ETV Bharat / state

বাংলাদেশি মহিলাকে কুপ্রস্তাব, সাড়া না দেওয়ায় হেনস্থা

author img

By

Published : Aug 21, 2019, 8:11 PM IST

বাংলদেশি পরিবারকে হেনস্থা ৷ মহিলাকে কুপ্রস্তাব ৷ অভিযুক্ত পূর্ব পরিচিত মহিলার পূর্ব পরিচিত ৷ উত্তর 24 পরগনার অশোকনগরের গুমার প্রবোধনগর এলাকার ঘটনা ৷

বাংলাদেশি মহিলাকে কুপ্রস্তাব

অশোকনগর, 21 অগাস্ট : বাংলাদেশ থেকে এদেশে চিকিৎসার জন্য স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এসেছিলেন এক মহিলা ৷ এক পূর্বপরিচিত ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা ৷ অভিযোগ, বাড়ির মালিক কিছুদিন ধরে ওই মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছিল ৷ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ির মালিকের কাছে হেনস্থার শিকার পরিবারটি ৷ উত্তর 24 পরগনার অশোকনগরের গুমার প্রবোধনগর এলাকার ঘটনা ৷

মাস কয়েক আগেই বাংলাদেশ থেকে এদেশে এসেছিল পরিবারটি ৷ প্রবোধনগরে একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে তারা ৷ বাড়ি মালিককে আগে থেকেই চিনতেন ওই মহিলা ও তাঁর পরিবার ৷ দিন কয়েক আগেই ওই মহিলার স্বামী ব্যক্তিগত কাজে বাংলাদেশে ফিরে যান ৷ চিকিৎসার জন্য শ্বশুর, শাশুড়ি ও মেয়েকে নিয়ে মহিলা ভারতেই থেকে যান ৷

মহিলার অভিযোগ, স্বামী বাংলাদেশ যাওয়ার পর থেকেই তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে বাড়ি মালিক ৷ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার রাতে তাঁদের ঘরে আচমকাই ঢুকে পড়ে বাড়ির মালিক ৷ তারপর মহিলার কাছ থেকে সোনার হার, একজোড়া কানের দুল ও চারটি পাসপোর্ট নিয়ে চলে যায় ৷ ওই মহিলা ফোনে তাঁর স্বামীকে বিষয়টি জানান ৷ তাঁর স্বামী গতকাল ফিরে এসে অশোকনগর থানায় বাড়ির মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এরপর থেকেই পলাতক বাড়ির মালিক ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

অশোকনগর, 21 অগাস্ট : বাংলাদেশ থেকে এদেশে চিকিৎসার জন্য স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এসেছিলেন এক মহিলা ৷ এক পূর্বপরিচিত ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা ৷ অভিযোগ, বাড়ির মালিক কিছুদিন ধরে ওই মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছিল ৷ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ির মালিকের কাছে হেনস্থার শিকার পরিবারটি ৷ উত্তর 24 পরগনার অশোকনগরের গুমার প্রবোধনগর এলাকার ঘটনা ৷

মাস কয়েক আগেই বাংলাদেশ থেকে এদেশে এসেছিল পরিবারটি ৷ প্রবোধনগরে একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে তারা ৷ বাড়ি মালিককে আগে থেকেই চিনতেন ওই মহিলা ও তাঁর পরিবার ৷ দিন কয়েক আগেই ওই মহিলার স্বামী ব্যক্তিগত কাজে বাংলাদেশে ফিরে যান ৷ চিকিৎসার জন্য শ্বশুর, শাশুড়ি ও মেয়েকে নিয়ে মহিলা ভারতেই থেকে যান ৷

মহিলার অভিযোগ, স্বামী বাংলাদেশ যাওয়ার পর থেকেই তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে বাড়ি মালিক ৷ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার রাতে তাঁদের ঘরে আচমকাই ঢুকে পড়ে বাড়ির মালিক ৷ তারপর মহিলার কাছ থেকে সোনার হার, একজোড়া কানের দুল ও চারটি পাসপোর্ট নিয়ে চলে যায় ৷ ওই মহিলা ফোনে তাঁর স্বামীকে বিষয়টি জানান ৷ তাঁর স্বামী গতকাল ফিরে এসে অশোকনগর থানায় বাড়ির মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এরপর থেকেই পলাতক বাড়ির মালিক ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

