বারাসত, 16 মার্চ : বারাসত এবং মধ্যমগ্রাম পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রতিনিধিরা আজ শপথ নিলেন (Councillor Oath at Barasat And Madhayamgram) ৷ শপথ নেন পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানরাও ৷ অভিজ্ঞতার বদলে বারাসত পৌরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে তারুণ্যের উপরই ভরসা রাখল তৃণমূলের রাজ্য নেতৃত্ব । পৌরসভার 12 বছরের প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়কে আর স্বপদে ফিরিয়ে আনা হল না । পরিবর্তে চেয়ারম্যান করা হল বিগত পৌরবোর্ডে সুনীলবাবুর ডেপুটি হিসেবে কাজ করা অশনি মুখোপাধ্যায়কে । অশনি বিগত পৌরবোর্ডের ভাইস-চেয়ারম্যানের পাশাপাশি বর্তমানে বারাসত সংসদীয় জেলার তৃণমূলের সভাপতিও। অশনির জায়গায় পৌরসভার ভাইস-চেয়ারম্যান হলেন বিগত পৌরবোর্ডের পুর পারিষদ তাপস দাশগুপ্ত । অশনি ও তাপস দু'জনেই এবার পৌর নির্বাচনে 19 এবং 30 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন। প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় এবার জিতেছেন তাঁর পুরানো 24 নম্বর ওয়ার্ড থেকে। সুনীল ও অশনির নামই ঘুরেফিরে আসছিল বারাসত পৌরসভার চেয়ারম্যান হিসেবে। তবে, শেষ পর্যন্ত অশনির উপরই আস্থা রাখল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
বারাসতে চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান বদল হলেও মধ্যমগ্রামের ক্ষেত্রে কিন্তু ছবিটা একেবারে আলাদা। সেখানে অবশ্য পুরনোদের উপরই আস্থা রেখেছে দলের রাজ্য নেতৃত্ব। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নিমাই ঘোষ এবং ভাইস-চেয়ারম্যান প্রকাশ রাহাকে ফের স্বপদে বহাল রাখা হয়েছে। নিমাইবাবু এবার মধ্যমগ্রাম পৌরসভার 26 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন। প্রকাশ রাহা এবার জয়ী হয়েছেন পৌরসভার 23 নম্বর ওয়ার্ড থেকে। চেয়ারম্যান হিসেবে এই দু'জনের নামের পাশাপাশি 8 নম্বর ওয়ার্ড থেকে জিতে আসা সুভাষ বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছিল এই পদের জন্য। কিন্তু প্রকাশ রাহা এবং সুভাষ বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান হলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ঘনিষ্ঠ নিমাই ঘোষই। তবে, প্রকাশ রাহা চেয়ারম্যান না হলেও পৌরসভার ভাইস-চেয়ারম্যান হলেন তিনি। বিগত পৌরবোর্ডেও একই পদে ছিলেন শাসকদলের দীর্ঘদিনের এই কাউন্সিলর।
আরও পড়ুন: বরানগরে ফের মহিলা পৌর প্রধান, অনুষ্ঠিত হল শপথগ্রহণ অনুষ্ঠান
বুধবার দুপুরে বারাসত এবং মধ্যমগ্রাম পৌরসভার অডিটোরিয়ামে তৃণমূলের নির্বাচিত কাউন্সিলরদের সামনে এই দুই পৌরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের নাম ঘোষিত হয় । তৃণমূল রাজ্য নেতৃত্বের পাঠানো বন্ধ খাম খুলে চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানের নাম ঘোষণা হতেই তা হাত তুলে সমর্থন করেন দলীয় কাউন্সিলররা । এদিন দুই পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানের পাশাপাশি তৃণমূলের নির্বাচিত কাউন্সিলররাও শপথ নিয়েছেন । শপথ নেন বাম কাউন্সিলররাও । তবে, শপথ নেওয়ার পরই অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান তাঁরা । যদিও বিষয়টিকে আমল দিতে চাননি তৃণমূল নেতৃত্ব । মধ্যমগ্রাম পৌরসভার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পরই বারাসত ও মধ্যমগ্রামের দুই পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় এবং নিমাই ঘোষ পরিষ্কার করে দিয়েছেন আগামী দিনে উন্নয়নই হবে তাঁদের একমাত্র লক্ষ্য ।