খড়দা, 18 এপ্রিল: এবার মাওবাদী পোস্টার পড়ল কলকাতার উপকণ্ঠ খড়দায় ৷ মঙ্গলবার খড়দা স্টেশনের এক নম্বর ও চার নম্বর প্ল্যাটফর্মের দু'পাশে এই মাওবাদী পোস্টার নজরে এসেছে ৷ খড়দার মতো এলাকায় এই পোস্টারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূল ও বিজেপি'র মধ্যে শুরু হয়েছে তরজাও ৷
এই পোস্টারে লেখা হয়েছে,'বাইশে এপ্রিল কমরেড লেনিনের নামে আমাদের শপথ, ফ্যাসিবাদকে গুঁড়িয়ে দাও, শ্রমিক কৃষক রাজ বানাও । ঘরে ঘরে বেকার, বাজারে আগুন, ইভিএম ছুঁড়ে ফেলে এবারে জাগুন । সংখ্যালঘু জনগণ বাঁচাতে তাদের মান ও প্রাণ, দিচ্ছি দেব অস্ত্রে শান । সরকার বদল পণ্ডশ্রম, বিপ্লবীরাই ওদের যম ।' এই পোস্টারের নীচে মার্কসবাদী লেনিনবাদী মাওবাদী সংগঠন ৷ এই পোস্টারে এলাকা ছেয়ে গিয়েছে ৷
এই পোস্টার প্রসঙ্গে তৃণমূল নেতা দিব্যেন্দু চৌধুরীর দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে, ভয় দেখিয়ে এ ধরনের পোস্টার লাগানো হচ্ছে । তাঁর দাবি, খড়দা ফ্লাইওভার তৈরি হলে এলাকার বেশ কিছু বেআইনি দোকান ভাঙা পড়বে ৷ তাই সেই দোকানগুলি থেকে যারা তোলা তোলে তাদের স্বার্থে ঘা লেগেছে ৷ তাই এইসব পোস্টার দেওয়া হয়েছে ৷ তাঁর আরও দাবি, তৃণমূলকে বদনাম করতে এই পোস্টার দেওয়া হয়েছে মাওবাদীদের নাম করে ৷ আগামী 2 বছরের মধ্যে এলাকায় ওভারব্রিজ তৈরি হবে বলেই তাঁর দাবি ৷
আরও পড়ুন: মায়াবী শিল্পী মুকুল রায়, অন্তর্ধান প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের
অপর দিকে বিজেপি নেতা জয় সাহার দাবি, প্রশাসন যদি কড়া হাতে দমন না করে, তাহলে এই সুযোগে মাওবাদীরা আবার তাদের ডানা বিস্তার করবে । খড়দায় এই পোস্টার থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে আইন-শৃঙ্খলার কী অবস্থা ৷ মাওবাদীরা এ রাজ্যে আবার জেগে উঠছে এটা চিন্তার বিষয় বলেও জানিয়েছেন এই বিজেপি নেতা ৷ তাঁর মতে, এই অঞ্চলে পোস্টার পড়ছে মানে এলাকায় তাদের সংগঠন আছে ৷