ETV Bharat / state

মোদি-শাহকে কটাক্ষ নয়, প্রচারের মাঝেই মমতার সুস্থ থাকার টিপস - tips of mamata

দমদমের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে গতকাল প্রচারে বেরিয়ে অন্যরূপে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো । রোজ হাঁটাচলার পাশাপাশি, ব্যায়াম করার পরামর্শ দিলেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 16, 2019, 9:36 AM IST

Updated : May 16, 2019, 11:16 AM IST

ব্যারাকপুর, 16 মে : রবিবার সপ্তম দফা নির্বাচন । রাজ্যে ভাগ্য নির্ধারণ হতে চলেছে নয় কেন্দ্রের প্রার্থীদের । রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েটও । তার আগে হালকা মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে । দিলেন সুস্থ থাকার টিপস । মেয়েদের বললেন স্কিপিং করতে । সকলকে প্রতিদিন হাঁটার পরামর্শ দিলেন । গতকাল আগরপাড়ায় সৌগত রায়ের সমর্থনে প্রচারে গিয়ে একটু অন্য মুডেই দেখা গেল মমতাকে ।

মোদি-অমিত শাহকে কটাক্ষ, BJP-কে তোপ দেগে প্রচারের শুরু থেকেই তিনি শিরোনামে । কখনও গণতন্ত্রের থাপ্পড়, তো কখনও কাঁকর মেশানো মিষ্টি । সঙ্গে 14 তারিখের বিদ্যাসাগরেরে মূর্তি ভাঙার ঘটনা । এর মাঝেও হালকা মেজাজে ধরা দিলেন । চটি পরে হেঁটে প্রচার তাঁর সিগনেটার স্টাইল । কিন্তু কেন হেঁটে প্রচার ? ব্যাখ্যা দিলেন তারও । বলেন, "আমি যত মিছিল করি হেঁটে করি । কারণ একটানা গাড়িতে দাঁড়িয়ে থাকলে পা ফুলে যাবে । হাঁটা-চলা করলে, শরীর ভালো থাকবে । পাঁচ মিনিটের বেশি কোথাও বসে থাকি না । শরীরের নাম মহাশয় যাহা সওয়াবেন তাহাই সয় ।" এরপর বললেন, "এখন সব যন্ত্রচালিত, তাই আমাদের শরীরও যন্ত্রের মতো হয়ে গেছে । গাড়ি বেশিদিন না চালালে যেমন জং পড়ে যায় আমাদের শরীরেও তাই হয় । যত হাঁটা-চলা করবেন তত সুস্থ থাকবেন ।"

ভিডিয়োয় দেখুন কী বললেন মমতা

মমতা বলেন, "এখনকার মেয়েদের শরীরে অনেক সমস্যা । আগে ছিল না । কারণ বাসন মাজা, কাপড় কাচা, বাটনা বাটা, তাঁরা সব একা হাতেই করতেন । এতে ব্যায়াম হত । সুস্থ থাকতেন । কিন্তু এখন তো আর সেটা হয় না ফলে এক জায়গায় বেশিক্ষণ বসে কাজ করবেন না । জানি অনেকেই বসে থাকতে ভালোবাসেন । কিন্তু এরকম করলে আমাদের শরীরে অনেক সমস্যা হবে ।"

রাজনীতির মার-প্যাঁচের বাইরে তাঁকে এভাবে দেখে খুশি কর্মী-সমর্থকরাও । প্রতিটা কথায় হাততালি তো পড়েছেই, চর্চিত হচ্ছে সোশাল মিডিয়াতেও ।

ব্যারাকপুর, 16 মে : রবিবার সপ্তম দফা নির্বাচন । রাজ্যে ভাগ্য নির্ধারণ হতে চলেছে নয় কেন্দ্রের প্রার্থীদের । রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েটও । তার আগে হালকা মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে । দিলেন সুস্থ থাকার টিপস । মেয়েদের বললেন স্কিপিং করতে । সকলকে প্রতিদিন হাঁটার পরামর্শ দিলেন । গতকাল আগরপাড়ায় সৌগত রায়ের সমর্থনে প্রচারে গিয়ে একটু অন্য মুডেই দেখা গেল মমতাকে ।

মোদি-অমিত শাহকে কটাক্ষ, BJP-কে তোপ দেগে প্রচারের শুরু থেকেই তিনি শিরোনামে । কখনও গণতন্ত্রের থাপ্পড়, তো কখনও কাঁকর মেশানো মিষ্টি । সঙ্গে 14 তারিখের বিদ্যাসাগরেরে মূর্তি ভাঙার ঘটনা । এর মাঝেও হালকা মেজাজে ধরা দিলেন । চটি পরে হেঁটে প্রচার তাঁর সিগনেটার স্টাইল । কিন্তু কেন হেঁটে প্রচার ? ব্যাখ্যা দিলেন তারও । বলেন, "আমি যত মিছিল করি হেঁটে করি । কারণ একটানা গাড়িতে দাঁড়িয়ে থাকলে পা ফুলে যাবে । হাঁটা-চলা করলে, শরীর ভালো থাকবে । পাঁচ মিনিটের বেশি কোথাও বসে থাকি না । শরীরের নাম মহাশয় যাহা সওয়াবেন তাহাই সয় ।" এরপর বললেন, "এখন সব যন্ত্রচালিত, তাই আমাদের শরীরও যন্ত্রের মতো হয়ে গেছে । গাড়ি বেশিদিন না চালালে যেমন জং পড়ে যায় আমাদের শরীরেও তাই হয় । যত হাঁটা-চলা করবেন তত সুস্থ থাকবেন ।"

ভিডিয়োয় দেখুন কী বললেন মমতা

মমতা বলেন, "এখনকার মেয়েদের শরীরে অনেক সমস্যা । আগে ছিল না । কারণ বাসন মাজা, কাপড় কাচা, বাটনা বাটা, তাঁরা সব একা হাতেই করতেন । এতে ব্যায়াম হত । সুস্থ থাকতেন । কিন্তু এখন তো আর সেটা হয় না ফলে এক জায়গায় বেশিক্ষণ বসে কাজ করবেন না । জানি অনেকেই বসে থাকতে ভালোবাসেন । কিন্তু এরকম করলে আমাদের শরীরে অনেক সমস্যা হবে ।"

রাজনীতির মার-প্যাঁচের বাইরে তাঁকে এভাবে দেখে খুশি কর্মী-সমর্থকরাও । প্রতিটা কথায় হাততালি তো পড়েছেই, চর্চিত হচ্ছে সোশাল মিডিয়াতেও ।

sample description
Last Updated : May 16, 2019, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.