ETV Bharat / state

Barasat District Hospital : জোরকদমে চলছে নির্মাণকাজ, বারাসত হাসপাতালে শীঘ্রই চালু হবে মেডিক্যাল কলেজ

মেডিক্যাল কলেজ (Medical College) তৈরির কাজ চলছে বারাসত জেলা হাসপাতালে (Barasat District Hospital) ৷ আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরিষেবা শুরু হওয়া নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ ৷ খুশি রোগী ও তাঁদের আত্মীয়রা ৷

medical college will start soon at barasat district hospital
Barasat District Hospital : জোরকদমে চলছে নির্মাণকাজ, বারাসত হাসপাতালে শীঘ্রই চালু হবে মেডিক্যাল কলেজ
author img

By

Published : Jan 2, 2022, 7:52 PM IST

বারাসত, 2 জানুয়ারি : মেডিক্যাল কলেজে (Medical College) উন্নীত হয়েছে বারাসত জেলা হাসপাতাল (Barasat District Hospital) ৷ কর্তৃপক্ষের আশা, আগামী কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পরিকাঠামো ৷ আর তারপরই চালু হবে পঠনপাঠন ৷ এর ফলে হাসপাতালের পরিষেবাও আরও উন্নত হবে বলে আশা করছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : Hospital Visit : থ্যালাসেমিয়া চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন

বারাসত জেলা হাসপাতালে রোগীর চাপ বরাবরই বেশি ৷ বারাসত তথা উত্তর 24 পরগনা জেলা ছাড়াও আশপাশের বহু জেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা করাতে আসেন ৷ সেই কারণেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ স্থির হয়, হাসপাতাল চত্বরেই তৈরি করা হবে একটি নতুন মেডিক্যাল কলেজ ৷ সরকারের তরফে সেই সিদ্ধান্ত গৃহীত হয় 2019 সালে ৷ কিন্তু, করোনাকালে মেডিক্যাল কলেজের পরিকাঠামো তৈরির কাজে ভাটা পড়ে ৷ এখন আবার জোরকদমে নির্মাণকাজ চলছে ৷

হাসপাতাল চত্বরে জোরকদমে চলছে নির্মাণকাজ

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চত্বরে মোট সাতটি বহুতল গড়ে তোলা হবে ৷ এই বহুতলগুলিতেই থাকবে অ্যাকাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা হস্টেল, সাধারণ কর্মী ও নার্সিং স্টাফদের জন্য কোয়ার্টার এবং অত্যাধুনিক পরিকাঠামো-সহ আউট ডোর কমপ্লেক্স ৷ হাসপাতালের সুপার ড. সুব্রত মণ্ডল জানিয়েছেন, কয়েকশো শ্রমিক 24 ঘণ্টা ধরে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন ৷ তাঁদের আশা, আগামী কয়েক মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে ৷

আরও পড়ুন : Jalpaiguri Covid Hospital : জঙ্গল-আগাছায় ভরা জলপাইগুড়ির অস্থায়ী কোভিড হাসপাতাল

হাসপাতালের মানোন্নয়নে খুশি রোগী ও তাঁদের পরিবারের সদস্যরাও ৷ তাঁদের বক্তব্য, হাসপাতালের পরিকাঠামো উন্নত হলে আরও ভাল পরিষেবা পাওয়া যাবে ৷ সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য মানুষকে আর কলকাতা ছুটতে হবে না ৷ তাই আমজনতা চায়, যত দ্রুত সম্ভব শেষ হোক নির্মাণকাজ ৷ চালু হোক নতুন মেডিক্যাল কলেজ ৷

বারাসত, 2 জানুয়ারি : মেডিক্যাল কলেজে (Medical College) উন্নীত হয়েছে বারাসত জেলা হাসপাতাল (Barasat District Hospital) ৷ কর্তৃপক্ষের আশা, আগামী কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পরিকাঠামো ৷ আর তারপরই চালু হবে পঠনপাঠন ৷ এর ফলে হাসপাতালের পরিষেবাও আরও উন্নত হবে বলে আশা করছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : Hospital Visit : থ্যালাসেমিয়া চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন

বারাসত জেলা হাসপাতালে রোগীর চাপ বরাবরই বেশি ৷ বারাসত তথা উত্তর 24 পরগনা জেলা ছাড়াও আশপাশের বহু জেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা করাতে আসেন ৷ সেই কারণেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ স্থির হয়, হাসপাতাল চত্বরেই তৈরি করা হবে একটি নতুন মেডিক্যাল কলেজ ৷ সরকারের তরফে সেই সিদ্ধান্ত গৃহীত হয় 2019 সালে ৷ কিন্তু, করোনাকালে মেডিক্যাল কলেজের পরিকাঠামো তৈরির কাজে ভাটা পড়ে ৷ এখন আবার জোরকদমে নির্মাণকাজ চলছে ৷

হাসপাতাল চত্বরে জোরকদমে চলছে নির্মাণকাজ

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চত্বরে মোট সাতটি বহুতল গড়ে তোলা হবে ৷ এই বহুতলগুলিতেই থাকবে অ্যাকাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা হস্টেল, সাধারণ কর্মী ও নার্সিং স্টাফদের জন্য কোয়ার্টার এবং অত্যাধুনিক পরিকাঠামো-সহ আউট ডোর কমপ্লেক্স ৷ হাসপাতালের সুপার ড. সুব্রত মণ্ডল জানিয়েছেন, কয়েকশো শ্রমিক 24 ঘণ্টা ধরে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন ৷ তাঁদের আশা, আগামী কয়েক মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে ৷

আরও পড়ুন : Jalpaiguri Covid Hospital : জঙ্গল-আগাছায় ভরা জলপাইগুড়ির অস্থায়ী কোভিড হাসপাতাল

হাসপাতালের মানোন্নয়নে খুশি রোগী ও তাঁদের পরিবারের সদস্যরাও ৷ তাঁদের বক্তব্য, হাসপাতালের পরিকাঠামো উন্নত হলে আরও ভাল পরিষেবা পাওয়া যাবে ৷ সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য মানুষকে আর কলকাতা ছুটতে হবে না ৷ তাই আমজনতা চায়, যত দ্রুত সম্ভব শেষ হোক নির্মাণকাজ ৷ চালু হোক নতুন মেডিক্যাল কলেজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.