ETV Bharat / state

ব্যারাকপুর-ঘোষপাড়া রোডে পথ অবরোধ, লাঠিচার্জ পুলিশের - লাঠিচার্জ পুলিশের

ব্যারাকপুর ঘোষপাড়া রোডের বেহাল অবস্থা দীর্ঘদিনের ৷ বাসের রেষারেষি পথ দুর্ঘটনার অন্যতম কারণ ৷ অভিযোগ, বিষয়টি নিয়ে প্রশাসন উদাসীন ৷ এই অভিযোগ ব্যারাকপুর শাঁখারীপাড়ার বাসিন্দারা আজ ঘোষপাড়া রোড অবরোধ করেন । 85 নম্বর রুটের 2টি বাস ভাঙচুর করে জনতা ।

লাঠিচার্জ পুলিশের
author img

By

Published : Aug 24, 2019, 7:07 PM IST

ব্যারাকপুর , 24 অগাস্ট : ব্যারাকপুর ঘোষপাড়া রোডের বেহাল অবস্থা দীর্ঘদিন ৷ বৃষ্টিতে রাস্তা যেন মরণফাঁদ৷ এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনা এই রাস্তার নিত্যসঙ্গী৷

খারাপ রাস্তায় বাসের রেষারেষি এখানে পথ দুর্ঘটনার অন্যতম কারণ ৷ অভিযোগ, বিষয়টি নিয়ে উদাসীন প্রশাসন ৷ রাস্তা ঠিক করার দাবিতে আজ ব্যারাকপুর শাঁখারীপাড়ার বাসিন্দারা ঘোষপাড়া রোড অবরোধ করেন । 85 নম্বর রুটের 2টি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা ।

টিটাগড় থানার পুলিশ এবং RAF এসে অবরোধ তুলে দেয়৷ পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ পুলিশ এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা ৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বচসা শুরু হয় ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । আধ ঘন্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ ৷

ব্যারাকপুর , 24 অগাস্ট : ব্যারাকপুর ঘোষপাড়া রোডের বেহাল অবস্থা দীর্ঘদিন ৷ বৃষ্টিতে রাস্তা যেন মরণফাঁদ৷ এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনা এই রাস্তার নিত্যসঙ্গী৷

খারাপ রাস্তায় বাসের রেষারেষি এখানে পথ দুর্ঘটনার অন্যতম কারণ ৷ অভিযোগ, বিষয়টি নিয়ে উদাসীন প্রশাসন ৷ রাস্তা ঠিক করার দাবিতে আজ ব্যারাকপুর শাঁখারীপাড়ার বাসিন্দারা ঘোষপাড়া রোড অবরোধ করেন । 85 নম্বর রুটের 2টি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা ।

টিটাগড় থানার পুলিশ এবং RAF এসে অবরোধ তুলে দেয়৷ পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ পুলিশ এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা ৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বচসা শুরু হয় ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । আধ ঘন্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ ৷

Intro:রাস্তা খারাপ এর প্রতিবাদে পথ অবরোধে পুলিশের লBody:দীর্ঘদিন ধরেই ব্যারাকপুর-ঘোষপাড়া রোডের বেহাল অবস্থা। প্রতিটি পদক্ষেপে খানাখন্দে ভরা এই রাস্তা। বর্ষার বৃষ্টি হলে সেই খানাখন্দ মরণফাঁদে পরিণত হয়। যার ফলে এই রাস্তায় দুর্ঘটনা নিত্যসঙ্গী।এছাড়াও এই রাস্তা দিয়ে চলা 85 নম্বর রুটের বাস এর বেপরোয়া চলাচল ও তাদের রেষারেষি তে এই রাস্তায় পথ দূর্ঘটনার অন্যতম কারণ। তবুও এই সমস্ত বিষয় নিয়ে প্রশাসন সম্পূর্ণ উদাসীন।প্রশাসন এর এই উদাসীনতার প্রতিবাদে ও রাস্তা ঠিক করার দাবীতে ব্যারাকপুর শাঁখারীপাড়ার বাসিন্দারা শাখারী পাড়া মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে।এই অবরোধে উত্তেজিত হয়ে দুটি 85 নম্বর রুটের বাস ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ এবংর্্যাফ এসে অবরোধকারীদের লাঠিচার্জ করে অবরোধ উঠিয়ে দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।Conclusion:এতেও কি প্রশাসনের টনক নড়বে?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.