ETV Bharat / state

আমডাঙায় এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের, ধৃত মূল অভিযুক্ত - আমডাঙায় গুলি

আমডাঙার আদহাটা মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিশ ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাহতের খবর নেই ৷

এই স্থানে চালানো হয় গুলি
author img

By

Published : Sep 21, 2019, 7:02 PM IST

Updated : Sep 21, 2019, 7:08 PM IST

আমডাঙা, 21 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার আমডাঙায় এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হয়নি ৷ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিশ ৷ ধৃতের নাম আবদুল হামিদ ওরফে খোকন ৷

গতকাল রাতে আমডাঙার আদহাটা মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পুলিশ সূত্রে জানা গেছে, দিন দুয়েক আগে আদহাটা মোড়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের ওপর হামলা চালায় খোকন ও তার দলবল ৷ সাদ্দামের পেটে ছুরি মারে ৷ গুরুতর জখম সাদ্দাম এখনও আমডাঙা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর সাদ্দামের কাকা ওদুদ আলি থানায় খোকনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন ৷ গতকাল রাতে আদহাটা মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন ওদুদ ৷তখনই বাইকে করে খোকন ও তার দলবল এসে এলোপাথাড়ি গুলি চালায় ৷ খোকন ও তার দলের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান চায়ের দোকানে থাকা সকলে ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে ৷ রাতে আবারও খোকনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ৷ আজ ধৃতকে বারাসত আদালতে পেশ করে বিচারকের কাছে তার জেলা হেপাজতের আবেদন করেছে পুলিশ ৷

আরও পড়ুন : স্বরূপনগর থেকে গ্রেপ্তার 13 অনুপ্রবেশকারী, এক সপ্তাহে পাকড়াও 59

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরোনো কোনও গন্ডগোলের জেরেই দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় ৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই ঘটনার পর তৃণমূল ও BJP একে অপরকে দোষারোপ করছে । আমডাঙার ব্লক তৃণমূল সভাপতি জ্যোতির্ময় দত্ত আক্রান্ত সাদ্দামকে দলীয় কর্মী বলে দাবি করেছেন ৷ বলেন, "এই ঘটনার পিছনে CPI(M) ও BJP আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে ৷ পুলিশকে বলেছি ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে ৷" অন্যদিকে, BJP নেতা হেমন্ত সামন্ত এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন ৷

ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

আমডাঙা, 21 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার আমডাঙায় এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হয়নি ৷ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিশ ৷ ধৃতের নাম আবদুল হামিদ ওরফে খোকন ৷

গতকাল রাতে আমডাঙার আদহাটা মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পুলিশ সূত্রে জানা গেছে, দিন দুয়েক আগে আদহাটা মোড়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের ওপর হামলা চালায় খোকন ও তার দলবল ৷ সাদ্দামের পেটে ছুরি মারে ৷ গুরুতর জখম সাদ্দাম এখনও আমডাঙা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর সাদ্দামের কাকা ওদুদ আলি থানায় খোকনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন ৷ গতকাল রাতে আদহাটা মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন ওদুদ ৷তখনই বাইকে করে খোকন ও তার দলবল এসে এলোপাথাড়ি গুলি চালায় ৷ খোকন ও তার দলের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান চায়ের দোকানে থাকা সকলে ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে ৷ রাতে আবারও খোকনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ৷ আজ ধৃতকে বারাসত আদালতে পেশ করে বিচারকের কাছে তার জেলা হেপাজতের আবেদন করেছে পুলিশ ৷

আরও পড়ুন : স্বরূপনগর থেকে গ্রেপ্তার 13 অনুপ্রবেশকারী, এক সপ্তাহে পাকড়াও 59

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরোনো কোনও গন্ডগোলের জেরেই দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় ৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই ঘটনার পর তৃণমূল ও BJP একে অপরকে দোষারোপ করছে । আমডাঙার ব্লক তৃণমূল সভাপতি জ্যোতির্ময় দত্ত আক্রান্ত সাদ্দামকে দলীয় কর্মী বলে দাবি করেছেন ৷ বলেন, "এই ঘটনার পিছনে CPI(M) ও BJP আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে ৷ পুলিশকে বলেছি ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে ৷" অন্যদিকে, BJP নেতা হেমন্ত সামন্ত এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন ৷

ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

Intro:এবার শ‍্যুট আউটের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার আমডাঙায়! গতকাল রাতে আমডাঙার আদহাটা মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়কে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা! গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন কয়েকজন! ঘটনার জেরে ব‍্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়! ঘটনায় মূল অভিযুক্ত খোকন নামে এক দুষ্কৃতীকে রাতেই গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিশ! ঘটনার তদন্ত শুরু হয়েছে!Body:রাজু বিশ্বাস,বারাসত:-এবার শ‍্যুট আউটের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার আমডাঙায়! গতকাল রাতে আমডাঙার আদহাটা মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়কে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা!গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন কয়েকজন! ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়! ঘটনায় মূল অভিযুক্ত খোকন নামে এক দুষ্কৃতীকে রাতেই গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিশ! বাকিদের খোঁজেও তল্লাশি চলছে! পুরনো কোনও গন্ডগোলের জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ! পুলিশ সূত্রে জানা গেছে,দু-দিন আগে আদহাটা মোড়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের ওপর হামলা চালায় খোকন ও তার দলবল! ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করা হয় বলে অভিযোগ! গুরুতর আহত হন তিনি! তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় আমডাঙা গ্রামীন হাসপাতালে! সেখানে এখনও সে চিকিৎসাধীন! ঘটনার পর ওই যুবকের কাকা ওদুদ আলি আমডাঙা থানায় খোকনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন!গতকাল রাতে আদহাটা মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনের সাথে বসে কথা বলছিলেন ওদুদ!সেই সময় বাইকে করে এসে খোকন ও তার দলবল এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ!গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে রক্ষা পান সকলে!এরপর‌,বাইকে চেপেই রাতের অন্ধকারে গা ঢাকা দেয় হামলাকারীরা! ঘটনার পর‌ই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন!রাতে ফের খোকনের বিরুদ্ধে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়! সেইমতো পুলিশ তল্লাশিতে নেমে মূল অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করে! পুলিশ জানিয়েছে,বাকি অভিযুক্তদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে! ঘটনার তদন্ত শুরু হয়েছে!আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে"! প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পুরনো কোনও গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে! তবে,অন‍্য কোন‌ও কারন আছে কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে!এদিকে,এই ঘটনাতেও রাজনৈতিক রঙ লেগেছে!আমডাঙার ব্লক তৃনমূলের সভাপতি জ্যোতির্ময় দত্ত আক্রান্ত সাদ্দামকে দলীয় কর্মী বলে দাবি করে বলেন,"ঘটনার পিছনে সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে! আমরা পুলিশকে বলেছি,ঘটনায় জড়িত প্রত‍্যেককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে"!যদিও এই অভিযোগ অস্বীকার করে ঘটনার পিছনে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন বিজেপি নেতা হেমন্ত সামন্ত!Conclusion:এদিকে,ঘটনার পর‌ই রাজনৈতিক চাপান‌উতোর শুরু হয়েছে তৃনমূল ও বিজেপির মধ্যে! আক্রান্ত সাদ্দামকে দলীয় কর্মী বলে দাবি করে আমডাঙা ব্লক তৃনমূলের সভাপতি জ্যোতির্ময় দত্ত বলেন,"ঘটনার পিছনে বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত!বেশ কিছুদিন ধরে শান্ত আমডাঙাকে অশান্ত করার চেষ্টা করছে তাঁরা! গতকালের ঘটনা তার‌ই প্রতিফলন! আমরা পুলিশকে বলেছি,ঘটনার সঙ্গে জড়িত প্রত‍্যেকেই দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে"! যদিও,এই অভিযোগ অস্বীকার করে পাল্টা ঘটনার পিছনে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন বিজেপি নেতা হেমন্ত সামন্ত!
Last Updated : Sep 21, 2019, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.