ETV Bharat / state

সভা মঞ্চে মমতার পা ছুঁয়ে প্রণাম অর্জুনের, মাথায় হাত রাখলেন দলনেত্রীও - Mamata Banerjee

Mamata Banerjee: লোকসভা ভোটের আগে কোন্দল-কাঁটা সরিয়ে দলের সবপক্ষকে একসূত্রে বাঁধতে মরিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ওই সভা মঞ্চে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ‍্যাম হাজির থাকলেও তাঁকে দলনেত্রীর পা ছুঁয়ে প্রণাম অথবা মমতার কাছে গিয়ে কথা বলা !

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 7:50 PM IST

Updated : Dec 28, 2023, 7:58 PM IST

দেগঙ্গা, 28 ডিসেম্বর: সভা মঞ্চে উঠে বসতেই সটান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে প্রণাম ! প্রত্যুত্তরে মমতাও হাত রাখেন সাংসদ অর্জুন সিংয়ের মাথায় ৷ কিসের ইঙ্গিত ? ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ-বিধায়কের যে কাজিয়া চলছে, তাতে অর্জুন সিংয়ের প্রতি কি আস্থা দেখালেন স্বয়ং দলনেত্রী ? বৃহস্পতিবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় দলীয় সভা মঞ্চে এই ছবি-গুলো থেকে তেমনটাই ধারণা করা হচ্ছে তৃণমূলের একটি সূত্র থেকে।এনিয়ে শুরু হয়েছে জোর চর্চাও।

এই চর্চার পিছনে বেশকিছু কারণও রয়েছে। প্রথমত, দলের ওই সভা মঞ্চে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ‍্যাম হাজির থাকলেও তাঁকে দলনেত্রীর পা ছুঁয়ে প্রণাম অথবা মমতার কাছে গিয়ে কথা বলতে দেখা যায়নি ! সেখানে সাংসদ অর্জুন সিংয়ের মমতার পা ছুঁয়ে প্রণাম করা কিংবা দলনেত্রীর সঙ্গে আলাপচারিতা সেড়ে নেওয়া। দুটোই তাঁর প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ‍্যামের থেকে সাংসদকে কিছুটা হলেও এগিয়ে রাখল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

দ্বিতীয়ত, ওই সভা মঞ্চে জেলাপরিষদের সহসভাধিপতি তথা বিধায়ক বীণা মণ্ডল এবং সাংসদ নুসরত জাহানও মমতার পা ছুঁয়ে প্রণাম করেন। তবে এদের দু'জনের চেয়ে সাংসদ অর্জুন সিংয়ের পা ছুঁয়ে প্রণাম করা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তাও আবার ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ-বিধায়কের কাজিয়ার মধ্যেই। তৃতীয়ত, দলীয় সভা শেষ না হতে না হতেই এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবগঠিত কোর-কমিটির সদস্যদের সঙ্গে একান্তে যে বৈঠক করেন সেখানেও কিন্তু সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে কিছুক্ষণের জন্য আলাপচারিতা হয় দলনেত্রীর। অর্জুনকে চিন্তা না করে দলীয় সংগঠনে মন দেওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর সূত্র মারফত। আরও জানা গিয়েছে, এদিনের এই একান্ত বৈঠকে বিধায়ক সোমনাথ শ‍্যাম থাকলেও তাঁকে নিয়ে কিন্তু তেমন কোনও উচ্চবাচ্য করেননি তৃণমূল সুপ্রিমো। তবে ওই ঘরোয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দলের গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া বার্তা শুনিয়েছেন। কেউ কথা না শুনলে দল থেকে তাড়িয়ে দিতে কোর কমিটির সদস্যদের তিনি নির্দেশও দিয়ে গিয়েছেন বল খবর দলীয় সূত্রে।

বছর ঘুরলেই যে কোনও সময় লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে যেতে পারে। তার আগে উত্তর 24 পরগনা জেলায় দলের গোষ্ঠী কোন্দল কাঁটায় বারেবারে বিদ্ধ হতে হচ্ছে শাসক শিবিরকে। বিশেষ করে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ-বিধায়কের কাজিয়া এই মুহুর্তে চরম জায়গায় পৌঁছেছে।রীতিমতো অর্জুন সিং ও তাঁর প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ‍্যামের বাকযুদ্ধে রীতিমতো কুরুক্ষেত্র হয়ে রয়েছে ব‍্যারাকপুর। এছাড়াও জেলার অধিকাংশ জায়গাতে কমবেশি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে শাসকদলের। এই পরিস্থিতিতে ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সেই কথা মাথায় রেখে এদিন কোর কমিটির সদস্যদের সামনেই দেগঙ্গার গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'বালু'-হীন হাবরা বিধানসভার সাংগঠনিক কাজ আপাতত দেখবেন কোর কমিটির অন‍্যতম সদস্য ও বিধায়ক নারায়ণ গোস্বামী।তেমনটাই নির্দেশ দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেগঙ্গা, 28 ডিসেম্বর: সভা মঞ্চে উঠে বসতেই সটান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে প্রণাম ! প্রত্যুত্তরে মমতাও হাত রাখেন সাংসদ অর্জুন সিংয়ের মাথায় ৷ কিসের ইঙ্গিত ? ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ-বিধায়কের যে কাজিয়া চলছে, তাতে অর্জুন সিংয়ের প্রতি কি আস্থা দেখালেন স্বয়ং দলনেত্রী ? বৃহস্পতিবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় দলীয় সভা মঞ্চে এই ছবি-গুলো থেকে তেমনটাই ধারণা করা হচ্ছে তৃণমূলের একটি সূত্র থেকে।এনিয়ে শুরু হয়েছে জোর চর্চাও।

