ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসার বলি ! বিজেপি কর্মীকে বাঁচাতে গিয়ে মৃত্যু মায়ের - বিজেপি কর্মীকে বাঁচাতে গিয়ে মৃত্যু মায়ের

বাড়ি থেকে টেনে বের করে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে হামলাকারীরা । সেই দৃশ্য দেখে ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন কৃষ্ণের বাবা ও মা । দুষ্কৃতীদের প্রতিরোধ করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মা জ্যোৎস্না মল্লিক । এরপরই তাকে উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয় বারাসত হাসপাতালে । সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর মায়ের ।

ভোট পরবর্তী হিংসার বলি
ছবি
author img

By

Published : May 15, 2021, 2:35 PM IST

বারাসত, 15 মে : দুষ্কৃতীদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল বিজেপি কর্মীর মায়ের । মৃতার নাম জ্যোৎস্না মল্লিক (43) । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে । বিজেপির অভিযোগ, "বাড়িতে হামলা চালিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করছিল দলের কর্মী কৃষ্ণ মল্লিককে । চোখের সামনে ছেলেকে আক্রান্ত হতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন কৃষ্ণের বাবা ও মা । প্রতিরোধ করতে না পেরে তখনই অসুস্থ হয়ে পড়েন জ্যোৎস্না মল্লিক । বারাসত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি । শুক্রবার রাতে সেখানেই প্রাণ হারান তিনি ।"

হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ হয়ে সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন মহিলা এবং তার জেরেই মৃত্যু হয়েছে তাঁর । তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে । যদিও এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের তরফে । পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে ।

ভোট পরবর্তী হিংসায় বারবার উত্তপ্ত হয়েছে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা । কোথাও বিরোধী কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ । আবার কোথাও লুঠপাট চালিয়ে বিরোধী কর্মীদের বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে । বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে । এর থেকে ব্যতিক্রম নয় জেলাসদর বারাসতও । বিরোধী বিজেপি এবং সংযুক্ত মোর্চা ইতিমধ্যে এখানে অভিযোগ করেছে,"তৃণমূল দুষ্কৃতীদের তান্ডবে তাদের কয়েকশো কর্মী সমর্থক এখনও বাড়িছাড়া হয়ে আছেন । আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা । বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি "।

তারই মধ্যে তৃণমূল দুষ্কৃতীদের হামলায় অসুস্থ হয়ে বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে । বারাসতের গীতাঞ্জলি পল্লির দ্বিজহরিদাস কলোনিতে বাড়ি বিজেপি কর্মী কৃষ্ণ দাসের । বৃহস্পতিবার রাতে সেখানেই তৃণমূলের একদল দুষ্কৃতী হামলা এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ । বাড়ি থেকে টেনে বের করে ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে হামলাকারীরা । সেই দৃশ্য দেখে ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন কৃষ্ণের বাবা ও মা । দুষ্কৃতীদের প্রতিরোধ করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মা জ্যোৎস্না মল্লিক । এরপরই তাকে উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয় বারাসত হাসপাতালে । সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর মায়ের । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার । ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে সেই কথাও ।

এই বিষয়ে মৃতার ছেলে বিজেপি কর্মী কৃষ্ণ মল্লিক বলেন, "দীর্ঘদিন ধরেই বিজেপি দলের সঙ্গে যুক্ত । এবারের নির্বাচনে বুথ এজেন্ট হয়েছিলাম । সেই কারণে তৃণমূলের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছিল । ওরা আমাকে মারধর করছে দেখে বাবা ও মা এগিয়ে এসেছিলেন বাঁচাতে । তখনই অসুস্থ হয়ে পড়েন মা । মায়ের মৃত্যুর জন্য তৃণমূলের লোকজনই দায়ী "

তবে,ঘটনার পর থেকে ওই বিজেপি কর্মী এতটাই আতঙ্কিত যে হামলাকারীদের পরিচয় জানা সত্ত্বেও ভয়ে তাদের নাম প্রকাশ্যে আনতে পারেননি ।

এদিকে,ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে জেলার সদর শহর বারাসতে । বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূলকে দুষেছে গেরুয়া শিবির । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সহসভাপতি প্রতীপ চট্টোপাধ্যায় বলেন,"ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই শাসকদলের গুন্ডারা বারাসতের বিভিন্ন প্রান্তে অত্যাচার শুরু করেছে বিজেপির কর্মী সমর্থকদের উপর । হামলা,ভাঙচুর এবং লুঠপাট কিছুই বাদ যাচ্ছে না । এবার তো একেবারে মৃত্যুর মতো ঘটনা ঘটল । অবিলম্বে শাসকদলের এই হিংসা বন্ধ হওয়া প্রয়োজন । নাহলে এরকম মৃত্যু আরও দেখতে হতে পারে আমাদের । পুলিশ প্রশাসনকে বলব,ঘটনার সঙ্গে জড়িতদের যেন দ্রুত গ্রেফতার করা হয় "।

যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের তরফে । অন্যদিকে,খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসে বারাসত থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত । পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

বারাসত, 15 মে : দুষ্কৃতীদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল বিজেপি কর্মীর মায়ের । মৃতার নাম জ্যোৎস্না মল্লিক (43) । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে । বিজেপির অভিযোগ, "বাড়িতে হামলা চালিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করছিল দলের কর্মী কৃষ্ণ মল্লিককে । চোখের সামনে ছেলেকে আক্রান্ত হতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন কৃষ্ণের বাবা ও মা । প্রতিরোধ করতে না পেরে তখনই অসুস্থ হয়ে পড়েন জ্যোৎস্না মল্লিক । বারাসত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি । শুক্রবার রাতে সেখানেই প্রাণ হারান তিনি ।"

হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ হয়ে সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন মহিলা এবং তার জেরেই মৃত্যু হয়েছে তাঁর । তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে । যদিও এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের তরফে । পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে ।

ভোট পরবর্তী হিংসায় বারবার উত্তপ্ত হয়েছে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা । কোথাও বিরোধী কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ । আবার কোথাও লুঠপাট চালিয়ে বিরোধী কর্মীদের বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে । বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে । এর থেকে ব্যতিক্রম নয় জেলাসদর বারাসতও । বিরোধী বিজেপি এবং সংযুক্ত মোর্চা ইতিমধ্যে এখানে অভিযোগ করেছে,"তৃণমূল দুষ্কৃতীদের তান্ডবে তাদের কয়েকশো কর্মী সমর্থক এখনও বাড়িছাড়া হয়ে আছেন । আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা । বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি "।

তারই মধ্যে তৃণমূল দুষ্কৃতীদের হামলায় অসুস্থ হয়ে বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে । বারাসতের গীতাঞ্জলি পল্লির দ্বিজহরিদাস কলোনিতে বাড়ি বিজেপি কর্মী কৃষ্ণ দাসের । বৃহস্পতিবার রাতে সেখানেই তৃণমূলের একদল দুষ্কৃতী হামলা এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ । বাড়ি থেকে টেনে বের করে ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে হামলাকারীরা । সেই দৃশ্য দেখে ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন কৃষ্ণের বাবা ও মা । দুষ্কৃতীদের প্রতিরোধ করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মা জ্যোৎস্না মল্লিক । এরপরই তাকে উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয় বারাসত হাসপাতালে । সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর মায়ের । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার । ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে সেই কথাও ।

এই বিষয়ে মৃতার ছেলে বিজেপি কর্মী কৃষ্ণ মল্লিক বলেন, "দীর্ঘদিন ধরেই বিজেপি দলের সঙ্গে যুক্ত । এবারের নির্বাচনে বুথ এজেন্ট হয়েছিলাম । সেই কারণে তৃণমূলের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছিল । ওরা আমাকে মারধর করছে দেখে বাবা ও মা এগিয়ে এসেছিলেন বাঁচাতে । তখনই অসুস্থ হয়ে পড়েন মা । মায়ের মৃত্যুর জন্য তৃণমূলের লোকজনই দায়ী "

তবে,ঘটনার পর থেকে ওই বিজেপি কর্মী এতটাই আতঙ্কিত যে হামলাকারীদের পরিচয় জানা সত্ত্বেও ভয়ে তাদের নাম প্রকাশ্যে আনতে পারেননি ।

এদিকে,ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে জেলার সদর শহর বারাসতে । বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূলকে দুষেছে গেরুয়া শিবির । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সহসভাপতি প্রতীপ চট্টোপাধ্যায় বলেন,"ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই শাসকদলের গুন্ডারা বারাসতের বিভিন্ন প্রান্তে অত্যাচার শুরু করেছে বিজেপির কর্মী সমর্থকদের উপর । হামলা,ভাঙচুর এবং লুঠপাট কিছুই বাদ যাচ্ছে না । এবার তো একেবারে মৃত্যুর মতো ঘটনা ঘটল । অবিলম্বে শাসকদলের এই হিংসা বন্ধ হওয়া প্রয়োজন । নাহলে এরকম মৃত্যু আরও দেখতে হতে পারে আমাদের । পুলিশ প্রশাসনকে বলব,ঘটনার সঙ্গে জড়িতদের যেন দ্রুত গ্রেফতার করা হয় "।

যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের তরফে । অন্যদিকে,খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসে বারাসত থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত । পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.