রাজারহাট, 13 অক্টোবর : দিনের পর দিন মদ খেয়ে মায়ের উপর অত্যাচার করত বাবা ৷ মুখ বুজে সব দেখতে হত কিশোর ছেলেকে । অনেকদিন ধরেই ভিতরে ভিতরে ফুঁসছিল সে ৷ অবশেষে গতরাতে বাবাকে খুন করে ৷ এরপর রাজারহাট থানায় গিয়ে আত্মসমর্পণ করে বছর ষোলোর ওই কিশোর । তার বাড়ি রাজারহাট থানা এলাকার নবাবপুরের মুন্সি পাড়ার । মৃত ব্যক্তির নাম নুরুল আলি তরফদার । ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ।
শনিবার গভীর রাতে রাজারহাট থানায় এসে উপস্থিত হয় ওই কিশোর। জানায়, বাবাকে খুন করেছে । তার কথা শুনে হতবাক হয়ে যায় পুলিশ । মিথ্যা কথা বলছে কি না সেই জন্য তার হাত দেখা হয় । তার হাতে রক্তের দাগ দেখতে পায় পুলিশ ৷ এরপরই রাজারহাট থানার পুলিশ ওই নাবালককে নিয়ে তার বাড়িতে যায়। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় নাবালকের বাবা নুরুল আলির মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি রক্ত মাখা কুড়ুল ও রক্ত মাখা পাথর ।
ওই নাবালক পুলিশকে জানায়, প্রথমে কুড়ুল দিয়ে তার বাবার বুকে গলায় আঘাত করে ৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে বাবার মাথা থেঁতলে দেয় ৷ রাজারহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ আজ RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।