বারাসত, 16 মার্চ : রহস্যজনকভাবে খুন হয়েছেন ছাত্র নেতা আনিশ খান ৷ তার মৃত্যুর বদলা চেয়েই এবার মাওবাদী পোস্টার পড়ল উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে । বুধবার স্থানীয় কলোনি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের পাশে ওভারহেড গেটের পিলারে আটকানো হয়েছে বেশ কয়েকটি মাওবাদী পোস্টার । পোস্টারে কোথাও আনিশ খানকে শহিদ কমরেড সম্বোধন করে লাল সেলাম জানানো হয়েছে । আবার কোথাও লেখা আনিশ খান খুনের বদলা নাও,তৃণমূলকে কবর দাও । আলিঙ্গন করে নেব,কিন্তু মাথা নিচু করে নিজেকে দালালদের কাছে বিক্রি করব না । এই পোস্টার ঘিরে জল্পনা তৈরি হয়েছে (Maoist poster over Anish Khan Death in Barasat) ৷
আরও পড়ুন: HC On Anish Khan Death : আনিশ খান হত্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর
লাল কালি এবং নীল কালিতে লেখা পোস্টারগুলির নীচে কোথাও সরাসরি আনিশ খানের নাম লেখা রয়েছে ৷ পোস্টারের কোথাও কোথাও মাওবাদীদের নামও লেখা রয়েছে ৷ এই পোস্টার এলাকাবাসীর নজরে আসার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ এরপরেই পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান রাতের অন্ধকারে কেউ এই ঘটনা ঘটাতে পারে ৷ এই ঘটনার পরেই প্রশ্ন উঠেছে বারাসতের মতো জনবহুল এলাকায় কীভাবে পোস্টারগুলি এল? ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
প্রসঙ্গত, ছাত্র নেতা আনিশ খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি । মৃত্যুর প্রকৃত ঘটনা জানতে রাজ্য সরকারের তরফে সিট গঠিত হলেও আনিশ খানের পরিবার এখনও সেই খুনের তত্ত্বের দাবিতেই অনড় রয়েছেন । সিটির বদলে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন তাঁরা । এসবের মধ্যেই এবার আনিশ খানের মৃত্যুর বদলা চেয়ে মাওবাদী পোস্টার পড়েছে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতে ।