বিধাননগর, 6 সেপ্টেম্বর: ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) হাজিরা দিতে সিবিআই (CBI) দফতরে এলেন বিধায়ক পরেশ পাল (MLA Paresh Paul) । এই নিয়ে দ্বিতীয়বার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এলেন তিনি । বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই ডেকে পাঠিয়েছে তাঁকে (MLA Paresh Paul in CGO Complex) ।
প্রসঙ্গত, 2021 সালের 2 মে বিধানসভা ভোটের পর বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন । সেই ঘটনায় অভিযোগ ওঠে শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে । অভিজিতের পরিবার খুনের সুবিচার চেয়ে উচ্চ আদালতের দারস্থ হয় এবং সিবিআই তদন্তের আবেদন জানায় তাঁরা । এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু করে সিবিআই তদন্ত ।
অভিজিৎ সরকারের মৃত্যু তদন্তে নেমে একাধিকবার পরেশ পালের যোগ পায় সিবিআই ৷ তারই পরিপ্রেক্ষিতে 18 মে সল্টলেক সিজিও কমপ্লেক্স তলব করা হয়েছিল পরেশ পাল এবং স্বপন সমাদ্দারকে ৷ সেদিন প্রথমবার ভোট পরবর্তী হিংসায় মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে আসেন ৷ টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ এরপরে দ্বিতীয়বারের জন্য পরেশ পালকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয় ৷ সেই অনুযায়ী সিবিআই দফতরে আজ 10টা 25মিনিট নাগাদ আসেন তিনি ৷ 11টা নাগাদ পরেশ পালকে জিজ্ঞাসা করা শুরু করেন সিবিআই আধিকারিকরা বলে সূত্রের খবর ৷
আরও পড়ুন: ভোট-পরবর্তী হিংসা মামলায় পরেশ পালকে তলব সিবিআইয়ের
উল্লেখ্য, যদিও পরবর্তীতে তদন্ত প্রক্রিয়ায় ভাঁটা পড়ার অভিযোগে ওঠে নিহত কর্মীর পরিবারের তরফে ৷ সিজিও কমপ্লেক্সের বাইরে লাগাতার ধরনায় বসেছিলেন অভিজিৎ সরকারের দাদা। এরপরই সিবিআইকে ঘটনার তদন্তে ফের সক্রিয় হতে দেখা যায় ।