গাইঘাটা, 29 ডিসেম্বর : রাত পাহারায় থাকা সিভিক ভলান্টিয়ারদের বেঁধে রেখে (Attack on Civic Volunteers) একের পর এক সোনা, রুপোর দোকান লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা (Gold Shop Loot in Gaighata) ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার কলাসীমা বাজারে ৷ ব্যবাসায়ীদের প্রাথমিক হিসাব, দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ-সহ কয়েক লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে ৷ এই ঘটনায় আশপাশের দোকানদার ও বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ ৷
আরও পড়ুন : Domestic help steals cash-jewellery : দম্পতিকে বেহুঁশ করে লক্ষাধিক টাকা, গয়না লুঠ দুই পরিচারিকার, গ্রেফতার 1
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিরাতের মতো মঙ্গলবারও বাজারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার ৷ তাঁদের দাবি, গভীর রাতে একদল দুষ্কৃতী বাজারে হানা দেয় ৷ তাদের আটকাতে গেলে দুই সিভিক ভলান্টিয়ারকে ধরে বেঁধে রাখা হয় বলে অভিযোগ ৷ এরপর বাজারের তিনটি সোনা, রুপোর দোকানের শাটার ভেঙে শুরু হয় লুটপাট ৷ তবে দু’টি দোকানের ভিতরে ঢুকতে পারলেও তিন নম্বর দোকানটির ভিতরে ঢুকতে পারেনি তারা ৷ পরে পাশের ধর্মপুর বাজারে ডিউটিতে থাকে সিভিক ভলান্টিয়াররা এসে আক্রান্ত দুই সহকর্মীকে উদ্ধার করেন ৷
আরও পড়ুন : Siliguri Gold seized : শিলিগুড়িতে বাজেয়াপ্ত 3.5 কোটির সোনা ও নগদ 1 কোটি
লুঠের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ ৷ ততক্ষণে অবশ্য এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ৷ সকালে দোকানে পৌঁছন মালিকরা ৷ তাঁদের উপস্থিতিতে দোকানে ঢুকে তদন্ত শুরু করে পুলিশ ৷ ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকলেও ক্যামেরা ও হার্ড ডিস্ক ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷ ফলে লুটেরাদের চিহ্নিত করতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে পুলিশকে ৷ তবে দ্রুত তাদের সন্ধান মিলবে বলেই আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা ৷