ETV Bharat / state

Murder in Duttapukur: প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে খুন তাঁরই মা! মৃত্যু ঘিরে রহস্য দত্তপুকুরে - panchayat pradhan mother death news

সকালে মায়ের রক্তাক্ত দেহ দেখে হতবাক প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দার ৷ চিকিৎসার জন্য তাঁর কাছে এসে থাকছিলেন মা ৷ তাই এই খুন ঘিরে রহস্য দানা বেঁধেছে ৷

ETV Bharat
দত্তপুুকরে প্রাক্তন পঞ্চায়েত প্রধান মেয়ের বাড়িতে খুন মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 1:10 PM IST

Updated : Sep 24, 2023, 1:26 PM IST

উত্তর 24 পরগনার দত্তপুকুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে খুনে হলেন তাঁরই মা

দত্তপুকুর, 24 সেপ্টেম্বর: চিকিৎসার জন্য মেয়ের বাড়িতে এসে খুন হলেন মা ৷ রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুরে ৷ মেয়ে দেবযানী সর্দার দত্তপুকুর 1 নম্বর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান ৷ স্বভাবতই এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

সূত্রের খবর, শনিবার রাতে দেবযানী সর্দারের মা বেবি রানি সর্দার রাতের খাওয়া সেরে শুতে যান ৷ এরপর রবিবার ভোরে বাড়ির লোকজনেরা দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ মৃতার বয়স 55 বছর ৷ তিনি কলকাতা থেকে চিকিৎসার জন্য মেয়ে দেবযানী সর্দারের কাছে এসে থাকছিলেন ৷

প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দার বলেন, "এটা একেবারে অপ্রত্যাশিত ৷ আমি কোনওদিন কারও ক্ষতি করিনি ৷" তিনি জানান, এই ঘটনার সময় তিনি ও তাঁর স্বামী পাশের ঘরে ঘুমিয়েছিলেন ৷ তাঁরা কিছু টের পাননি ৷ দেবযানী সন্দেহ করছেন, হয়তো তাঁকেই খুন করতে এসে তাঁর মাকে হত্যা করে চলে গিয়েছেন দুষ্কৃতীরা ৷ তবে তিনি জানিয়েছেন, পুরোটাই তদন্তসাপেক্ষ ৷

তিনি আরও বলেন, "মেয়ে মায়ের পাশে শুয়েছিল ৷ ও ভয়ে চোখ বন্ধ করেছিল ৷ মেয়ের বয়ান অনুযায়ী ভোর সাড়ে 3টে থেকে 4টের মধ্যে ঘটনাটি ঘটেছিল ৷" দেবযানী সর্দারের অনুমান, দুষ্কৃতীরা সিঁড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিল ৷ তাঁর মা যে ঘরে শুয়েছিলেন, সেই ঘরের দরজাটি ভেজানো ছিল ৷

এই ঘটনায় হতবাক পঞ্চায়েত সদস্য অমলকুমার বিষ্ণু বলেন, "দত্তপুকুরের মানুষের কাছে এটা আশ্চর্যের ব্যাপার ৷ তিনি 7-8 মাস এখানে এসেছেন চিকিৎসার জন্য ৷ এই ঘটনা কীভাবে হল, কেন হল তা প্রশাসনই বলতে পারবে ৷ তাঁর পাশে মেয়ের মেয়ে শুয়েছিল ৷ তাঁর বক্তব্য, রাত 3টে থেকে সাড়ে 3টে নাগাদ এই খুন হয়েছে ৷ সে ভয়ে চোখ বুজে ছিল ৷" পঞ্চায়েত সদস্যেরও প্রশ্ন, কোনও রাজনৈতিক কারণে খুন কিনা, তা বোঝা যাচ্ছে না ৷

ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, প্রৌঢ়ার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে ৷ দত্তপুকুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় ৷ বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: নরেন্দ্রপুরের যুবক খুনে গ্রেফতার এক অভিযুক্ত, সিবিআই তদন্তের দাবি পরিবারের

উত্তর 24 পরগনার দত্তপুকুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে খুনে হলেন তাঁরই মা

দত্তপুকুর, 24 সেপ্টেম্বর: চিকিৎসার জন্য মেয়ের বাড়িতে এসে খুন হলেন মা ৷ রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুরে ৷ মেয়ে দেবযানী সর্দার দত্তপুকুর 1 নম্বর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান ৷ স্বভাবতই এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

সূত্রের খবর, শনিবার রাতে দেবযানী সর্দারের মা বেবি রানি সর্দার রাতের খাওয়া সেরে শুতে যান ৷ এরপর রবিবার ভোরে বাড়ির লোকজনেরা দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ মৃতার বয়স 55 বছর ৷ তিনি কলকাতা থেকে চিকিৎসার জন্য মেয়ে দেবযানী সর্দারের কাছে এসে থাকছিলেন ৷

প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দার বলেন, "এটা একেবারে অপ্রত্যাশিত ৷ আমি কোনওদিন কারও ক্ষতি করিনি ৷" তিনি জানান, এই ঘটনার সময় তিনি ও তাঁর স্বামী পাশের ঘরে ঘুমিয়েছিলেন ৷ তাঁরা কিছু টের পাননি ৷ দেবযানী সন্দেহ করছেন, হয়তো তাঁকেই খুন করতে এসে তাঁর মাকে হত্যা করে চলে গিয়েছেন দুষ্কৃতীরা ৷ তবে তিনি জানিয়েছেন, পুরোটাই তদন্তসাপেক্ষ ৷

তিনি আরও বলেন, "মেয়ে মায়ের পাশে শুয়েছিল ৷ ও ভয়ে চোখ বন্ধ করেছিল ৷ মেয়ের বয়ান অনুযায়ী ভোর সাড়ে 3টে থেকে 4টের মধ্যে ঘটনাটি ঘটেছিল ৷" দেবযানী সর্দারের অনুমান, দুষ্কৃতীরা সিঁড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিল ৷ তাঁর মা যে ঘরে শুয়েছিলেন, সেই ঘরের দরজাটি ভেজানো ছিল ৷

এই ঘটনায় হতবাক পঞ্চায়েত সদস্য অমলকুমার বিষ্ণু বলেন, "দত্তপুকুরের মানুষের কাছে এটা আশ্চর্যের ব্যাপার ৷ তিনি 7-8 মাস এখানে এসেছেন চিকিৎসার জন্য ৷ এই ঘটনা কীভাবে হল, কেন হল তা প্রশাসনই বলতে পারবে ৷ তাঁর পাশে মেয়ের মেয়ে শুয়েছিল ৷ তাঁর বক্তব্য, রাত 3টে থেকে সাড়ে 3টে নাগাদ এই খুন হয়েছে ৷ সে ভয়ে চোখ বুজে ছিল ৷" পঞ্চায়েত সদস্যেরও প্রশ্ন, কোনও রাজনৈতিক কারণে খুন কিনা, তা বোঝা যাচ্ছে না ৷

ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, প্রৌঢ়ার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে ৷ দত্তপুকুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় ৷ বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: নরেন্দ্রপুরের যুবক খুনে গ্রেফতার এক অভিযুক্ত, সিবিআই তদন্তের দাবি পরিবারের

Last Updated : Sep 24, 2023, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.