ETV Bharat / state

BJP-র বসিরহাট বনধে মিশ্র সাড়া - sandeshkhali inci

BJP-র ডাকা ১২ ঘণ্টা বসিরহাট বনধে মিশ্র সাড়া। সকাল থেকে এলাকায় দোকানপাট বিশেষ খোলেনি । রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানবাহনও কম।

ফাইল চিত্র
author img

By

Published : Jun 10, 2019, 10:06 AM IST

Updated : Jun 10, 2019, 12:09 PM IST

বসিরহাট, 10 জুন: BJP-র ডাকা ১২ ঘণ্টা বসিরহাট বনধে মিশ্র সাড়া। সকাল থেকে এলাকায় দোকানপাট বিশেষ খোলেনি । রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানবাহনও কম।

এদিকে, শিয়ালদা-হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনে সকাল সাতটা থেকে অবরোধ চলছে। BJP সমর্থকরা রেল অবরোধ করেছেন। রাস্তায় রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। তবে বেসরকারি যানবাহন তেমন না চললেও রাস্তায় একাধিক সরকারি বাস রয়েছে ।

ভ্যাবলা স্টেশনে অবরোধের জের । শিয়ালদহের হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল ব্যাহত ।

ভিডিয়োয় দেখুন

ভ্যাবলা ষ্টেশনের রেল অবোরধ তুলল BJP। BJP কর্মীরা ভ্যাবলা ষ্টেশনের পাশে ন্যাজাট রোড অবরোধ করে । এদিকে টাকি রোডের ফুবা মোড়েও অবরোধ করে স্থানীয় BJP কর্মীরা।

অন্যদিকে টাকি রোডের চৌরঙ্গী মোড়ে অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। BJP সমর্থকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করে। পুলিশ অবরোধ তুলতে গেলে BJP কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এছাড়াও বাসন্তি হাইওয়ের সন্দেশখালি কানমারি মোড়ে রাস্তা অবরোধ করে স্থানীয় BJP কর্মীরা।

বসিরহাট, 10 জুন: BJP-র ডাকা ১২ ঘণ্টা বসিরহাট বনধে মিশ্র সাড়া। সকাল থেকে এলাকায় দোকানপাট বিশেষ খোলেনি । রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানবাহনও কম।

এদিকে, শিয়ালদা-হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনে সকাল সাতটা থেকে অবরোধ চলছে। BJP সমর্থকরা রেল অবরোধ করেছেন। রাস্তায় রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। তবে বেসরকারি যানবাহন তেমন না চললেও রাস্তায় একাধিক সরকারি বাস রয়েছে ।

ভ্যাবলা স্টেশনে অবরোধের জের । শিয়ালদহের হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল ব্যাহত ।

ভিডিয়োয় দেখুন

ভ্যাবলা ষ্টেশনের রেল অবোরধ তুলল BJP। BJP কর্মীরা ভ্যাবলা ষ্টেশনের পাশে ন্যাজাট রোড অবরোধ করে । এদিকে টাকি রোডের ফুবা মোড়েও অবরোধ করে স্থানীয় BJP কর্মীরা।

অন্যদিকে টাকি রোডের চৌরঙ্গী মোড়ে অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। BJP সমর্থকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করে। পুলিশ অবরোধ তুলতে গেলে BJP কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এছাড়াও বাসন্তি হাইওয়ের সন্দেশখালি কানমারি মোড়ে রাস্তা অবরোধ করে স্থানীয় BJP কর্মীরা।

বসিরহাটে বনধে মিশ্র সাড়া বসিরহাটঃ সন্দেশখালির ঘটনায় প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টা বসিরহাট বনধে মিশ্র সাড়া পড়ল। দোকানপাট খোলেনি বিশেষ। রাস্তায় যানবাহনও কম। শিয়ালদা-হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনে সকাল সাতটা থেকে অবরোধ চলছে। বিজেপি সমর্থকরা সেখানে রেল অবরোধ করেছেন। রাস্তায় রাস্তায় পুলিশের টহলদারি। বেসরকারি যানবাহন না চললেও সরকারি বাস চলছে।
Last Updated : Jun 10, 2019, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.