বারাসত, 9 জুলাই : মেডিকেল চেকআপ করাতে এসে প্রিজ়ন ভ্যান থেকে পালাল ধর্ষণের আসামি । নাম মিন্টু মণ্ডল । স্থানীয় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গতরাতে বারাসতের বনমালিপুর এলাকা থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । আজ তাকে মেডিকেল চেকআপে নিয়ে যাওয়া হয়েছিল, ফেরার পথে পালিয়ে যায় মিন্টু । ঘটনাটি উত্তর 24 পরগনার বারাসতের ।
স্থানীয় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গতরাতে গ্রেপ্তার হয় মিন্টু । আজ সকালে থানা থেকে ওই যুবককে বারাসত জেলা হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল । ফেরার পথে চাঁপাডালি মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে তেল ভরার জন্য প্রিজ়ন ভ্যানটি দাঁড়ায় । তখনই মিন্টু গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় । পরে বিস্তর খোঁজাখুঁজি হলেও বিকেল পর্যন্ত তাকে ধরতে পারেনি পুলিশ ।
এদিকে, ধর্ষণের আসামি পালিয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে । এই বিষয়ে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "হাসপাতাল থেকে মেডিকেল চেকআপ করিয়ে ফেরার পথে ধর্ষণের মামলায় ধৃত এক আসামি পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে । প্রিজ়ন ভ্যানে নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে । গাফিলতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে ।"