দত্তপুকুর, 28 অগস্ট: দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ স্থলে গিয়ে পুলিশের কর্তব্যরত এক আধিকারিকের সঙ্গে সোমবার বাকবিতণ্ডায় জড়ান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ পুলিশ তল্লাশির নামে এলাকায় বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের উপর অত্যাচার করছে বলেও অভিযোগ তাঁর ৷ এদিন এই সিপিএম নেতাকে সামনে পেয়ে তাঁর কাছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী ৷ যার প্রেক্ষিতে পুলিশ কেন বাড়িতে ঢুকে মহিলাদের ওপর অত্যাচার করছে তা নিয়েও প্রশ্ন তোলেন মহম্মদ সেলিম ।
এদিন রীতিমতো হুঁশিয়ারির সুরে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন,"যারা অপরাধী তাদের না ধরে পুলিশ নিরপরাধ মানুষের ওপর অত্যাচার করছে । জল আনতে বলছে । লুঙ্গি আনতে বলছে । এই ধরণের মস্তানি যেন না করে পুলিশ কর্মীরা ৷" বিস্ফোরণের সঙ্গে যুক্ত অপরাধীদের সঙ্গে তৃণমূল নেতাদের দহরম মহরম রয়েছে বলেও দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক ৷
এদিন মহম্মদ সেলিমের কাছে শাকিরা বিবি নামে স্থানীয় এক মহিলা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ৷ তিনি বলেন, "বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাড়ি । এই ঘটনায় ভুক্তভোগী আমরা । অথচ আমরাই বাড়িতে ঢুকতে পারছি না । পুলিশ বাধা দিচ্ছে । বলছে এই করে আনো, ওই করে আনো ৷ ওষুধ, পরনের শাড়ি কিছুই আনতে পারছি না । এক শাড়িতেই বাইরে কাটাতে হচ্ছে । রীতিমতো পুলিশ অত্যাচার চালাচ্ছে । সেসব কথায় আমরা সিপিএম নেতা মহম্মদ সেলিমের কাছে তুলে ধরেছি । উনি যখন বললেন তখন পুলিশ এলাকা থেকে সরে গেল ৷"
আরও পড়ুন: 'এনআইএ তদন্ত করবেই', দত্তপুকুর বিস্ফোরণে দাবি শুভেন্দুর
এদিকে,পুলিশি অত্যাচারের অভিযোগের মধ্যেই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে । স্থানীয়দের অভিযোগ, ওই তৃণমূল নেতার বাড়িতেই বেআইনি যাবতীয় বাজি মজুত করা হত । চলত কারবারও । পলাতক ওই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে সরবও হয়েছেন এলাকাবাসী ।