ETV Bharat / state

মধ্যমগ্রামে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি শ্রী শঙ্খ সেবা ফোরামের - কোরোনা

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে ৷ বাড়ছে মৃতের সংখ্যাও । রাজ্যের অবস্থাও একই ৷ তারই মাঝে মধ্যমগ্রামে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করল শ্রী শঙ্খ সেবা ফোরাম ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 16, 2020, 9:38 PM IST

মধ্যমগ্রাম, 16 অগাস্ট : স্বাধীনতা দিবসে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করল শ্রী শঙ্খ সেবা ফোরাম ৷ মধ্যমগ্রামে এই কর্মসূচিতে ছিলেন ফোরামের কর্ণধার শঙ্খ চট্টোপাধ্যায়, কোরোনা ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির উত্তর 24 পরগনা জেলার জয়েন্ট কো-অর্ডিনেটর ও চিকিৎসক বিবর্তন সাহা সহ আরও অনেকে ।

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে ৷ বাড়ছে মৃতের সংখ্যাও । রাজ্যের অবস্থাও একই ৷ সংক্রমণ ঠেকাতে সাপ্তাহিক লকডাউন চালু করেছে রাজ্য সরকার ৷ কিন্তু তারপরও হুঁশ ফেরেনি অনেকের ৷ সুরক্ষাবিধি না মেনেই অনেকে বেরিয়ে পড়ছে রাস্তায় ৷ অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই ৷ সেই কারণেই মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করল শ্রী শঙ্খ সেবা ফোরাম ৷ রাস্তায় নেমে সচেতনতার বার্তা দিলেন চিকিৎসক বিবর্তন সাহা ৷

বিলি করা হচ্ছে মাস্ক ও স্যানিটাইজ়ার

কর্মসূচি শেষে ফোরামের কর্ণধার শঙ্খ চট্টোপাধ্যায় বলেন, কোরোনা সংক্রমণ ঠেকাতে ধারাবাহিকভাবে মানুষকে সচেতন করে চলেছে তারা ৷ বিবর্তন সাহা বলেন,"কোরোনার বিরুদ্ধে লড়তে গেলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত জরুরি ৷ কোনও রাষ্ট্রের পক্ষে একা লড়াই করা সম্ভব নয় ৷ তাই ভাইরাস ঠেকাতে কোনও কুসংস্কার নয়, বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রকে ব্যবহার করতে হবে ৷

মধ্যমগ্রাম, 16 অগাস্ট : স্বাধীনতা দিবসে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করল শ্রী শঙ্খ সেবা ফোরাম ৷ মধ্যমগ্রামে এই কর্মসূচিতে ছিলেন ফোরামের কর্ণধার শঙ্খ চট্টোপাধ্যায়, কোরোনা ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির উত্তর 24 পরগনা জেলার জয়েন্ট কো-অর্ডিনেটর ও চিকিৎসক বিবর্তন সাহা সহ আরও অনেকে ।

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে ৷ বাড়ছে মৃতের সংখ্যাও । রাজ্যের অবস্থাও একই ৷ সংক্রমণ ঠেকাতে সাপ্তাহিক লকডাউন চালু করেছে রাজ্য সরকার ৷ কিন্তু তারপরও হুঁশ ফেরেনি অনেকের ৷ সুরক্ষাবিধি না মেনেই অনেকে বেরিয়ে পড়ছে রাস্তায় ৷ অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই ৷ সেই কারণেই মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করল শ্রী শঙ্খ সেবা ফোরাম ৷ রাস্তায় নেমে সচেতনতার বার্তা দিলেন চিকিৎসক বিবর্তন সাহা ৷

বিলি করা হচ্ছে মাস্ক ও স্যানিটাইজ়ার

কর্মসূচি শেষে ফোরামের কর্ণধার শঙ্খ চট্টোপাধ্যায় বলেন, কোরোনা সংক্রমণ ঠেকাতে ধারাবাহিকভাবে মানুষকে সচেতন করে চলেছে তারা ৷ বিবর্তন সাহা বলেন,"কোরোনার বিরুদ্ধে লড়তে গেলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত জরুরি ৷ কোনও রাষ্ট্রের পক্ষে একা লড়াই করা সম্ভব নয় ৷ তাই ভাইরাস ঠেকাতে কোনও কুসংস্কার নয়, বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রকে ব্যবহার করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.