দক্ষিণেশ্বর, 13 জানুয়ারি: ভরসন্ধ্যায় পুলিশকে লক্ষ্য করে গুলি চলল দক্ষিণেশ্বর থানা এলাকার আড়িয়াদহে (Dakshineswar Shootout) ৷ শুক্রবার একটি ডাকাতির ঘটনার তদন্ত করতে দক্ষিণেশ্বর থানার আদ্যাপীঠ মন্দির এলাকার একটি হোটেলে যায় (Shootout at Adyapeath Temple Area)৷ সেখানে তল্লাশি চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী ৷ পায়ে গুলি লেগে গুরুতর আহত হন এক সিভিক ভলান্টিয়ার ৷ তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
গত সপ্তাহে রহড়া থানা এলাকার ডাঙাডিলা এলাকায় একটি প্লাসটিক কারখানায় একটি ডাকাতির ঘটনা ঘটে । কারখানায় গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী কারখানায় ঢুকে কর্মীদের একটি ঘরে আটকে রেখে প্রায় 34 লাখ টাকা লুঠ করে পালায় । তদন্তে নেমে পুলিশ সূত্র মারফত খবর পায় আদ্যাপীঠে মন্দির এলাকার একটি হোটেলে দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে । সেখানে তল্লাশি চালাতে গিয়েই এই ঘটনা ঘটে ৷ পুলিশ সেখান থেকে তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে ।
আরও পড়ুন : কালিয়াচকে জনবহুল রাজ্য সড়কে ব্যক্তিকে গুলি করে খুন, এলাকায় আতঙ্ক
হোটেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 8টা নাগাদ হোটেলে ঢোকে দুষ্কৃতীরা । 208 ও 209 নম্বর রুম ভাড়া নিয়ে মোট 3 জন ছিল ৷ এরপর বিকেলে পুলিশ গিয়ে 209 নাম্বার রুমে দরজা ধাক্কা দেওয়া মাত্রই বুঝতে পেরে গুলি করে দুষ্কৃতীরা ৷ তারা পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে (3 Arrests in Dakshineswar Shootout Incident)। তবে গুলি লেগে আহত হয় সিভিক ভলান্টিয়ার ইমরান ওরফে রেজাউল । তাকে প্রথমে বেলঘড়িয়ার বেসরকারি হাসপাতাল ও সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ভিতরে কেউ আছে কী না তা খতিয়ে দেখতে পুলিশ এখনও হোটেলটিকে ঘিরে রেখেছে ৷ এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
ধৃতরা সকলেই কামারহাটির লুটবাগান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । তাদের নাম মহঃ সোনু, আখতার আলি ও পারভেজ আখতার ৷ এই বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি দক্ষিণ অজয় কুমার প্রসাদ জানান, রহড়া থানার একটি মামলায় তদন্ত করতে পুলিশের দল দক্ষিণেশ্বরে আদ্যাপীঠের কাছে একটি হোটেলে আসে । তল্লাশি করার সময় পুলিশকে লক্ষ্য করে 7 এম এম পিস্তল থেকে দুষ্কৃতীরা গুলি করে । সেই গুলি আমাদের কর্মী রেজাউল মহম্মদ ইমরানের পায়ে লাগে ৷ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর ওই 7 এম এম পিস্তল-সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ । রহড়া থানার অভিযোগের ভিত্তিতে দক্ষিণেশ্বর থানায় নতুন করে একটি মামলা শুরু করে তদন্ত শুরু করবে পুলিশ ।
আরও পড়ুন : কেতুগ্রামে তৃণমূল নেতাকে গুলি করে খুন