বনগাঁ, 6 মার্চ : বনগাঁ কেন্দ্রে ভোট দিলেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাবালা ঠাকুর । নিজের পরিবারেরই শান্তনু ঠাকুর তাঁর প্রতিদ্বন্দ্বী । ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে ব্যাপারেই কথা বললেন তিনি ।
বড়মাকে ছাড়া প্রথমবার ভোটের ময়দানে, কী বলবেন ? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, "মা নেই কিন্তু মায়ের আশীর্বাদ আগে যেমন ছিল, তেমনই এখনও আছে বলে আমি মনে করি । আর মায়ের আশীর্বাদ ভক্তদের মধ্যে দিয়েই আসবে । কারণ ভক্তরা মাকে যেভাবে মনে রেখেছে তাতে আমার মনে হয় তাদের মনে বড়মার আশীর্বাদ আমার কাছে আসবে ।" আর আপনার এই লড়াই শান্তনু ঠাকুরের সঙ্গে, বলা যায় গৃহযুদ্ধ । লড়াইটা কতটা কঠিন আপনার কাছে ? এক্ষেত্রে তাঁর অকপট উত্তর, " লড়াইটা কঠিন নয় আমার কাছে কারণ এর আগেও শান্তনুর দাদা দাঁড়িয়েছিলেন । এবার তাঁর ভাই দাঁড়িয়েছে । তাতে এমন কী আছে ? আমি মনে করি এই লড়াইটা আরও সহজ । কারণ সে ঠাকুর ছুঁয়ে, আমাদের ধর্মগ্রন্থ লীলামৃত ছুঁয়ে মানুষকে বলেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল । বলেছিল আমি (মতুয়া সংগঠনকে) রাজনীতি মুক্ত করব । আর সে নিজেই গিয়ে ভোট চাইছে । এতে মানুষ ক্ষিপ্ত ।"
ভোট তো দিয়ে দিলেন, এবার আজকের বাকি কী কর্মসূচি রয়েছে ? এব্যাপারে মমতা বলেন, "আমার যেসব জায়গায় বুথ আছে সেখানে যাব । সেখানকার পরিস্থিতি ঘুরে ঘুরে দেখব । আর জয়ের ব্যাপারে আমি 100 শতাংশ আশাবাদী ।"