বাগদা, 15 মার্চ: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বন্ধুর (Bagdah Murder Case)। সেই কারণে বন্ধুকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাগদা থানার খর্দ্দ কুলবেড়িয়া এলাকায়। মৃতের নাম আনন্দ ঘোষ। অভিযুক্তের নাম বাসুদেব ঘোষ। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বাসুদেব ও আনন্দ দু'জন প্রতিবেশী। আনন্দের থেকে বাসুদের বড় হলেও ছোটবেলা থেকে দু'জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বর্তমানে দু'জনেই বিবাহিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসুদেবের স্ত্রী কাকলী ঘোষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় আনন্দের। যা জেনে যায় বাসুদেব। বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্কের কথা জানার পর স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে অশান্তি লেগেই থাকত। কয়েকদিন আগে কাকলি ও আনন্দকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে বাসুদেব। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল সে।
আরও পড়ুন : Malda Murder Case : সাংসারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুনে করে পলাতক স্বামী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আনন্দ এক প্রতিবেশীর বাড়িতে দাঁড়িয়েছিলেন। সেই সময় রাস্তা দিয়ে কুড়ুল হাতে কাজে যাচ্ছিল বাসুদেব। আনন্দকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর কাছে যায় এবং সেখানে কাকলির সঙ্গে আনন্দের সম্পর্ক নিয়ে কথা ওঠে। যা নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, তখন রেগে গিয়ে আনন্দের মাথায় কুড়ুল দিয়ে কোপ মারে বাবুদেব। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আনন্দ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বনগাঁ হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে চিকিৎসকরা আনন্দকে মৃত বলে জানান৷
স্থানীয়দের আরও দাবি, আনন্দকে কোপ মরার পর বাড়িতে গিয়ে কাকলিকেও মারধর করে বাসুদেব। খবর পেয়ে বাগদা থানার পুলিশ বাবুদেবকে গ্রেফতার করে। আনন্দের দাদা লক্ষ্মণ ঘোষ বলেন, "ভাই একজনের বাড়িতে বসে গল্প করছিল। সেই সময়ে কৃষ্ণ ঘোষ (বাসুদেব) পিছন দিক থেকে গিয়ে কুড়ুল দিয়ে কোপ মারে। এরপর ভাইয়ের মৃত্যু হয়। ও কেন কোপ মেরেছে আমার জানা নেই। ওদের মধ্যে কোনও ঝামেলা অশান্তি ছিল বলেও জানা নেই। আমরা চাই ভাইয়ের খুনির দৃষ্টান্তমূলকমূলক সাজা হোক।"