ETV Bharat / state

বাবাকে কুপিয়ে খুন করে থানায় কিশোর - নাবালক খুন্

শনিবার গভীর রাতে রাজারহাট থানায় এসে উপস্থিত হয় এক কিশোর। জানায়, সে তার বাবাকে খুন করেছে । এরপরই রাজারহাট থানার পুলিশ ওই নাবালককে নিয়ে তার বাড়িতে যায়। বাড়ির বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় নাবালকের বাবার মৃতদেহ উদ্ধার করে ৷

নাবালক
author img

By

Published : Oct 13, 2019, 9:54 AM IST

Updated : Oct 13, 2019, 11:34 AM IST

রাজারহাট, 13 অক্টোবর : দিনের পর দিন মদ খেয়ে মায়ের উপর অত্যাচার করত বাবা ৷ মুখ বুজে সব দেখতে হত কিশোর ছেলেকে । অনেকদিন ধরেই ভিতরে ভিতরে ফুঁসছিল সে ৷ অবশেষে গতরাতে বাবাকে খুন করে ৷ এরপর রাজারহাট থানায় গিয়ে আত্মসমর্পণ করে বছর ষোলোর ওই কিশোর । তার বাড়ি রাজারহাট থানা এলাকার নবাবপুরের মুন্সি পাড়ার । মৃত ব্যক্তির নাম নুরুল আলি তরফদার । ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ।

শনিবার গভীর রাতে রাজারহাট থানায় এসে উপস্থিত হয় ওই কিশোর। জানায়, বাবাকে খুন করেছে । তার কথা শুনে হতবাক হয়ে যায় পুলিশ । মিথ্যা কথা বলছে কি না সেই জন্য তার হাত দেখা হয় । তার হাতে রক্তের দাগ দেখতে পায় পুলিশ ৷ এরপরই রাজারহাট থানার পুলিশ ওই নাবালককে নিয়ে তার বাড়িতে যায়। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় নাবালকের বাবা নুরুল আলির মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি রক্ত মাখা কুড়ুল ও রক্ত মাখা পাথর ।

ওই নাবালক পুলিশকে জানায়, প্রথমে কুড়ুল দিয়ে তার বাবার বুকে গলায় আঘাত করে ৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে বাবার মাথা থেঁতলে দেয় ৷ রাজারহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ আজ RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।

রাজারহাট, 13 অক্টোবর : দিনের পর দিন মদ খেয়ে মায়ের উপর অত্যাচার করত বাবা ৷ মুখ বুজে সব দেখতে হত কিশোর ছেলেকে । অনেকদিন ধরেই ভিতরে ভিতরে ফুঁসছিল সে ৷ অবশেষে গতরাতে বাবাকে খুন করে ৷ এরপর রাজারহাট থানায় গিয়ে আত্মসমর্পণ করে বছর ষোলোর ওই কিশোর । তার বাড়ি রাজারহাট থানা এলাকার নবাবপুরের মুন্সি পাড়ার । মৃত ব্যক্তির নাম নুরুল আলি তরফদার । ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ।

শনিবার গভীর রাতে রাজারহাট থানায় এসে উপস্থিত হয় ওই কিশোর। জানায়, বাবাকে খুন করেছে । তার কথা শুনে হতবাক হয়ে যায় পুলিশ । মিথ্যা কথা বলছে কি না সেই জন্য তার হাত দেখা হয় । তার হাতে রক্তের দাগ দেখতে পায় পুলিশ ৷ এরপরই রাজারহাট থানার পুলিশ ওই নাবালককে নিয়ে তার বাড়িতে যায়। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় নাবালকের বাবা নুরুল আলির মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি রক্ত মাখা কুড়ুল ও রক্ত মাখা পাথর ।

ওই নাবালক পুলিশকে জানায়, প্রথমে কুড়ুল দিয়ে তার বাবার বুকে গলায় আঘাত করে ৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে বাবার মাথা থেঁতলে দেয় ৷ রাজারহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ আজ RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।

Intro:

রাজারহাট, ১৩ অক্টোবর: দিনের পর দিন মায়ের ওপর অত্যাচারের সাক্ষী নাবালক ছেলে। অবশেষে গতকাল রাতে সিনেমার কায়দায় বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে মেরে খুন করে রাজারহাট থানায় এসে আত্মসমর্পণ করল বছর ষোলোর ওই নাবালক। ঘটনা রাজারহাট থানা এলাকার নবাবপুরের মুন্সি পাড়ার। নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ পুলিশের।মৃত ব্যক্তির নাম নুরুল আলী তরফদার। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ।

Body:জানা গিয়েছে গতকাল রাত তিনটে কুড়ি নাগাদ রাজারহাট থানায় এসে উপস্থিত হয় এক নাবালক।জানায় সে তার বাবাকে খুন করেছে।এই কথা শুনে হতবাক বনে যায় পুলিশ। মিথ্যা কথা বলছে কিনা সেই জন্য তার হাত দেখা হয়। দেখা যায় তার হাতে রক্তের দাগ। এর পরই রাজারহাট থানার পুলিশ ছেলেকে নিয়ে তার বাড়িতে যায়। দেখা যায় বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাবার মৃতদেহ।পাশ থেকে উদ্ধার একটি রক্ত মাখা কুড়ুল ও রক্ত মাখা পাথর। নাবালক জানায় কুড়ুল দিয়ে বাবা নুরুল আলী গাজীকে বুকে গলায় কপি দেওয়ার পর পাথর মেরে খুন করে সে। রাজারহাট থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসে।আজ আর জি কর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।Conclusion:
Last Updated : Oct 13, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.