Intro:কুপ্রস্তাবে রাজি না হয় বাংলাদেশি পরিবারেকে হেনস্তা


অশোকনগরঃ চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে হেনস্তার শিকার বাংলাদেশি মহিলা ও তাঁর পরিবার।
ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার গুমা প্রবোধনগর এলাকায়। মাসখানেক আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন শিবানন্দ বাছাড় ও তাঁর স্ত্রী পল্লবী মণ্ডল ও তার পরিবার। পূর্ব পরিচিত প্রবোধনগরের বাসিন্দা সমীর বিশ্বাস তার বাড়িতেই ঘরভাড়া তাঁরা ঘরভাড়া নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। কিছুদিনের মধ্যেই শিবানন্দবাবু কাজের জন্য বাংলাদেশে ফিরে যান। স্ত্রী পল্লবী, মেয়ে, বাবা ও মা ভারতেই চিকিৎসার জন্য থাকেন। পল্লবীর অভিযোগ, স্বামী বাংলাদেশে ফিরে যাওয়াক পর থেকে সমীর তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে। পল্লবী তাতে রাজি না হওয়ায় শনিবার রাতে ঘরে ঢুকে একটি সোনার চেন, একজোড়া কানের দুল ও তাঁদের চারটি পাসপোর্ট নিয়ে চলে যায়। পল্লবী ফোনে স্বামী শিবানন্দকে সব কথা জানান। শিবানন্দ বাংলাদেশ থেকে ভারতে এসে মঙ্গলবার সন্ধ্যায় অশোকনগর থানায় সমীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।Body:কুপ্রস্তাবে রাজি না হয় বাংলাদেশি পরিবারেকে হেনস্তা


অশোকনগরঃ চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে হেনস্তার শিকার বাংলাদেশি মহিলা ও তাঁর পরিবার।
ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার গুমা প্রবোধনগর এলাকায়। মাসখানেক আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন শিবানন্দ বাছাড় ও তাঁর স্ত্রী পল্লবী মণ্ডল ও তার পরিবার। পূর্ব পরিচিত প্রবোধনগরের বাসিন্দা সমীর বিশ্বাস তার বাড়িতেই ঘরভাড়া তাঁরা ঘরভাড়া নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। কিছুদিনের মধ্যেই শিবানন্দবাবু কাজের জন্য বাংলাদেশে ফিরে যান। স্ত্রী পল্লবী, মেয়ে, বাবা ও মা ভারতেই চিকিৎসার জন্য থাকেন। পল্লবীর অভিযোগ, স্বামী বাংলাদেশে ফিরে যাওয়াক পর থেকে সমীর তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে। পল্লবী তাতে রাজি না হওয়ায় শনিবার রাতে ঘরে ঢুকে একটি সোনার চেন, একজোড়া কানের দুল ও তাঁদের চারটি পাসপোর্ট নিয়ে চলে যায়। পল্লবী ফোনে স্বামী শিবানন্দকে সব কথা জানান। শিবানন্দ বাংলাদেশ থেকে ভারতে এসে মঙ্গলবার সন্ধ্যায় অশোকনগর থানায় সমীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।Conclusion:কুপ্রস্তাবে রাজি না হয় বাংলাদেশি পরিবারেকে হেনস্তা


অশোকনগরঃ চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে হেনস্তার শিকার বাংলাদেশি মহিলা ও তাঁর পরিবার।
ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার গুমা প্রবোধনগর এলাকায়। মাসখানেক আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন শিবানন্দ বাছাড় ও তাঁর স্ত্রী পল্লবী মণ্ডল ও তার পরিবার। পূর্ব পরিচিত প্রবোধনগরের বাসিন্দা সমীর বিশ্বাস তার বাড়িতেই ঘরভাড়া তাঁরা ঘরভাড়া নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। কিছুদিনের মধ্যেই শিবানন্দবাবু কাজের জন্য বাংলাদেশে ফিরে যান। স্ত্রী পল্লবী, মেয়ে, বাবা ও মা ভারতেই চিকিৎসার জন্য থাকেন। পল্লবীর অভিযোগ, স্বামী বাংলাদেশে ফিরে যাওয়াক পর থেকে সমীর তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে। পল্লবী তাতে রাজি না হওয়ায় শনিবার রাতে ঘরে ঢুকে একটি সোনার চেন, একজোড়া কানের দুল ও তাঁদের চারটি পাসপোর্ট নিয়ে চলে যায়। পল্লবী ফোনে স্বামী শিবানন্দকে সব কথা জানান। শিবানন্দ বাংলাদেশ থেকে ভারতে এসে মঙ্গলবার সন্ধ্যায় অশোকনগর থানায় সমীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.