ETV Bharat / state

ব্যারাকপুর পৌরনিগম গঠনের প্রক্রিয়া শুরু, রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য - North 24 Paragana

8 টি পৌরসভা নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৈরি হতে চলেছে পৌরনিগম । সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যের সপ্তম পৌরনিগম হিসেবে আত্মপ্রকাশ করবে ব্যারাকপুর ।

পৌরনিগম
author img

By

Published : Nov 23, 2019, 10:23 PM IST

বারাসত, 23 নভেম্বর : ব্যারাকপুর শিল্পাঞ্চলের 8 টি পৌরসভা নিয়ে গঠিত হতে চলেছে নতুন পৌরনিগম । রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তর থেকে সে ব্যাপারে সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীর কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে । জেলাশাসক বলেছেন, "হ্যাঁ, আমার কাছে প্রস্তাবিত ব্যারাকপুর পৌরনিগম নিয়ে নগরোন্নয়ন দপ্তর থেকে একটি চিঠি এসেছে । আমরা সেই মতো কাজ শুরু করেছি ।"

রাজ্যের মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সবথেকে বেশি পৌরসভা রয়েছে । উত্তর 24 পরগনা জেলায় মোট 26 টি পৌরসভার মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই রয়েছে 17 টি । ওই পৌরসভাগুলি নিয়ে একটি পৌরনিগম গঠনের জল্পনা গত কয়েক বছর ধরেই চলছিল । সেই জল্পনায় সরকারি শিলমোহর পড়ল । চলতি সপ্তাহে নগরোন্নয়ন দপ্তর থেকে উত্তর 24 পরগনার জেলাশাসককে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে । তাতে বলা হয়েছে, ব্যারাকপুর, ভাটপাড়া, হালিশহর, নৈহাটি, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, টিটাগড় ও কাঁচরাপাড়া পৌরসভা নিয়ে নতুন পৌরনিগম গড়া হবে । যার সম্ভাব্য সদর দপ্তর হবে ব্যারাকপুর । সেজন্য ওই পৌরসভাগুলির জনসংখ্যা, ওয়ার্ড, আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে । 8টি পৌরসভাকে প্রথম দফায় পৌরনিগমের আওতায় আনা হলেও পরে এলাকা বাড়ানো হবে বলে জানা গেছে ।

ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস বলেন, "ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব পৌরসভাগুলিকে নিয়ে কর্পোরেশন গঠনের পরিকল্পনা কয়েক বছর ধরে চলছিল । অবশেষে সেই পরিকল্পনা সফল হতে চলেছে । আমরা সরকারের এই পরিকল্পনায় খুশি ।" কাঁচরাপাড়ার পৌরপ্রধান সুদামা রায়ও বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন । তিনি বলেন, "পৌরনিগম হলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়বে । আরও বেশি উন্নয়ন হবে । যে সব কাজ বাকি রয়েছে, সেগুলি তাড়াতাড়ি শেষ হবে ।" তবে পৌরনিগম হলে স্থানীয় বাসিন্দাদের উপর কর বাড়বে কি না, সে ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তম বা সুদামার দাবি, "কর বাড়বে না ।" ব্যারাকপুরে পৌরনিগম গঠনের খবরে খুশি শিল্পাঞ্চলের বাসিন্দারাও । সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল-দুর্গাপুরের পর আগামী বছরই রাজ্যে সপ্তম পৌরনিগম হিসেবে আত্মপ্রকাশ করবে ব্যারাকপুর ।

বারাসত, 23 নভেম্বর : ব্যারাকপুর শিল্পাঞ্চলের 8 টি পৌরসভা নিয়ে গঠিত হতে চলেছে নতুন পৌরনিগম । রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তর থেকে সে ব্যাপারে সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীর কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে । জেলাশাসক বলেছেন, "হ্যাঁ, আমার কাছে প্রস্তাবিত ব্যারাকপুর পৌরনিগম নিয়ে নগরোন্নয়ন দপ্তর থেকে একটি চিঠি এসেছে । আমরা সেই মতো কাজ শুরু করেছি ।"

