ETV Bharat / state

বারাসতে পথকুকুরকে পিটিয়ে মারার অভিযোগ পৌরকর্মীর বিরুদ্ধে - বিনোদ

8 ফেব্রুয়ারি রাতে বারাসতের রামকৃষ্ণপুর এলাকার একটি পথকুকুরকে পাথর দিয়ে নৃশংসভাবে পিটিয়ে মারার অভিযোগ উঠল বারাসাত পৌরসভার এক সাফাইকর্মীর বিরুদ্ধে ৷ অমানবিক ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছন বারাসতের একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য প্রসেনজিৎ দত্ত সহ কয়েকজন ৷ ওই পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে থানায় সাফাইকর্মীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে ৷

street dog killed
বারাসতে পথকুকুর
author img

By

Published : Feb 14, 2020, 12:01 AM IST

বারাসাত ,13 ফেব্রুয়ারি : পথকুকুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বারাসত পৌরসভার এক সাফাইকর্মীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে স্থানীয় রামকৃষ্ণপুর এলাকায় । অভিযুক্তের নাম বিনোদ বংশী । ঘটনার প্রতিবাদে বারাসতের একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে থানায় বিনোদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে । পাশাপাশি বারাসতের পৌরপ্রধানের কাছেও লিখিতভাবে ঘটনাটি জানানো হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 8 ফেব্রুয়ারি রাতে বারাসতের রামকৃষ্ণপুর এলাকার একটি পথকুকুরকে পাথর দিয়ে নৃশংসভাবে মারা হয় । অমানবিক ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছন বারাসতের একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য প্রসেনজিৎ দত্ত সহ কয়েকজন । গুরুতর জখম অবস্থায় তাঁরা কুকুরটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসেন । এক পশু চিকিৎসক দু'দিন ধরে জখম কুকুরটির চিকিৎসা করেন । মঙ্গলবার রাতে কুকুরটির মৃত্যু হয় ৷ ওই পশুপ্রেমী সংগঠনের সম্পাদক লোপামুদ্রা বসুর অভিযোগ, রামকৃষ্ণপুরের বাসিন্দা বারাসত পৌরসভার সাফাইকর্মী বিনোদ নৃশংসভাবে কুকুরটিকে মেরেছে । তিনি অভিযুক্তের শাস্তির দাবিও তুলেছেন ।

বারাসতের পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, পথকুকুরকে এভাবে পিটিয়ে মারা অন্যায় । পুলিশের কাছে অভিযোগ হয়েছে । পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে ।

বারাসাত ,13 ফেব্রুয়ারি : পথকুকুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বারাসত পৌরসভার এক সাফাইকর্মীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে স্থানীয় রামকৃষ্ণপুর এলাকায় । অভিযুক্তের নাম বিনোদ বংশী । ঘটনার প্রতিবাদে বারাসতের একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে থানায় বিনোদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে । পাশাপাশি বারাসতের পৌরপ্রধানের কাছেও লিখিতভাবে ঘটনাটি জানানো হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 8 ফেব্রুয়ারি রাতে বারাসতের রামকৃষ্ণপুর এলাকার একটি পথকুকুরকে পাথর দিয়ে নৃশংসভাবে মারা হয় । অমানবিক ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছন বারাসতের একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য প্রসেনজিৎ দত্ত সহ কয়েকজন । গুরুতর জখম অবস্থায় তাঁরা কুকুরটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসেন । এক পশু চিকিৎসক দু'দিন ধরে জখম কুকুরটির চিকিৎসা করেন । মঙ্গলবার রাতে কুকুরটির মৃত্যু হয় ৷ ওই পশুপ্রেমী সংগঠনের সম্পাদক লোপামুদ্রা বসুর অভিযোগ, রামকৃষ্ণপুরের বাসিন্দা বারাসত পৌরসভার সাফাইকর্মী বিনোদ নৃশংসভাবে কুকুরটিকে মেরেছে । তিনি অভিযুক্তের শাস্তির দাবিও তুলেছেন ।

বারাসতের পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, পথকুকুরকে এভাবে পিটিয়ে মারা অন্যায় । পুলিশের কাছে অভিযোগ হয়েছে । পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.