাধিক নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের । যেমন, মৃত জয়পাল সিং ভুল্লার ও জসপ্রিতের ঘর থেকে যেসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলি এদেশের নয় ৷ ফলে এখন প্রশ্ন উঠেছে, কে বা কারা তাদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করত ৷ তদন্তকারীদের অনুমান, এক্ষেত্রে পাকিস্তানের একাধিক গুপ্তচর সংস্থা ভুল্লাদের সাহায্য করলেও করতে পারে ।

গোয়ান্দারা আরও জানান, জয়পাল-জসপ্রিতরা আগ্নেয়াস্ত্র নেপাল, ভুটান, বাংলাদেশে পাচার করত । পাশাপাশি দেশের একাধিক জায়গাতেও আগ্নেয়াস্ত্র পাচার করত তারা । এখন দেখার, পশ্চিমবঙ্গে কতটা থাবা বসিয়েছে এই গ্যাংস্টার দল ।

আরও পড়ুন : সাপুরজির ফ্ল্যাটে গ্যাংস্টারদের কাছে তৃতীয় ব্যক্তির আনাগোনা, খোঁজে গোয়েন্দারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.