ETV Bharat / state

Blasts at Panihati: পানিহাটিতে মজুত বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের, তীব্রতায় ক্ষতি পাশের বাড়িতেও - পানিহাটিতে বিস্ফোরণ

Man injured in bomb blast: পানিহাটিতে মজুত করে রাখা বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল এক যুবকের ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

Man severely injured as bomb blasts at Panihati
পানিহাটিতে বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 6:53 PM IST

Updated : Nov 10, 2023, 8:01 PM IST

পানিহাটিতে মজুত বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের

পানিহাটি, 10 নভেম্বর: পানিহাটিতে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক যুবকের হাত ৷ এই ঘটনায় শুক্রবার এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ৷ পাড়ার ভিতর থেকে উদ্ধার হয়েছে বোমাও ৷ ঘটনাস্থলে গিয়েছে খড়দা থানার পুলিশ ৷ কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল সেখানে, তার তদন্ত শুরু হয়েছে ৷

পাড়ার ভিতর সরু গলি ! সেই গলির দু'ধারে লাগোয়া সব বাড়ি । সকালে প্রত্যেকেই ব্যস্ত নিজের নিজের কাজে । তারই মধ্যে আচমকা বিকট শব্দ । চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া । ভয়ে কেঁপে ওঠেন বাসিন্দারা । আপাত শান্ত এলাকায় কী হয়েছে তা ঠাহর করার আগেই গলির মধ্যে একটা বাড়ির একাংশের ক্ষতি হয়ে গিয়েছে । গলির ভিতর থেকে ভেসে আসছে গোঙানির শব্দ । বাসিন্দারা উঁকি মেরে দেখেন, সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্থানীয় এক যুবক । তাঁর একটা হাত কার্যত উড়ে গিয়েছে । ঝলসে গিয়েছে শরীর । পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ড তেজপাল এলাকায় শুক্রবার ঘটে এই বিস্ফোরণ ৷

জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা জিতেন্দ্র গুপ্তা । শুক্রবার সকালে তাঁর বাড়ির সামনে মজুত বোমা ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ।বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা । শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা দেখতে পান, জিতেন্দ্র গুপ্তা রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর পড়ে রয়েছেন । তাঁকে উদ্ধার করে খড়দার বলরাম সেবা মন্দিরে নিয়ে যাওয়া হয় । পরে তাঁর অবস্থার অবনতি হলে জিতেন্দ্রকে স্থানান্তরিত করা হয় সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

সূত্রের খবর, জিতেন্দ্রর আদি বাড়ি উত্তরপ্রদেশে । সেখান থেকে মাস দু'য়েক আগে খড়দার তেজপাল এলাকার বাড়িতে ফিরে আসেন তিনি । জিতেন্দ্রর পরিবারের পান মশলার ব‍্যবসা রয়েছে । পান মশলা দোকানে দোকানে ফেরি করে বেড়ান তাঁর বাবা । বাড়ির কার্নিশে পান মশলার ব‍্যাগের ভিতরে মজুত ছিল বোমা । সেই ব‍্যাগ নামিয়ে একটি বোমা বের করে নাড়াচাড়া করতেই এই বিপত্তি ঘটে বলে জানা যায় ।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে । বিস্ফোরণের জেরে বড়সড় দুর্ঘটনার আশংকাও ছিল । সেটা ভেবেই আতঙ্কিত এলাকাবাসীরা । কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তা বুঝেই উঠতে পারছেন না জিতেন্দ্রর প্রতিবেশীরা ।

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে ভোট চলাকালীন আইইডি বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান
  2. কালিয়াচকে পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ

পানিহাটিতে মজুত বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের

পানিহাটি, 10 নভেম্বর: পানিহাটিতে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক যুবকের হাত ৷ এই ঘটনায় শুক্রবার এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ৷ পাড়ার ভিতর থেকে উদ্ধার হয়েছে বোমাও ৷ ঘটনাস্থলে গিয়েছে খড়দা থানার পুলিশ ৷ কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল সেখানে, তার তদন্ত শুরু হয়েছে ৷

পাড়ার ভিতর সরু গলি ! সেই গলির দু'ধারে লাগোয়া সব বাড়ি । সকালে প্রত্যেকেই ব্যস্ত নিজের নিজের কাজে । তারই মধ্যে আচমকা বিকট শব্দ । চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া । ভয়ে কেঁপে ওঠেন বাসিন্দারা । আপাত শান্ত এলাকায় কী হয়েছে তা ঠাহর করার আগেই গলির মধ্যে একটা বাড়ির একাংশের ক্ষতি হয়ে গিয়েছে । গলির ভিতর থেকে ভেসে আসছে গোঙানির শব্দ । বাসিন্দারা উঁকি মেরে দেখেন, সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্থানীয় এক যুবক । তাঁর একটা হাত কার্যত উড়ে গিয়েছে । ঝলসে গিয়েছে শরীর । পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ড তেজপাল এলাকায় শুক্রবার ঘটে এই বিস্ফোরণ ৷

জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা জিতেন্দ্র গুপ্তা । শুক্রবার সকালে তাঁর বাড়ির সামনে মজুত বোমা ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ।বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা । শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা দেখতে পান, জিতেন্দ্র গুপ্তা রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর পড়ে রয়েছেন । তাঁকে উদ্ধার করে খড়দার বলরাম সেবা মন্দিরে নিয়ে যাওয়া হয় । পরে তাঁর অবস্থার অবনতি হলে জিতেন্দ্রকে স্থানান্তরিত করা হয় সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

সূত্রের খবর, জিতেন্দ্রর আদি বাড়ি উত্তরপ্রদেশে । সেখান থেকে মাস দু'য়েক আগে খড়দার তেজপাল এলাকার বাড়িতে ফিরে আসেন তিনি । জিতেন্দ্রর পরিবারের পান মশলার ব‍্যবসা রয়েছে । পান মশলা দোকানে দোকানে ফেরি করে বেড়ান তাঁর বাবা । বাড়ির কার্নিশে পান মশলার ব‍্যাগের ভিতরে মজুত ছিল বোমা । সেই ব‍্যাগ নামিয়ে একটি বোমা বের করে নাড়াচাড়া করতেই এই বিপত্তি ঘটে বলে জানা যায় ।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে । বিস্ফোরণের জেরে বড়সড় দুর্ঘটনার আশংকাও ছিল । সেটা ভেবেই আতঙ্কিত এলাকাবাসীরা । কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তা বুঝেই উঠতে পারছেন না জিতেন্দ্রর প্রতিবেশীরা ।

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে ভোট চলাকালীন আইইডি বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান
  2. কালিয়াচকে পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ
Last Updated : Nov 10, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.