ETV Bharat / state

লোকসভা নির্বাচনের পর মধ্যমগ্রামে প্রথম প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর

26 জুলাই মধ্যমগ্রাম থেকে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকেই একথা ঘোষণা করেছিলেন তিনি ৷

author img

By

Published : Jul 22, 2019, 10:27 PM IST

Updated : Jul 23, 2019, 1:51 PM IST

ফাইল ফোটো

বারাসত, 22 জুলাই : 26 জুলাই মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকেই এই কথা ঘোষণা করেছিলেন তিনি ৷

গত বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার 29টি বিধানসভায় জয় পেয়েছিল তৃণমূল ৷ কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর কপালে ভাঁজ পড়েছে তৃণমূল নেত্রীর ৷ ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্র শুধু হাতাছাড়াই হয়নি, কয়েকটি বিধানসভা আসনে লিড পেয়েছে BJP ৷ পাশাপাশি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ পৌরসভায় পিছিয়ে রয়েছে শাসক দল ৷

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুক হাবড়ায় ২৪টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে রয়েছে তৃণমূল । বনগাঁ পৌরসভার ভাগ্যও এখন আদালতের হাতে । দলবদল লেগেই রয়েছে ৷ অন্যদিকে সন্দেশখালি, আমডাঙা ও ভাটপাড়ায় খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থাও ক্রমশ কমছে । যে উত্তর ২৪ পরগনা থেকে তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছিল সেই জেলাতেই আজ কার্যত দিশেহারা তারা । হারানো জমি ফিরে পেতে সম্প্রতি জেলায় দলের সংগঠনে পরিবর্তন করা হয়েছে । জেলা সভাপতির চেয়ার রক্ষা পেলেও জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব কমেছে । পাঁচ লোকসভা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে পাঁচজন পর্যবেক্ষক । কিন্তু, কোনও টোটকায় কাজ না হওয়ায় এবার আসরে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ধর্মতলায় 21 জুলাইয়ের মঞ্চ থেকেই জেলা সফরের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ঘোষণা অনুযায়ী প্রথম প্রশাসনিক সভা করবেন উত্তর ২৪ পরগনায় । ২৬ জুলাই মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে ওই সভা হবে । সেখানে হাজির থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব সহ রাজ্যের সব দপ্তরের সচিবরা । উপস্থিত থাকবেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ অন্য মন্ত্রীরা । থাকবেন জেলাশাসক থেকে শুরু করে BDO, পুলিশ সুপার ও থানার OC-রা ৷ এই সভা থেকে একাধিক সরকারি প্রকল্পের কাজের খতিয়ানও নেবেন মুখ্যমন্ত্রী৷

বারাসত, 22 জুলাই : 26 জুলাই মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকেই এই কথা ঘোষণা করেছিলেন তিনি ৷

গত বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার 29টি বিধানসভায় জয় পেয়েছিল তৃণমূল ৷ কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর কপালে ভাঁজ পড়েছে তৃণমূল নেত্রীর ৷ ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্র শুধু হাতাছাড়াই হয়নি, কয়েকটি বিধানসভা আসনে লিড পেয়েছে BJP ৷ পাশাপাশি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ পৌরসভায় পিছিয়ে রয়েছে শাসক দল ৷

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুক হাবড়ায় ২৪টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে রয়েছে তৃণমূল । বনগাঁ পৌরসভার ভাগ্যও এখন আদালতের হাতে । দলবদল লেগেই রয়েছে ৷ অন্যদিকে সন্দেশখালি, আমডাঙা ও ভাটপাড়ায় খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থাও ক্রমশ কমছে । যে উত্তর ২৪ পরগনা থেকে তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছিল সেই জেলাতেই আজ কার্যত দিশেহারা তারা । হারানো জমি ফিরে পেতে সম্প্রতি জেলায় দলের সংগঠনে পরিবর্তন করা হয়েছে । জেলা সভাপতির চেয়ার রক্ষা পেলেও জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব কমেছে । পাঁচ লোকসভা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে পাঁচজন পর্যবেক্ষক । কিন্তু, কোনও টোটকায় কাজ না হওয়ায় এবার আসরে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ধর্মতলায় 21 জুলাইয়ের মঞ্চ থেকেই জেলা সফরের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ঘোষণা অনুযায়ী প্রথম প্রশাসনিক সভা করবেন উত্তর ২৪ পরগনায় । ২৬ জুলাই মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে ওই সভা হবে । সেখানে হাজির থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব সহ রাজ্যের সব দপ্তরের সচিবরা । উপস্থিত থাকবেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ অন্য মন্ত্রীরা । থাকবেন জেলাশাসক থেকে শুরু করে BDO, পুলিশ সুপার ও থানার OC-রা ৷ এই সভা থেকে একাধিক সরকারি প্রকল্পের কাজের খতিয়ানও নেবেন মুখ্যমন্ত্রী৷

