বারাসত, 21 অগাস্ট : খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ ৷ এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বারাসতের জগদিঘাটা কাজিপাড়ার ঝাওতলার ঘটনা । অভিযুক্তের নাম বিশু দাস (50) ৷ আজ দুপুরে তাকে বারাসত আদালতে পেশ করা হয় ৷
দীর্ঘদিন ধরেই বারাসতের একটি বাড়িতে ভাড়া থাকত বিশু ৷ সে পেশায় ভ্যান চালক ৷ কয়েকদিন আগে ওই ভাড়া বাড়ির মালিকের আত্মীয়রা আসেন ৷ তাঁদের মধ্যেই ছিল 6 বছরের শিশুটি ৷ গতরাতে শিশুটি বাইরে খেলছিল ৷ সেইসময় খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায় বিশু ৷ অভিযোগ, এরপর মদ্যপান করে ওই নাবালিকাকে ধর্ষণ করে সে ৷ কাঁদতে কাঁদতে ওই নাবালিকা বিশুর ঘরে বাইরে বেরিয়ে এলে বিষয়টি নজরে পরে পরিবারের সদস্যদের ৷ তারা দেখেন নাবালিকার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে ৷ জিঞ্জাসাবাদ পরই নাবালিকা বিষয়টি খুলে বলে তাঁদের ৷ এরপর গতরাতেই বিশুকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে বিশুকে গ্রেপ্তার করে পুলিশ ৷
বারাসত থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে ওই নাবালিকা মেডিকেল পরীক্ষা করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।