রাজ্যের মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সবথেকে বেশি পৌরসভা রয়েছে । উত্তর 24 পরগনা জেলায় মোট 26 টি পৌরসভার মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই রয়েছে 17 টি । ওই পৌরসভাগুলি নিয়ে একটি পৌরনিগম গঠনের জল্পনা গত কয়েক বছর ধরেই চলছিল । সেই জল্পনায় সরকারি শিলমোহর পড়ল । চলতি সপ্তাহে নগরোন্নয়ন দপ্তর থেকে উত্তর 24 পরগনার জেলাশাসককে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে । তাতে বলা হয়েছে, ব্যারাকপুর, ভাটপাড়া, হালিশহর, নৈহাটি, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, টিটাগড় ও কাঁচরাপাড়া পৌরসভা নিয়ে নতুন পৌরনিগম গড়া হবে । যার সম্ভাব্য সদর দপ্তর হবে ব্যারাকপুর । সেজন্য ওই পৌরসভাগুলির জনসংখ্যা, ওয়ার্ড, আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে । 8টি পৌরসভাকে প্রথম দফায় পৌরনিগমের আওতায় আনা হলেও পরে এলাকা বাড়ানো হবে বলে জানা গেছে ।

ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস বলেন, "ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব পৌরসভাগুলিকে নিয়ে কর্পোরেশন গঠনের পরিকল্পনা কয়েক বছর ধরে চলছিল । অবশেষে সেই পরিকল্পনা সফল হতে চলেছে । আমরা সরকারের এই পরিকল্পনায় খুশি ।" কাঁচরাপাড়ার পৌরপ্রধান সুদামা রায়ও বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন । তিনি বলেন, "পৌরনিগম হলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়বে । আরও বেশি উন্নয়ন হবে । যে সব কাজ বাকি রয়েছে, সেগুলি তাড়াতাড়ি শেষ হবে ।" তবে পৌরনিগম হলে স্থানীয় বাসিন্দাদের উপর কর বাড়বে কি না, সে ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তম বা সুদামার দাবি, "কর বাড়বে না ।" ব্যারাকপুরে পৌরনিগম গঠনের খবরে খুশি শিল্পাঞ্চলের বাসিন্দারাও । সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল-দুর্গাপুরের পর আগামী বছরই রাজ্যে সপ্তম পৌরনিগম হিসেবে আত্মপ্রকাশ করবে ব্যারাকপুর ।

Intro:ব্যারাকপুরে নতুন কর্পোরেশন গড়ার প্রস্তুতি

বারাসতঃ ব্যারাকপুর শিল্পাঞ্চলের আট পুরসভা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কর্পোরেশন। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে সে ব্যাপারে সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীর কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। জেলাশাসক তা স্বীকার করে বলেছেন, 'হ্যাঁ আমার কাছে প্রস্তাবিত ব্যারাকপুর কর্পোরেশন নিয়ে নগরোন্নয়ন দপ্তর থেকে একটি চিঠি এসেছে। আমরা সেই মতো কাজ শুরু করেছি।'

রাজ্যের মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব চেয়ে বেশি পুরসভা রয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় মোট ২৬টি পুরসভার মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই ১৭টি। ওই পুরসভাগুলো নিয়ে একটি কর্পোরশন গঠনের জল্পনা গত কয়েক বছর ধরে চলছে। সেই সেই জল্পনায় সরকারি সিলমোহর পড়ল। চলতি সপ্তাহে রাজ্য নগরোন্নয়ন দপ্তর থেকে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ব্যারাকপুর, ভাটপাড়া, হালিশহর, নৈহাটি, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, টিটাগড় ও কাঁচরাপাড়া-এই আটটি পুরসভা নিয়ে নতুন কর্পোরেশন গড়া হবে। সম্ভাব্য সদর দপ্তর ব্যারাকপুর। সেই মতো ওই পুরসভাগুলোর জনসংখ্যা, ওয়ার্ড, আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জানাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই রিপোর্ট চেয়ে ওই পুরসভাগুলোকে চিঠিও পাঠানো হয়েছে। প্রথম দফায় আটটি পুরসভাকে কর্পোরেশনের আওতায় আনা হলেও পরে এলাকা বাড়ানো হবে।

ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন, 'ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব পুরসভাগুলোকে নিয়ে কর্পোরেশন গঠনের পরিকল্পনা কয়েক বছর ধরে চলছিল। অবশেষে সেই পরিকল্পনা সফল হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা এসেছে। আমাদের কাছে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো পাঠিয়ে দেব। আমরা সরকারের এই পরিকল্পনায় খুশি।' কাঁচরাপাড়ার পুরপ্রধান সুদামা রায়ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'কর্পোরেশন হলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়বে। আরও বেশি উন্নয়ন হবে। যে সব কাজ বাকি রয়েছে, সেগুলোও আরও তাড়াতাড়ি শেষ হবে।' তবে পুরসভা থেকে কর্পোরেশন হলে জনসাধারণের উপর করের বোঝা বাড়বে কি না, সে ব্যাপারে উত্তম বা সুদামার জবাব, না, করের বোঝা বাড়বে না।'

ব্যারাকপুর পুরসভা গঠনে খুশি শিল্পাঞ্চলের বাসিন্দারাও। সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতা, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল-দুর্গাপুরের পর আগামী বছরই ষষ্ঠ কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করবে ব্যারাকপুর।

বাইট-- 01. উত্তম দাস, পুরপ্রধান, ব্যারাকপুর (সাদা জামা)

02. সুদামা রায়, পুরপ্রধান, কাঁচরাপাড়া (টাক মাথা)।
Body:ব্যারাকপুরে নতুন কর্পোরেশন গড়ার প্রস্তুতি

বারাসতঃ ব্যারাকপুর শিল্পাঞ্চলের আট পুরসভা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কর্পোরেশন। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে সে ব্যাপারে সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীর কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। জেলাশাসক তা স্বীকার করে বলেছেন, 'হ্যাঁ আমার কাছে প্রস্তাবিত ব্যারাকপুর কর্পোরেশন নিয়ে নগরোন্নয়ন দপ্তর থেকে একটি চিঠি এসেছে। আমরা সেই মতো কাজ শুরু করেছি।'

রাজ্যের মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব চেয়ে বেশি পুরসভা রয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় মোট ২৬টি পুরসভার মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই ১৭টি। ওই পুরসভাগুলো নিয়ে একটি কর্পোরশন গঠনের জল্পনা গত কয়েক বছর ধরে চলছে। সেই সেই জল্পনায় সরকারি সিলমোহর পড়ল। চলতি সপ্তাহে রাজ্য নগরোন্নয়ন দপ্তর থেকে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ব্যারাকপুর, ভাটপাড়া, হালিশহর, নৈহাটি, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, টিটাগড় ও কাঁচরাপাড়া-এই আটটি পুরসভা নিয়ে নতুন কর্পোরেশন গড়া হবে। সম্ভাব্য সদর দপ্তর ব্যারাকপুর। সেই মতো ওই পুরসভাগুলোর জনসংখ্যা, ওয়ার্ড, আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জানাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই রিপোর্ট চেয়ে ওই পুরসভাগুলোকে চিঠিও পাঠানো হয়েছে। প্রথম দফায় আটটি পুরসভাকে কর্পোরেশনের আওতায় আনা হলেও পরে এলাকা বাড়ানো হবে।

ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন, 'ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব পুরসভাগুলোকে নিয়ে কর্পোরেশন গঠনের পরিকল্পনা কয়েক বছর ধরে চলছিল। অবশেষে সেই পরিকল্পনা সফল হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা এসেছে। আমাদের কাছে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো পাঠিয়ে দেব। আমরা সরকারের এই পরিকল্পনায় খুশি।' কাঁচরাপাড়ার পুরপ্রধান সুদামা রায়ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'কর্পোরেশন হলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়বে। আরও বেশি উন্নয়ন হবে। যে সব কাজ বাকি রয়েছে, সেগুলোও আরও তাড়াতাড়ি শেষ হবে।' তবে পুরসভা থেকে কর্পোরেশন হলে জনসাধারণের উপর করের বোঝা বাড়বে কি না, সে ব্যাপারে উত্তম বা সুদামার জবাব, না, করের বোঝা বাড়বে না।'

