ETV Bharat / state

Tiger Attacks man : সুন্দরবনে দক্ষিণরায়ের হানায় জখম প্রৌঢ় - বাঘের আক্রমণ

নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল বাঘ । তাড়াতে গিয়ে বাঘের হামলায় জখম প্রৌঢ় (man attacked by tiger at Sandeshkhali)।

Tiger Attacks man
author img

By

Published : Feb 20, 2022, 7:17 PM IST

সন্দেশখালি, 20 ফেব্রুয়ারি: সুন্দরবনের নদী পেরিয়ে ফের লোকালয়ে ঢুকে পড়ল পূর্ণবয়স্ক একটি বাঘ । বাঘ তাড়াতে গিয়ে হামলায় গুরুতর জখম ছয়রাফ কারিগর (56) নামে এক ব্যাক্তি । রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর মিঠেখালি এলাকায় । জখম ওই ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে (man attacked by tiger at Sandeshkhali)।

আরও পড়ুন: Leopard Stuck on Tree : নকশালবাড়িতে গাছের মগডালে আটকে চিতাবাঘ, সাড়ে 3 ঘণ্টা পর উদ্ধার

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নদীর ধারে ঘোরাঘুরি করছিল ওই পূর্ণবয়স্ক বাঘটি । লোকালয়ে বাঘকে ঘোরাঘুরি করতে দেখে সেই সময় গ্রামের কয়েকজন লাঠি নিয়ে ছুটে আসে সেখানে । তখনই বাঘটি পাল্টা ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে । তাঁকে বাঁচাতে ওই ব্যাক্তির সঙ্গীরা লাঠি উঁচিয়ে তাড়া করলে বাঘটি নদী পেরিয়ে স্থানীয় একটি ঝোপে ঢুকে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় সন্দেশখালি থানার পুলিশ এবং খুলনা ফরেস্ট অফিসের কর্মীরা । তাঁরা বাঘটির গতিবিধির উপর নজর রাখা শুরু করেছেন । বাঘটিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে ।

একাধিকবার লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কাটছে না কিছুতেই । এই বিষয়ে মনিপুর পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বাঘের সঙ্গে লড়াই করতে করতে মানুষ ক্লান্ত । ইতিমধ্যে বাঘের হামলায় অনেক মৎস্যজীবী প্রাণও হারিয়েছেন । তা সত্ত্বেও বাঘটির কোনও ক্ষতি না করে এখানকার মানুষ সাহসিকতার পরিচয় দিয়েছেন । তাঁদের অসংখ্য ধন্যবাদ । বন দফতরকে বলব,যত দ্রুত সম্ভব তাঁরা যেন বাঘটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন । তাহলেই মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে ।"

সন্দেশখালি, 20 ফেব্রুয়ারি: সুন্দরবনের নদী পেরিয়ে ফের লোকালয়ে ঢুকে পড়ল পূর্ণবয়স্ক একটি বাঘ । বাঘ তাড়াতে গিয়ে হামলায় গুরুতর জখম ছয়রাফ কারিগর (56) নামে এক ব্যাক্তি । রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর মিঠেখালি এলাকায় । জখম ওই ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে (man attacked by tiger at Sandeshkhali)।

আরও পড়ুন: Leopard Stuck on Tree : নকশালবাড়িতে গাছের মগডালে আটকে চিতাবাঘ, সাড়ে 3 ঘণ্টা পর উদ্ধার

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নদীর ধারে ঘোরাঘুরি করছিল ওই পূর্ণবয়স্ক বাঘটি । লোকালয়ে বাঘকে ঘোরাঘুরি করতে দেখে সেই সময় গ্রামের কয়েকজন লাঠি নিয়ে ছুটে আসে সেখানে । তখনই বাঘটি পাল্টা ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে । তাঁকে বাঁচাতে ওই ব্যাক্তির সঙ্গীরা লাঠি উঁচিয়ে তাড়া করলে বাঘটি নদী পেরিয়ে স্থানীয় একটি ঝোপে ঢুকে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় সন্দেশখালি থানার পুলিশ এবং খুলনা ফরেস্ট অফিসের কর্মীরা । তাঁরা বাঘটির গতিবিধির উপর নজর রাখা শুরু করেছেন । বাঘটিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে ।

একাধিকবার লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কাটছে না কিছুতেই । এই বিষয়ে মনিপুর পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বাঘের সঙ্গে লড়াই করতে করতে মানুষ ক্লান্ত । ইতিমধ্যে বাঘের হামলায় অনেক মৎস্যজীবী প্রাণও হারিয়েছেন । তা সত্ত্বেও বাঘটির কোনও ক্ষতি না করে এখানকার মানুষ সাহসিকতার পরিচয় দিয়েছেন । তাঁদের অসংখ্য ধন্যবাদ । বন দফতরকে বলব,যত দ্রুত সম্ভব তাঁরা যেন বাঘটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন । তাহলেই মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.