ETV Bharat / state

নিখোঁজ হওয়ার 24 ঘণ্টা পর জলাশয় থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ - বারাসতে উদ্ধার প্রৌঢ়ের দেহ

নিখোঁজ হওয়ার একদিন পর স্থানীয় জলাশয় থেকে উদ্ধার হল প্রৌঢ়র দেহ । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

top
নিজস্ব ছবি
author img

By

Published : Aug 16, 2020, 4:29 PM IST

বারাসত, 16 অগাস্ট : নিখোঁজ হওয়ার একদিন পর ন'পাড়ার এক জলাশয় থেকে উদ্ধার হল প্রৌঢ়ের দেহ । নাম গোবিন্দলাল চক্রবর্তী । গতকাল থেকে নিঁখোজ ছিলেন তিনি । অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি । এটা খুন না কি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

রামকৃষ্ণ লেনের বাসিন্দা ছিলেন গোবিন্দলাল চক্রবর্তী । রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন । বাড়িতে স্ত্রী রয়েছেন । একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে । গতকাল বাড়ির কাছেই স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি । সেখান থেকে বাড়ি ফিরে আসেন । সকাল 11টা নাগাদ ফের বাড়ি থেকে বের হন । তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর ।

জলাশয় থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

বাড়ি ফিরে না আসায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা । সন্ধান মেলেনি । এমনকী "সন্ধান চাই" পোস্টারও দেওয়া হয় । কোনও খবর না পেয়ে শেষে সন্ধ্যায় বারাসত থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার । নিখোঁজ হওয়ার 24 ঘণ্টা পর আজ সকালে বাড়ির কাছে একটি জলাশয়ে ওই প্রৌঢ়ের দেহ ভেসে থাকতে দেখা যায় ।

পুলিশে খবর দেওয়া হয় । তারা ঘটনাস্থানে পৌঁছায় । ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । তিনি কীভাবে সেখানে পৌঁছালেন, কেনই বা তিনি ওখানে গেলেন, এরকম একাধিক প্রশ্ন উঠেছে ।

যদিও এর মধ্যে রহস্যের কিছু নেই বলেই দাবি করেছেন মৃতের ভগ্নিপতি অসিত চক্রবর্তী । তিনি বলেন, "10-15 বছর স্নায়ুরোগে ভুগছিলেন জামাইবাবু । চিকিৎসাও চলছিল তাঁর । গতকাল বাড়ি থেকে বেরিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে । ওষুধ ও খাওয়াদাওয়া না হওয়ায় সম্ভবত পথ ভুলে তিনি পুকুরের কাছে চলে এসেছিলেন । কোনওভাবে হয়ত পুকুরে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে ।"

বারাসত, 16 অগাস্ট : নিখোঁজ হওয়ার একদিন পর ন'পাড়ার এক জলাশয় থেকে উদ্ধার হল প্রৌঢ়ের দেহ । নাম গোবিন্দলাল চক্রবর্তী । গতকাল থেকে নিঁখোজ ছিলেন তিনি । অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি । এটা খুন না কি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

রামকৃষ্ণ লেনের বাসিন্দা ছিলেন গোবিন্দলাল চক্রবর্তী । রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন । বাড়িতে স্ত্রী রয়েছেন । একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে । গতকাল বাড়ির কাছেই স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি । সেখান থেকে বাড়ি ফিরে আসেন । সকাল 11টা নাগাদ ফের বাড়ি থেকে বের হন । তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর ।

জলাশয় থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

বাড়ি ফিরে না আসায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা । সন্ধান মেলেনি । এমনকী "সন্ধান চাই" পোস্টারও দেওয়া হয় । কোনও খবর না পেয়ে শেষে সন্ধ্যায় বারাসত থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার । নিখোঁজ হওয়ার 24 ঘণ্টা পর আজ সকালে বাড়ির কাছে একটি জলাশয়ে ওই প্রৌঢ়ের দেহ ভেসে থাকতে দেখা যায় ।

পুলিশে খবর দেওয়া হয় । তারা ঘটনাস্থানে পৌঁছায় । ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । তিনি কীভাবে সেখানে পৌঁছালেন, কেনই বা তিনি ওখানে গেলেন, এরকম একাধিক প্রশ্ন উঠেছে ।

যদিও এর মধ্যে রহস্যের কিছু নেই বলেই দাবি করেছেন মৃতের ভগ্নিপতি অসিত চক্রবর্তী । তিনি বলেন, "10-15 বছর স্নায়ুরোগে ভুগছিলেন জামাইবাবু । চিকিৎসাও চলছিল তাঁর । গতকাল বাড়ি থেকে বেরিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে । ওষুধ ও খাওয়াদাওয়া না হওয়ায় সম্ভবত পথ ভুলে তিনি পুকুরের কাছে চলে এসেছিলেন । কোনওভাবে হয়ত পুকুরে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.