ব্যারাকপুর পুরসভা গঠনে খুশি শিল্পাঞ্চলের বাসিন্দারাও। সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতা, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল-দুর্গাপুরের পর আগামী বছরই ষষ্ঠ কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করবে ব্যারাকপুর।

বাইট-- 01. উত্তম দাস, পুরপ্রধান, ব্যারাকপুর (সাদা জামা)

02. সুদামা রায়, পুরপ্রধান, কাঁচরাপাড়া (টাক মাথা)।
Conclusion:ব্যারাকপুরে নতুন কর্পোরেশন গড়ার প্রস্তুতি

বারাসতঃ ব্যারাকপুর শিল্পাঞ্চলের আট পুরসভা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কর্পোরেশন। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে সে ব্যাপারে সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীর কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। জেলাশাসক তা স্বীকার করে বলেছেন, 'হ্যাঁ আমার কাছে প্রস্তাবিত ব্যারাকপুর কর্পোরেশন নিয়ে নগরোন্নয়ন দপ্তর থেকে একটি চিঠি এসেছে। আমরা সেই মতো কাজ শুরু করেছি।'

রাজ্যের মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব চেয়ে বেশি পুরসভা রয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় মোট ২৬টি পুরসভার মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই ১৭টি। ওই পুরসভাগুলো নিয়ে একটি কর্পোরশন গঠনের জল্পনা গত কয়েক বছর ধরে চলছে। সেই সেই জল্পনায় সরকারি সিলমোহর পড়ল। চলতি সপ্তাহে রাজ্য নগরোন্নয়ন দপ্তর থেকে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ব্যারাকপুর, ভাটপাড়া, হালিশহর, নৈহাটি, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, টিটাগড় ও কাঁচরাপাড়া-এই আটটি পুরসভা নিয়ে নতুন কর্পোরেশন গড়া হবে। সম্ভাব্য সদর দপ্তর ব্যারাকপুর। সেই মতো ওই পুরসভাগুলোর জনসংখ্যা, ওয়ার্ড, আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জানাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই রিপোর্ট চেয়ে ওই পুরসভাগুলোকে চিঠিও পাঠানো হয়েছে। প্রথম দফায় আটটি পুরসভাকে কর্পোরেশনের আওতায় আনা হলেও পরে এলাকা বাড়ানো হবে।

ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন, 'ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব পুরসভাগুলোকে নিয়ে কর্পোরেশন গঠনের পরিকল্পনা কয়েক বছর ধরে চলছিল। অবশেষে সেই পরিকল্পনা সফল হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা এসেছে। আমাদের কাছে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো পাঠিয়ে দেব। আমরা সরকারের এই পরিকল্পনায় খুশি।' কাঁচরাপাড়ার পুরপ্রধান সুদামা রায়ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'কর্পোরেশন হলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়বে। আরও বেশি উন্নয়ন হবে। যে সব কাজ বাকি রয়েছে, সেগুলোও আরও তাড়াতাড়ি শেষ হবে।' তবে পুরসভা থেকে কর্পোরেশন হলে জনসাধারণের উপর করের বোঝা বাড়বে কি না, সে ব্যাপারে উত্তম বা সুদামার জবাব, না, করের বোঝা বাড়বে না।'

ব্যারাকপুর পুরসভা গঠনে খুশি শিল্পাঞ্চলের বাসিন্দারাও। সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতা, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল-দুর্গাপুরের পর আগামী বছরই ষষ্ঠ কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করবে ব্যারাকপুর।

বাইট-- 01. উত্তম দাস, পুরপ্রধান, ব্যারাকপুর (সাদা জামা)

02. সুদামা রায়, পুরপ্রধান, কাঁচরাপাড়া (টাক মাথা)।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.