বাদুড়িয়া, 23 জুন: পারিবারিক বিবাদের জেরে প্রকাশ্যে কাকাকে গুলি করে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার শায়েস্তা নগর 1 নম্বর পঞ্চায়েতের লবঙ্গ গ্রামে ৷ নিহতের নাম জহিরুল মণ্ডল (55)। ঘটনাকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগণার বাদুড়িয়ায় । ঘটনার পর পলাতক অভিযুক্ত সাইফুল মণ্ডল।
জহিরুল মণ্ডল ও সাইফুল মণ্ডল সম্পর্কে কাকা-ভাইপো । পাশাপাশি বাড়ি হলেও দুই পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ দীর্ঘদিনের । সম্প্রতি বৃষ্টির জমা জল নিয়ে সেই বিবাদ চরমে ওঠে । অভিযোগ, এই নিয়ে মাঝে গন্ডগোলও হয় কাকা-ভাইপোর মধ্যে । জানা গিয়েছে, লবঙ্গ গ্রামের রাস্তার ধারে জহিরুলের একটি মুদির দোকান রয়েছে । এদিন সকালে দোকান থেকে বাড়িতে ফিরছিলেন তিনি । তখনই বাইকে করে এসে আচমকা কাকার পথ আটকায় সাইফুল । কিছু বুঝে ওঠার আগেই সে মারধর শুরু করে বলে অভিযোগ । এরপর রিভলবার বের করে প্রকাশ্যে জহিরুলের মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায় । গুলির আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন জহিরুল । তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি শিবহাটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে গুলিবিদ্ধ জহিরুলকে স্থানান্তরিত করা হয় বসিরহাট জেলা হাসপাতালে । সেখানেই দুপুর মারা যান তিনি । সেই খবর ছড়াতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় । দোষী সাইফুলের গ্রেফতারের দাবিতে সরব হন এলাকাবাসীরা।
এই বিষয়ে শায়েস্তা নগর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান অমিত দাস বলেন, "জহিরুল সাহেব সকালের দিকে মুদি দোকানের মালপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন । তখনই তার ভাইপো পথ আটকায় এবং গুলি করে হত্যা করে তাঁকে । পুলিশ তদন্ত করলে অভিযুক্তের বিরুদ্ধে আরও অপকর্মের অভিযোগ সামনে আসবে । এরকম একজন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা ।"
এদিকে ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । সাইফুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।