এই চর্চার পিছনে বেশকিছু কারণও রয়েছে। প্রথমত, দলের ওই সভা মঞ্চে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ‍্যাম হাজির থাকলেও তাঁকে দলনেত্রীর পা ছুঁয়ে প্রণাম অথবা মমতার কাছে গিয়ে কথা বলতে দেখা যায়নি ! সেখানে সাংসদ অর্জুন সিংয়ের মমতার পা ছুঁয়ে প্রণাম করা কিংবা দলনেত্রীর সঙ্গে আলাপচারিতা সেড়ে নেওয়া। দুটোই তাঁর প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ‍্যামের থেকে সাংসদকে কিছুটা হলেও এগিয়ে রাখল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

দ্বিতীয়ত, ওই সভা মঞ্চে জেলাপরিষদের সহসভাধিপতি তথা বিধায়ক বীণা মণ্ডল এবং সাংসদ নুসরত জাহানও মমতার পা ছুঁয়ে প্রণাম করেন। তবে এদের দু'জনের চেয়ে সাংসদ অর্জুন সিংয়ের পা ছুঁয়ে প্রণাম করা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তাও আবার ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ-বিধায়কের কাজিয়ার মধ্যেই। তৃতীয়ত, দলীয় সভা শেষ না হতে না হতেই এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবগঠিত কোর-কমিটির সদস্যদের সঙ্গে একান্তে যে বৈঠক করেন সেখানেও কিন্তু সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে কিছুক্ষণের জন্য আলাপচারিতা হয় দলনেত্রীর। অর্জুনকে চিন্তা না করে দলীয় সংগঠনে মন দেওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর সূত্র মারফত। আরও জানা গিয়েছে, এদিনের এই একান্ত বৈঠকে বিধায়ক সোমনাথ শ‍্যাম থাকলেও তাঁকে নিয়ে কিন্তু তেমন কোনও উচ্চবাচ্য করেননি তৃণমূল সুপ্রিমো। তবে ওই ঘরোয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দলের গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া বার্তা শুনিয়েছেন। কেউ কথা না শুনলে দল থেকে তাড়িয়ে দিতে কোর কমিটির সদস্যদের তিনি নির্দেশও দিয়ে গিয়েছেন বল খবর দলীয় সূত্রে।

বছর ঘুরলেই যে কোনও সময় লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে যেতে পারে। তার আগে উত্তর 24 পরগনা জেলায় দলের গোষ্ঠী কোন্দল কাঁটায় বারেবারে বিদ্ধ হতে হচ্ছে শাসক শিবিরকে। বিশেষ করে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ-বিধায়কের কাজিয়া এই মুহুর্তে চরম জায়গায় পৌঁছেছে।রীতিমতো অর্জুন সিং ও তাঁর প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ‍্যামের বাকযুদ্ধে রীতিমতো কুরুক্ষেত্র হয়ে রয়েছে ব‍্যারাকপুর। এছাড়াও জেলার অধিকাংশ জায়গাতে কমবেশি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে শাসকদলের। এই পরিস্থিতিতে ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সেই কথা মাথায় রেখে এদিন কোর কমিটির সদস্যদের সামনেই দেগঙ্গার গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'বালু'-হীন হাবরা বিধানসভার সাংগঠনিক কাজ আপাতত দেখবেন কোর কমিটির অন‍্যতম সদস্য ও বিধায়ক নারায়ণ গোস্বামী।তেমনটাই নির্দেশ দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা

রামমন্দির উদ্বোধনের আবহে মমতার মুখে বাংলায় তীর্থস্থান উন্নয়নে 400 কোটির খতিয়ান

ভোট এলেই নাগরিকত্বের কথা বলা আসলে বিজেপির ছলনা: মমতা

Last Updated : Dec 28, 2023, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.