ETV Bharat / state

বেলঘড়িয়ায় গুলিবিদ্ধ যুবক, তদন্তে নিমতা থানার পুলিশ - nimta

ঘটনায় স্থানীয় একটি মিষ্টির দোকানের যোগ উঠে আসছে ৷ শুভঙ্কর নামে ওই যুবক স্থানীয় একটি ব্যাগের কারখানায় কাজ করত ৷ ওই মিষ্টির দোকানে মাঝেমধ্যেই যেত শুভঙ্কর ৷

belghariya
বেলঘড়িয়া
author img

By

Published : Nov 29, 2020, 2:14 PM IST

নিমতা, 29 নভেম্বর : নিমতায় গুলিবিদ্ধ এক যুবক ৷ নিমতার রবীন্দ্রনগর এলাকায় যুবককে লক্ষ্য করে গুলি চালায় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ৷ গুলিবিদ্ধ যুবকের নাম শুভঙ্কর পাল (24) ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ ৷

ভিডিয়োতে শুনু আহতের মায়ের বক্তব্য

পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় স্থানীয় একটি মিষ্টির দোকানের যোগ উঠে আসছে ৷ শুভঙ্কর নামে ওই যুবক স্থানীয় একটি ব্যাগের কারখানায় কাজ করত ৷ ওই মিষ্টির দোকানে মাঝেমধ্যেই যেত শুভঙ্কর ৷ এমনকি ওই দোকান থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ৷ অপরদিকে, শুভঙ্করের মা মিনু পাল বলেন, গতকাল রাতে শুভঙ্কর বাড়ি থেকে বের হয় ৷ এরপর আর সে বাড়িতে ফেরেনি বলেই জানান তিনি ৷ রাতে তাঁদের কাছে খবর আসে যে অসুস্থ অবস্থায় শুভঙ্করকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁর দাবি, আজ সকালে পুলিশের কাছ থেকে শুভঙ্করের গুলিবিদ্ধ হওয়ার খবর জানতে পারেন তিনি ৷

নিমতা, 29 নভেম্বর : নিমতায় গুলিবিদ্ধ এক যুবক ৷ নিমতার রবীন্দ্রনগর এলাকায় যুবককে লক্ষ্য করে গুলি চালায় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ৷ গুলিবিদ্ধ যুবকের নাম শুভঙ্কর পাল (24) ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ ৷

ভিডিয়োতে শুনু আহতের মায়ের বক্তব্য

পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় স্থানীয় একটি মিষ্টির দোকানের যোগ উঠে আসছে ৷ শুভঙ্কর নামে ওই যুবক স্থানীয় একটি ব্যাগের কারখানায় কাজ করত ৷ ওই মিষ্টির দোকানে মাঝেমধ্যেই যেত শুভঙ্কর ৷ এমনকি ওই দোকান থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ৷ অপরদিকে, শুভঙ্করের মা মিনু পাল বলেন, গতকাল রাতে শুভঙ্কর বাড়ি থেকে বের হয় ৷ এরপর আর সে বাড়িতে ফেরেনি বলেই জানান তিনি ৷ রাতে তাঁদের কাছে খবর আসে যে অসুস্থ অবস্থায় শুভঙ্করকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁর দাবি, আজ সকালে পুলিশের কাছ থেকে শুভঙ্করের গুলিবিদ্ধ হওয়ার খবর জানতে পারেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.