ETV Bharat / state

ফসল নষ্ট করল দুষ্কৃতীরা, থানায় জমির মালিক - miscreants ruined the crops at bagda

লক্ষাধিক টাকার ফসল নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ পুলিশের দ্বারস্থ হয়েছেন জমির মালিক ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

miscreants-ruined-the-crops-complaint-at-the-police-station-at-bagda
বাগদায় লক্ষাধিক টাকার পটল চাষে ক্ষতি
author img

By

Published : Oct 20, 2020, 9:44 AM IST

বাগদা, 20 অক্টোবর : মাঠে পটল চাষ হচ্ছিল ৷ প্রায় লক্ষাধিক টাকার ফসল ছিল ৷ এক রাতেই গাছের গোড়া কেটে ফসল নষ্ট করল দুষ্কৃতীরা ৷ উত্তর 24 পরগনার বাগদা থানার গ্রাম পঞ্চায়েতের কোলা গ্রামের ঘটনা ৷ গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক সবিতা বাইন ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সবিতাদেবীর এখানে প্রায় 25 কাঠা জমি রয়েছে ৷ স্বামীর মৃত্যুর পর ওই জমিতে আত্মীয় গোলক বাইনকে ভাগে চাষ করতে দেন ৷ সেই টাকায় সংসার চালান তিনি ৷ চলতি বছর মাঠে পটলের চাষ করেছিলেন ৷ কিন্তু গতকাল সকালে গোলক বাইন মাঠে গিয়ে দেখেন পটল গাছের গোড়াগুলো কাটা অবস্থায় পড়ে আছে ৷

খবর পেয়ে আসেন সবিতাদেবী ৷ মাঠের চেহারা দেখে তিনি ভেঙে পড়েন ৷ তিনি বলেন, "এবার প্রায় দু-তিন লাখ টাকার ক্ষতি হল ৷ এই মাঠের চাষ থেকে যে টাকা আসে তাতেই মেয়ের পড়াশুনা ও সংসার চালাই ৷ যারা আমার এমন ক্ষতি করেছে তাদের কঠোর শাস্তি চাই ৷"

পটল গাছের গোড়া কেটে দেয় দুষ্কৃতীরা

গ্রামে এমনভাবে ফসল নষ্টের খবর শুনে মাঠ পরিদর্শনে যান বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান গণেশ রায় ৷ তাঁরা এমন দুর্দিনে সবিতাদেবীর পাশে থাকার আশ্বাস দেন ৷ অন্যদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি ৷

বাগদা, 20 অক্টোবর : মাঠে পটল চাষ হচ্ছিল ৷ প্রায় লক্ষাধিক টাকার ফসল ছিল ৷ এক রাতেই গাছের গোড়া কেটে ফসল নষ্ট করল দুষ্কৃতীরা ৷ উত্তর 24 পরগনার বাগদা থানার গ্রাম পঞ্চায়েতের কোলা গ্রামের ঘটনা ৷ গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক সবিতা বাইন ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সবিতাদেবীর এখানে প্রায় 25 কাঠা জমি রয়েছে ৷ স্বামীর মৃত্যুর পর ওই জমিতে আত্মীয় গোলক বাইনকে ভাগে চাষ করতে দেন ৷ সেই টাকায় সংসার চালান তিনি ৷ চলতি বছর মাঠে পটলের চাষ করেছিলেন ৷ কিন্তু গতকাল সকালে গোলক বাইন মাঠে গিয়ে দেখেন পটল গাছের গোড়াগুলো কাটা অবস্থায় পড়ে আছে ৷

খবর পেয়ে আসেন সবিতাদেবী ৷ মাঠের চেহারা দেখে তিনি ভেঙে পড়েন ৷ তিনি বলেন, "এবার প্রায় দু-তিন লাখ টাকার ক্ষতি হল ৷ এই মাঠের চাষ থেকে যে টাকা আসে তাতেই মেয়ের পড়াশুনা ও সংসার চালাই ৷ যারা আমার এমন ক্ষতি করেছে তাদের কঠোর শাস্তি চাই ৷"

পটল গাছের গোড়া কেটে দেয় দুষ্কৃতীরা

গ্রামে এমনভাবে ফসল নষ্টের খবর শুনে মাঠ পরিদর্শনে যান বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান গণেশ রায় ৷ তাঁরা এমন দুর্দিনে সবিতাদেবীর পাশে থাকার আশ্বাস দেন ৷ অন্যদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.