ETV Bharat / state

নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত আত্মীয় - accused of sexually abusing a minor in Barasat

বাড়িতে বাবা মা না থাকায় যৌন নির্যাতন চালায় নাবালিকার আত্মীয় ৷ বাড়িওয়ালা টের পেতেই হাতেনাতে ধরে অভিযুক্তকে ৷ দরজা খুলে অভিযুক্তকে বাইরে বের করে এনে শুরু হয় উত্তেজিত জনতার গণপ্রহার । খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থানে এসে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয় ৷

accused of sexually abusing a minor in Barasat
নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত আত্মীয়ের গণধোলাই
author img

By

Published : Jun 25, 2020, 4:35 AM IST

বারাসত, 25 জুন : নাবালিকার উপর যৌন নির্যাতনচালানোর অভিযোগে তাঁরই এক আত্মীয়কে হাতেনাতে ধরে গণধোলাই দিল উত্তেজিত জনতা । বেদমপ্রহারে নিজের কুকর্মের কথা শেষে স্বীকার করে নেয় অভিযুক্ত আত্মীয় । ঘটনার জেরেব্যাপক উত্তেজনা ছড়ায় বারাসতের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় । খবর পেয়ে উত্তেজিত জনতারহাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ ।

স্থানীয়ও পুলিশ সূত্রে খবর,ঘটনা সময়সকালে নির্যাতিতার মা ও বাবা বাড়িতে ছিলেন না । মা গিয়েছিলেন পরিচারিকার কাজ করতে। বাবাও বেরিয়েছিলেন কাজে । ফলে,ভাড়াবাড়িতে নাবালিকা একাই ছিল । সেই সুযোগে বাড়িতে আসে ওইআত্মীয় । এরপর সে দরজা বন্ধ করে দশ বছরের নাবালিকার উপর শারীরিক ও যৌন নির্যাতনচালায় বলে অভিযোগ । দরজা বন্ধ থাকায় স্বভাবতই সন্দেহ হয় বাড়িওয়ালার । জানলা দিয়েউঁকি মারতেই সেই ঘটনা প্রত্যক্ষ করেন তিনি । এরপরই ঘটনাটি জানানো হয় এলাকারলোকজনকে । ডেকে আনা হয় নির্যাতিতার মা ও বাবাকে । দরজা খুলে অভিযুক্তকে বাইরে বেরকরে এনে শুরু হয় উত্তেজিত জনতার গণপ্রহার । চড় লাথি ঘুষি কিছুই বাদ যায়নি

জনতার বেদম প্রহারে নিজের কুকর্মেরকথা স্বীকার করে নেয় অভিযুক্ত । জানায়, প্রায় দু-মাস ধরে সে এই কুকর্মচালিয়ে যাচ্ছে । এই বিষয়ে নির্যাতিতার মা বলেন,"অভিযুক্ত সম্পর্কে আমার জামাইবাবু হয়। মেয়ে ওঁকে বাবা বলে ডাকত ।"

অভিযুক্তওই আত্মীয়ের বিরুদ্ধে বারাসত থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে নির্যাতিতারপরিবার । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে । গ্রেপ্তারকরা হয়েছে তাকে । সেই সঙ্গে নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য বারাসত হাসপাতালেপাঠানো হয়ে ৷

নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত আত্মীয়

বারাসত, 25 জুন : নাবালিকার উপর যৌন নির্যাতনচালানোর অভিযোগে তাঁরই এক আত্মীয়কে হাতেনাতে ধরে গণধোলাই দিল উত্তেজিত জনতা । বেদমপ্রহারে নিজের কুকর্মের কথা শেষে স্বীকার করে নেয় অভিযুক্ত আত্মীয় । ঘটনার জেরেব্যাপক উত্তেজনা ছড়ায় বারাসতের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় । খবর পেয়ে উত্তেজিত জনতারহাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ ।

স্থানীয়ও পুলিশ সূত্রে খবর,ঘটনা সময়সকালে নির্যাতিতার মা ও বাবা বাড়িতে ছিলেন না । মা গিয়েছিলেন পরিচারিকার কাজ করতে। বাবাও বেরিয়েছিলেন কাজে । ফলে,ভাড়াবাড়িতে নাবালিকা একাই ছিল । সেই সুযোগে বাড়িতে আসে ওইআত্মীয় । এরপর সে দরজা বন্ধ করে দশ বছরের নাবালিকার উপর শারীরিক ও যৌন নির্যাতনচালায় বলে অভিযোগ । দরজা বন্ধ থাকায় স্বভাবতই সন্দেহ হয় বাড়িওয়ালার । জানলা দিয়েউঁকি মারতেই সেই ঘটনা প্রত্যক্ষ করেন তিনি । এরপরই ঘটনাটি জানানো হয় এলাকারলোকজনকে । ডেকে আনা হয় নির্যাতিতার মা ও বাবাকে । দরজা খুলে অভিযুক্তকে বাইরে বেরকরে এনে শুরু হয় উত্তেজিত জনতার গণপ্রহার । চড় লাথি ঘুষি কিছুই বাদ যায়নি

জনতার বেদম প্রহারে নিজের কুকর্মেরকথা স্বীকার করে নেয় অভিযুক্ত । জানায়, প্রায় দু-মাস ধরে সে এই কুকর্মচালিয়ে যাচ্ছে । এই বিষয়ে নির্যাতিতার মা বলেন,"অভিযুক্ত সম্পর্কে আমার জামাইবাবু হয়। মেয়ে ওঁকে বাবা বলে ডাকত ।"

অভিযুক্তওই আত্মীয়ের বিরুদ্ধে বারাসত থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে নির্যাতিতারপরিবার । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে । গ্রেপ্তারকরা হয়েছে তাকে । সেই সঙ্গে নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য বারাসত হাসপাতালেপাঠানো হয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.