ETV Bharat / state

ভারত বনধের আগে বারাসতে বিক্ষোভ বাম-কংগ্রেস কর্মীদের - ভারত বনধ

আজ ভারত বনধের আগে কৃষি আইনের বিরোধিতায় বারাসতে বিক্ষোভ দেখিয়েছিল বাম ও কংগ্রেস কর্মীরা । যার জেরে তীব্র যানজট সৃষ্টি হয় 34 নম্বর জাতীয় সড়কে ।

Bharat Bandh
বারাসতে বিক্ষোভ বাম ও কংগ্রেস কর্মীদের
author img

By

Published : Dec 8, 2020, 1:24 PM IST

বারাসত , 8 ডিসেম্বর : একদিকে কৃষকের কাঁধে লাঙল । অন্যদিকে, জাতীয় সড়কের উপর ট্রাক্টর রেখে বলদ দিয়ে হাল টেনে প্রতিবাদ । স্থানীয় চাষিদের সঙ্গে নিয়ে এভাবেই কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করলেন বাম ও কংগ্রেসের নেতা ও কর্মীরা । আজ ভারত বনধের আগে গতকাল বিকেলে বারাসতের ময়নায় প্রায় এক ঘণ্টা 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । ফলে তীব্র যানজট সৃষ্টি হয় । কৃষি আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও দাহ করেন বাম ও কংগ্রেস কর্মীরা ।

আরও পড়ুন , ডোমজুড় স্টেশনে লাঙল কাঁধে রেল অবরোধ, শানপুরে আটকানো হল লরি


এই বিষয়ে জেলা বামফ্রন্টের নেতা দেবব্রত বসু বলেন , "কেন্দ্রের এই কৃষি আইনে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে । সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে কৃষি বিল পাশ করানো হয়েছে সংসদে । যার ফলে কৃষক সমাজ গর্জে উঠেছে । কৃষকদের আন্দোলন ও ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বামেরা । অবিলম্বে কৃষি আইন বাতিল করতে হবে । নইলে বাম ও কংগ্রেসের আন্দোলন আরও তীব্র হবে । "

পরে,পুলিশ এসে আন্দোলনকারীদের ঘটনাস্থান থেকে সরিয়ে দেয় । এরপর যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয় ।

বারাসত , 8 ডিসেম্বর : একদিকে কৃষকের কাঁধে লাঙল । অন্যদিকে, জাতীয় সড়কের উপর ট্রাক্টর রেখে বলদ দিয়ে হাল টেনে প্রতিবাদ । স্থানীয় চাষিদের সঙ্গে নিয়ে এভাবেই কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করলেন বাম ও কংগ্রেসের নেতা ও কর্মীরা । আজ ভারত বনধের আগে গতকাল বিকেলে বারাসতের ময়নায় প্রায় এক ঘণ্টা 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । ফলে তীব্র যানজট সৃষ্টি হয় । কৃষি আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও দাহ করেন বাম ও কংগ্রেস কর্মীরা ।

আরও পড়ুন , ডোমজুড় স্টেশনে লাঙল কাঁধে রেল অবরোধ, শানপুরে আটকানো হল লরি


এই বিষয়ে জেলা বামফ্রন্টের নেতা দেবব্রত বসু বলেন , "কেন্দ্রের এই কৃষি আইনে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে । সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে কৃষি বিল পাশ করানো হয়েছে সংসদে । যার ফলে কৃষক সমাজ গর্জে উঠেছে । কৃষকদের আন্দোলন ও ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বামেরা । অবিলম্বে কৃষি আইন বাতিল করতে হবে । নইলে বাম ও কংগ্রেসের আন্দোলন আরও তীব্র হবে । "

পরে,পুলিশ এসে আন্দোলনকারীদের ঘটনাস্থান থেকে সরিয়ে দেয় । এরপর যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.