বারাসত, 15 সেপ্টেম্বর :ফের নিজেদের হাতে আইন তুলে নেওয়া ৷ দিনে দুপুরে হার ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হতে হলো এক দুষ্কৃতীকে ৷ ব্যারাকপুর রোড কালীবাড়ি সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতীর একজন। গণপিটুনির হাত থেকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসে ধৃত দুষ্কৃতীকে। অন্য দুষ্কৃতী পলাতক।
স্বপ্না রায় নামে এক মহিলা তার মেয়েকে নিয়ে বারাসাতের শালবাগান এলাকা থেকে যাচ্ছিলেন কলোনী মোড়ের দিকে। আচমকা বাইকে করে এসে দুই দুষ্কৃতী হার ছিনতাই করে । চলন্ত বাইক থেকে হার ছিনতাই করে তারা পালতে গিয়ে রাজু আলি নামে এক ছিনতাইকারী এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ে যায় । গাড়ির চালক অন্য দুষ্কৃতী পালিয়ে যায়।
রাজু আলিকে এলাকার লোকেরা গণপ্রহার শুরু করে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে তাকে উদ্ধার করে ৷ পুলিশ সুত্রে জানা গেছে ,ধৃতের বাড়ি হুগলির ব্যান্ডেল এলাকায়। অপর পলাতক দুষ্কৃতীর বাড়ি টিটাগড় এলাকায় বলে জানা গিয়েছে।