Intro:লোকসভা নির্বাচনের পর ২৬ জুলাই বারাসতে রাজ্যের প্রথম প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী

বারাসতঃ লোকসভা নির্বাচনের পর আগামী ২৬ জুলাই বারাসতে রাজ্যে প্রথম প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতায় শহিদ দিবসের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো জেলা সফরের কথা ঘোষণা ঘোষণা করেছেন। সেখানে প্রথম সভার জন্য বাছাই করা হয়েছে উত্তর ২৪ পরগনাকে। দুই লোকসভা আসনে পরাজয় ও পরপর পুরসভা হাতছাড়া হওয়ার পর নড়বড়ে সংগঠনকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রী প্রথম প্রশাসনিক সভা থেকে কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Body:লোকসভা নির্বাচনের পর ২৬ জুলাই বারাসতে রাজ্যের প্রথম প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী

বারাসতঃ লোকসভা নির্বাচনের পর আগামী ২৬ জুলাই বারাসতে রাজ্যে প্রথম প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতায় শহিদ দিবসের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো জেলা সফরের কথা ঘোষণা ঘোষণা করেছেন। সেখানে প্রথম সভার জন্য বাছাই করা হয়েছে উত্তর ২৪ পরগনাকে। দুই লোকসভা আসনে পরাজয় ও পরপর পুরসভা হাতছাড়া হওয়ার পর নড়বড়ে সংগঠনকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রী প্রথম প্রশাসনিক সভা থেকে কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

৩৩টি বিধানসভা ও ২৮টি পুরসভা-যুক্ত দেশের বৃহত্তম জনবহুল জেলা উত্তর ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণ বরাবরই আলোচনার বিষয়। গত বিধানসভা নির্বাচনে জেলার ২৯টি বিধানসভা তৃণমূল জয়লাভ করেছিল। কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফল কালীঘাটের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ব্যারাকপুর ও বনগাঁ---দু'টি লোকসভা আসন তৃণমূলের হাতছাড়া হয়েছে তা-ই নয়, বেশ কয়েকটি বিধানসভা আসনে বিজেপিই লিড পেয়েছে। পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ পুরসভাতেও পিছিয়ে রয়েছে শাসক দল। খোদ জেলা সদর বারাসতে পিছিয়ে রয়েছে শাসক দল। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুক হাবড়ায় ২৪টি ওয়ার্ডের সব ক'টিতেই হেরেছে তৃণমূল। বনগাঁ পুরসভার ভাগ্যও আদলতে ঝুলছে। তৃণমূল কর্মীদের মধ্যে দলবদলের চোরাস্রোত বইছে। সন্দেশখালি, আমডাঙা ও ভাটপাড়ায় পরপর খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা ক্রমশ কমছে। যে উত্তর ২৪ পরগনা থেকে তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছিল, সেই জেলাতেই আজ কার্যত দিশেহারা শাসক দল। হারানো জমি ফিরে পেতে সম্প্রতি দলের সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে। জেলা সভাপতির চেয়ার রক্ষা পেলেও জ্যোতিপ্রিয় মল্লিকের ডানা ছাঁটা হয়েছে। পাঁচ লোকসভা কেন্দ্রের জন্য পাঁচ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কোনও টোটকায় কাজ না-হওয়ায় খোদ মুখ্যমন্ত্রীই নিজের কাঁধেই তুলে নিলেন জনসমর্থন ফিরে পাওয়ার জোয়াল। রবিবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি জেলা সফর করার কথা ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী প্রথম প্রশাসনিক সভা করবেন উত্তর ২৪ পরগনায়। আগামী ২৬ জুলাই বারাসত রবীন্দ্রভবনে ওই সভা হবে। সেখানে হাজির থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্যের সব দপ্তরের সচিবরা। ওই সভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়-সহ অন্য মন্ত্রীরা। সঙ্গে জেলাশাসক, পুলিশ সুপার ছাড়া জেলার বিডিও ও থানার ওসিরা হাজির থাকবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের খতিয়ানও নেবেন মুখ্যমন্ত্রী।

লোকসভা নির্বাচনের পর প্রথম প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
Conclusion:রাজনৈতিক কপি
Last Updated : Jul 23, 2019, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.