ETV Bharat / state

Bangaon Incident: বনগাঁয় নিজের পুরুষাঙ্গ কাটলেন ব্যক্তি, ভর্তি হাসপাতালে ! - Bangaon

নিজের পুরুষাঙ্গ কাটলেন মানসিক অবসাদে ভোগা এক ব্যক্তি (Man cuts off his penis in Bangaon) ৷ বনগাঁর ঘটনায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷

man-cuts-off-his-penis-in-bangaon-admitted-to-hospital
man-cuts-off-his-penis-in-bangaon-admitted-to-hospital
author img

By

Published : Nov 23, 2022, 1:41 PM IST

Updated : Nov 23, 2022, 5:44 PM IST

বনগাঁ, 23 নভেম্বর: নিজের পুরুষাঙ্গ কাটলেন এক ব্যক্তি (Man cuts off his penis in Bangaon) ৷ গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সেখান থেকে চিকিৎসক তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেছেন ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শ্যামল মুণ্ডা ৷ বুধবার সকালে বাড়ির শৌচালয়ে রক্ত দেখে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা ৷ পরিবারের তরফে দাবি করা হয়েছে, গত 6 মাস ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন ৷ তার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের অনুমান ৷

ভাই নির্মল মুণ্ডা জানান, এদিন সকালে তিনি শৌচালয়ে গিয়ে দেখেন রক্ত পড়ে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে তিনি তাঁর মাকে ডাকেন ৷ জিজ্ঞেস করেন মেঝেতে রক্ত কেন পড়ে ? মায়ের থেকে কোনও সদুত্তর না পেয়ে, দাদা শ্যামল মুণ্ডার কাছে যান ৷ সেখানে গিয়ে তিনি দেখেন রক্তে ভেসে রয়েছে শ্যামল মুণ্ডার ঘর ৷ তিনি ভাইকে জানান, পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিয়েছেন ৷ বিষয়টি জানতে পেরেই, দ্রুত শ্যামলকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা ৷ চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা দেখে, প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় স্থানান্তরিত করেন ৷

বনগাঁয় নিজের পুরুষাঙ্গ কাটলেন ব্যক্তি, ভর্তি হাসপাতালে !

আরও পড়ুন: সোনারপুরে পুরুষাঙ্গ কেটে ব্যক্তিকে খুন, পাশে নিথর মেয়ে

অন্যদিকে বাড়ির লোকের দাবি, সবজি কাটার বঁটিতে রক্ত লেগে থাকতে দেখেছেন তাঁরা ৷ ফলে বাড়ির লোকজনের ধারণা, সেই বঁটি দিয়েই শ্যামল মুণ্ডা তাঁর পুরুষাঙ্গ কেটেছেন ৷

বনগাঁ, 23 নভেম্বর: নিজের পুরুষাঙ্গ কাটলেন এক ব্যক্তি (Man cuts off his penis in Bangaon) ৷ গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সেখান থেকে চিকিৎসক তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেছেন ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শ্যামল মুণ্ডা ৷ বুধবার সকালে বাড়ির শৌচালয়ে রক্ত দেখে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা ৷ পরিবারের তরফে দাবি করা হয়েছে, গত 6 মাস ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন ৷ তার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের অনুমান ৷

ভাই নির্মল মুণ্ডা জানান, এদিন সকালে তিনি শৌচালয়ে গিয়ে দেখেন রক্ত পড়ে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে তিনি তাঁর মাকে ডাকেন ৷ জিজ্ঞেস করেন মেঝেতে রক্ত কেন পড়ে ? মায়ের থেকে কোনও সদুত্তর না পেয়ে, দাদা শ্যামল মুণ্ডার কাছে যান ৷ সেখানে গিয়ে তিনি দেখেন রক্তে ভেসে রয়েছে শ্যামল মুণ্ডার ঘর ৷ তিনি ভাইকে জানান, পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিয়েছেন ৷ বিষয়টি জানতে পেরেই, দ্রুত শ্যামলকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা ৷ চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা দেখে, প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় স্থানান্তরিত করেন ৷

বনগাঁয় নিজের পুরুষাঙ্গ কাটলেন ব্যক্তি, ভর্তি হাসপাতালে !

আরও পড়ুন: সোনারপুরে পুরুষাঙ্গ কেটে ব্যক্তিকে খুন, পাশে নিথর মেয়ে

অন্যদিকে বাড়ির লোকের দাবি, সবজি কাটার বঁটিতে রক্ত লেগে থাকতে দেখেছেন তাঁরা ৷ ফলে বাড়ির লোকজনের ধারণা, সেই বঁটি দিয়েই শ্যামল মুণ্ডা তাঁর পুরুষাঙ্গ কেটেছেন ৷

Last Updated : Nov 23, 2022, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.