ETV Bharat / state

Barasat District Hospital : মায়েদের মন ভাল রাখতে মিউজিক সিস্টেম বারাসত সদর হাসপাতালের প্রসূতি বিভাগে - Barasat District Hospital

প্রসূতি বিভাগে আলাদা করে বসানো হয়েছে আলট্রা-সোনোগ্রাফি মেশিনও । এতদিন এই পরিষেবার জন্য প্রসূতি বিভাগের বাইরে যেত হত গর্ভবতী মহিলাদের ।

maternity ward of Barasat District Hospital
নতুন এই ব্যবস্থাপনায় খুশি প্রসূতিরাও ।
author img

By

Published : Nov 30, 2021, 10:53 PM IST

বারাসত, 30 নভেম্বর : বারাসত সদর হাসপাতালের প্রসূতি বিভাগে রয়েছে প্রায় দেড়শো বেড । সেখানেই প্রসূতি মায়েদের মন ভাল রাখতে মিউজিক সিস্টেম বসানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে (music system sets up in the maternity ward of Barasat District Hospital)। শুধু মিউজিক সিস্টেমই নয়, প্রসূতি বিভাগে আলাদা করে বসানো হয়েছে আলট্রা-সোনোগ্রাফি মেশিনও । এতদিন এই পরিষেবার জন্য প্রসূতি বিভাগের বাইরে যেতে হত গর্ভবতী মহিলাদের । এবার প্রসূতি বিভাগেই এই পরিষেবা মিলবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘‘হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং সাংসদ কাকলি ঘোষদস্তিদারের সাংসদ তহবিল থেকে দুটি আলট্রা-সোনোগ্রাফি মেশিন বসানো হয়েছে এই হাসপাতালে । একটি রয়েছে প্রসূতি বিভাগে, অন্যটি লেবার রুমে । এর ফলে গর্ভবতী মহিলাদের চিকিৎসায় সুবিধা হচ্ছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধিদল হাসপাতালে পরিদর্শনে এসে আমাদের অত্যাধুনিক লেবার রুম দেখে প্রশংসা করে গিয়েছে । এই লেবার রুমকে রোল মডেল হিসেবেও তুলে ধরেছেন তাঁরা । এতে আমরা খুবই খুশি ।’’

আরও পড়ুন : Government Direction on Omicron : ওমিক্রনের সংক্রমণ রুখতে করোনার পরীক্ষা বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের

এদিকে, নতুন এই ব্যবস্থাপনায় খুশি প্রসূতিরাও । অপর্ণা বিশ্বাস নামে এক প্রসূতি বলেন, ‘‘খুবই ভাল উদ্যোগ । হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনাও আগের থেকে অনেক উন্নত হয়েছে ।’’ বিশেষজ্ঞদের ধারণা, গর্ভবস্থায় নানা কারণে মনের ওপর চাপ তৈরি হয় । সেক্ষেত্রে পছন্দের সুর কানে গেলে মন ভাল হয় । সেকথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বারাসত হাসপাতালে ৷

বারাসত, 30 নভেম্বর : বারাসত সদর হাসপাতালের প্রসূতি বিভাগে রয়েছে প্রায় দেড়শো বেড । সেখানেই প্রসূতি মায়েদের মন ভাল রাখতে মিউজিক সিস্টেম বসানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে (music system sets up in the maternity ward of Barasat District Hospital)। শুধু মিউজিক সিস্টেমই নয়, প্রসূতি বিভাগে আলাদা করে বসানো হয়েছে আলট্রা-সোনোগ্রাফি মেশিনও । এতদিন এই পরিষেবার জন্য প্রসূতি বিভাগের বাইরে যেতে হত গর্ভবতী মহিলাদের । এবার প্রসূতি বিভাগেই এই পরিষেবা মিলবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘‘হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং সাংসদ কাকলি ঘোষদস্তিদারের সাংসদ তহবিল থেকে দুটি আলট্রা-সোনোগ্রাফি মেশিন বসানো হয়েছে এই হাসপাতালে । একটি রয়েছে প্রসূতি বিভাগে, অন্যটি লেবার রুমে । এর ফলে গর্ভবতী মহিলাদের চিকিৎসায় সুবিধা হচ্ছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধিদল হাসপাতালে পরিদর্শনে এসে আমাদের অত্যাধুনিক লেবার রুম দেখে প্রশংসা করে গিয়েছে । এই লেবার রুমকে রোল মডেল হিসেবেও তুলে ধরেছেন তাঁরা । এতে আমরা খুবই খুশি ।’’

আরও পড়ুন : Government Direction on Omicron : ওমিক্রনের সংক্রমণ রুখতে করোনার পরীক্ষা বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের

এদিকে, নতুন এই ব্যবস্থাপনায় খুশি প্রসূতিরাও । অপর্ণা বিশ্বাস নামে এক প্রসূতি বলেন, ‘‘খুবই ভাল উদ্যোগ । হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনাও আগের থেকে অনেক উন্নত হয়েছে ।’’ বিশেষজ্ঞদের ধারণা, গর্ভবস্থায় নানা কারণে মনের ওপর চাপ তৈরি হয় । সেক্ষেত্রে পছন্দের সুর কানে গেলে মন ভাল হয় । সেকথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বারাসত হাসপাতালে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.