ETV Bharat / state

"মা" মমতার কাছে 'গদ্দারের ছেলে' শুনে কষ্ট পেয়েছি : শুভ্রাংশু - ডাকাতরানি মমতা

"আমি আজ বাজিগর । বাবার কাছে হেরেছি । ভুলে গেছিলাম বীজপুর আমার একার নয় । বাবাও বীজপুরের ভূমিপুত্র । বাবার কাছে হেরেছি । মানুষ বেছে নিয়েছে বাবাকে ।" সাংবাদিক বৈঠকে বললেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় ।

শুভ্রাংশু
author img

By

Published : May 24, 2019, 4:17 PM IST

Updated : May 24, 2019, 9:53 PM IST

বীজপুর, 24 মে : 'গদ্দারের ছেলে ।' তকমাটা সেঁটে গেছিল গায়ে । চলতে ফিরতে শুনতে হত 'ও তো গদ্দারের ছেলে' । বড়-ছোটো-মেজো নেতারা এসে চিল-চিৎকার করে বলতেন, "কাঁচরাপাড়ায় গদ্দার আর তার ছেলে পিছন থেকে ছুরি মারছে ।" তবু, তিনি দল ছাড়েননি । বারবার আঘাত পেয়েও থেকে গেছেন মমতার কাছে । দিদির প্রিয় পাত্র হতে পারেননি । কিন্তু, দল অন্ত-প্রাণ শুভ্রাংশু দিদিকে ছেড়ে যাওয়ার কথাও ভাবেননি । এবার সময় বদলেছে । বিবেকের কাছে বারবার দগ্ধ হয়ে মন বদলাচ্ছেন শুভ্রাংশুও !

ভিডিয়োয় শুনুন শুভ্রাংশুর বক্তব্য

শেষ আঘাতটা এসেছিল মমতার সফরে । কাঁচরাপাড়ায় জনসভা করে মমতা বলেছিলেন, "গদ্দারের ছেলেকে বিশ্বাস করি না ।" কষ্ট পেয়েছিলেন । তবু, দলের স্বার্থে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করেছেন । মুকুলগড়ে দলকে লিড এনে দেওয়ার ভাবনা ছিল । বিষোদগার নয়, মিষ্টি হেসে ভোট চেয়েছিলেন । মানুষ রায় পরিবারে ভরসা রেখেছে । তবে, শুভ্রাংশুতে নয় ! অর্জুন-মুকুল জুটি এখানেও পেয়েছে স্টার মার্কস । এক কথায় বাবার কাছে হেরেছেন শুভ্রাংশু । তাতে অবশ্য তাঁর দুঃখ নেই । দুঃখ একটাই, মমতার আক্রমণ ।

আজ সাংবাদিক বৈঠক করেন শুভ্রাংশু । বলেন, "মমতা ব্যানার্জিকে আমি মমতাময়ী মা বলে মনে করতাম । কিন্তু, উনি এসে বলে গেলেন, গদ্দারের ছেলে । বিবেক দংশনে ভুগছি । বাড়িতে কথা শুনতে হচ্ছে । দলেও কেউ ভরসা করছে না । এটা কী ? দলের জন্য 100 শতাংশ দিয়েও গদ্দারের ছেলে আখ্যা পাচ্ছি ।" দল ছাড়ছেন কি ? মুকুলপুত্র বললেন, "বাবার সঙ্গে কথা বলি । পরিবারের সঙ্গে কথা বলি । দলে যারা আমাকে ভরসা করে, তাঁদের সঙ্গে কথা হোক । স্থানীয় তৃণমূল কর্মীরা কী বলে দেখি । তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে ।"

রাজনৈতিক মহল বলছে, "বাবার কাছে হার হয়েছে শুভ্রাংশুর ।" মেনে নিয়েছেন বীজপুরের বিধায়ক নিজেও । বলছেন, "বাবার কাছে হেরেছি । ভুলে গেছিলাম বীজপুর আমার একার নয় । বাবাও এখানকার ভূমিপুত্র । মানুষ বাবাকেই বেছে নিয়েছে ।" কথা প্রসঙ্গে তুলে আনলেন, শাহরুখ খানের বিখ্যাত সেই ডায়লগ । "হার কর জিতনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায় ।" শুভ্রাংশু বললেন, "আজ হেরেছি বলে খারাপ লাগছে । তবে, বাবার সাফল্যে খুশি । আমি বাজিগর (মুখে মিষ্টি হাসি) ।"

বীজপুরে তৃণমূলের হারের দায় নিজের কাঁধেই চাপিয়েছেন শুভ্রাংশু । তবে, হালকা খোঁচা দিয়েছেন পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জিকে । পার্থবাবু মুকুল রায়কে আক্রমণ করে আগে বলেছিলেন, " কাঁচরাপাড়ার কাঁচা ছেলে ।" আজ শুভ্রাংশু বলেন, "ওই কাঁচা ছেলেই কাঁচা মাথা দিয়ে চাণক্যের মতো বাংলাকে চষিয়ে বেড়াল ।" আর অভিষেককে ঠুকে শুভ্রাংশু বললেন, "কেউ যেন বলেছিল লাখ লাখ মুকুল রায় তৈরি করবে । একটা কথা বলি, মুকুল রায় তৃণমূল তৈরি করেছিল । একা হাতেই তছনছ করল ।"

পাশে দাঁড়ানো সমর্থকরা তখন শুভ্রাংশুর নামে ধ্বনি দিতে শুরু করেছেন । ইতিউতি আলোচনা চলছে কবে, সবুজ ছেড়ে গেরুয়া পতাকা ধরবেন মুকুলপুত্র ? এর মাঝে দু-একজন কর্মী বলে উঠলেন, "মুকুল রায় কোচ । দাদা ক্যাপ্টেন । খেলার তো এই শুরু । আসলে শুভ্রাংশু হারেননি । জিতেছেন । হার কর জিতনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায় ।"

বীজপুর, 24 মে : 'গদ্দারের ছেলে ।' তকমাটা সেঁটে গেছিল গায়ে । চলতে ফিরতে শুনতে হত 'ও তো গদ্দারের ছেলে' । বড়-ছোটো-মেজো নেতারা এসে চিল-চিৎকার করে বলতেন, "কাঁচরাপাড়ায় গদ্দার আর তার ছেলে পিছন থেকে ছুরি মারছে ।" তবু, তিনি দল ছাড়েননি । বারবার আঘাত পেয়েও থেকে গেছেন মমতার কাছে । দিদির প্রিয় পাত্র হতে পারেননি । কিন্তু, দল অন্ত-প্রাণ শুভ্রাংশু দিদিকে ছেড়ে যাওয়ার কথাও ভাবেননি । এবার সময় বদলেছে । বিবেকের কাছে বারবার দগ্ধ হয়ে মন বদলাচ্ছেন শুভ্রাংশুও !

ভিডিয়োয় শুনুন শুভ্রাংশুর বক্তব্য

শেষ আঘাতটা এসেছিল মমতার সফরে । কাঁচরাপাড়ায় জনসভা করে মমতা বলেছিলেন, "গদ্দারের ছেলেকে বিশ্বাস করি না ।" কষ্ট পেয়েছিলেন । তবু, দলের স্বার্থে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করেছেন । মুকুলগড়ে দলকে লিড এনে দেওয়ার ভাবনা ছিল । বিষোদগার নয়, মিষ্টি হেসে ভোট চেয়েছিলেন । মানুষ রায় পরিবারে ভরসা রেখেছে । তবে, শুভ্রাংশুতে নয় ! অর্জুন-মুকুল জুটি এখানেও পেয়েছে স্টার মার্কস । এক কথায় বাবার কাছে হেরেছেন শুভ্রাংশু । তাতে অবশ্য তাঁর দুঃখ নেই । দুঃখ একটাই, মমতার আক্রমণ ।

আজ সাংবাদিক বৈঠক করেন শুভ্রাংশু । বলেন, "মমতা ব্যানার্জিকে আমি মমতাময়ী মা বলে মনে করতাম । কিন্তু, উনি এসে বলে গেলেন, গদ্দারের ছেলে । বিবেক দংশনে ভুগছি । বাড়িতে কথা শুনতে হচ্ছে । দলেও কেউ ভরসা করছে না । এটা কী ? দলের জন্য 100 শতাংশ দিয়েও গদ্দারের ছেলে আখ্যা পাচ্ছি ।" দল ছাড়ছেন কি ? মুকুলপুত্র বললেন, "বাবার সঙ্গে কথা বলি । পরিবারের সঙ্গে কথা বলি । দলে যারা আমাকে ভরসা করে, তাঁদের সঙ্গে কথা হোক । স্থানীয় তৃণমূল কর্মীরা কী বলে দেখি । তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে ।"

রাজনৈতিক মহল বলছে, "বাবার কাছে হার হয়েছে শুভ্রাংশুর ।" মেনে নিয়েছেন বীজপুরের বিধায়ক নিজেও । বলছেন, "বাবার কাছে হেরেছি । ভুলে গেছিলাম বীজপুর আমার একার নয় । বাবাও এখানকার ভূমিপুত্র । মানুষ বাবাকেই বেছে নিয়েছে ।" কথা প্রসঙ্গে তুলে আনলেন, শাহরুখ খানের বিখ্যাত সেই ডায়লগ । "হার কর জিতনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায় ।" শুভ্রাংশু বললেন, "আজ হেরেছি বলে খারাপ লাগছে । তবে, বাবার সাফল্যে খুশি । আমি বাজিগর (মুখে মিষ্টি হাসি) ।"

বীজপুরে তৃণমূলের হারের দায় নিজের কাঁধেই চাপিয়েছেন শুভ্রাংশু । তবে, হালকা খোঁচা দিয়েছেন পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জিকে । পার্থবাবু মুকুল রায়কে আক্রমণ করে আগে বলেছিলেন, " কাঁচরাপাড়ার কাঁচা ছেলে ।" আজ শুভ্রাংশু বলেন, "ওই কাঁচা ছেলেই কাঁচা মাথা দিয়ে চাণক্যের মতো বাংলাকে চষিয়ে বেড়াল ।" আর অভিষেককে ঠুকে শুভ্রাংশু বললেন, "কেউ যেন বলেছিল লাখ লাখ মুকুল রায় তৈরি করবে । একটা কথা বলি, মুকুল রায় তৃণমূল তৈরি করেছিল । একা হাতেই তছনছ করল ।"

পাশে দাঁড়ানো সমর্থকরা তখন শুভ্রাংশুর নামে ধ্বনি দিতে শুরু করেছেন । ইতিউতি আলোচনা চলছে কবে, সবুজ ছেড়ে গেরুয়া পতাকা ধরবেন মুকুলপুত্র ? এর মাঝে দু-একজন কর্মী বলে উঠলেন, "মুকুল রায় কোচ । দাদা ক্যাপ্টেন । খেলার তো এই শুরু । আসলে শুভ্রাংশু হারেননি । জিতেছেন । হার কর জিতনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায় ।"

sample description
Last Updated : May 24, 2019, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.