দেগঙ্গা, 28 ডিসেম্বর: সপ্তাহের শুরুতেই রাজ্যে এসে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলে গিয়েছেন, "রাজ্যে সিএএ হবেই কেউ আটকাতে পারবে না।" বৃহস্পতিবার উদ্বাস্তু অধ্যুষিত উত্তর 24 পরগণায় দাঁড়িয়ে নাগরিকত্ব নিয়ে বিজেপিকে কড়া জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আসলেই নাগরিকত্বের ধুয়ো তোলাকে এদিন 'বিজেপির ছলনা' আখ্যা দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।
এদিন চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। সেখানে দাঁড়িয়ে নাগরিকত্ব নিয়ে বিজেপির রাজনৈতিক লাইনের তীব্র সমালোচনাও করেন মমতা। এদিন দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী উদ্বাস্তু মানুষদের উদ্দেশে বলেন, "আপনারা সবাই নাগরিক। নাগরিক না হলে রেশন পাচ্ছেন কীভাবে ! নাগরিক না হলে কীভাবে প্যান কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড হচ্ছে ?"
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ভোট এলেই নাগরিকত্বের কথা বলে বিজেপি। নাগরিকত্ব আসলে বিজেপির ছলনা। আগে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব জেলা শাসকদের হাতে দেওয়া হয়েছিল।" এদিন মুখ্যমন্ত্রী বলেন, "এখন তা কেড়ে নেওয়া হয়েছে রাজনীতি করার জন্য। বলছে একে নাগরিকত্ব দেওয়া হবে, একে নয়। এমনটা করা উচিত নয়। বেছে বেছে কেন দেওয়া হবে ! দিলে সবাইকে দিতে হবে।"
এখানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে দিয়েছেন, "71 সাল পর্যন্ত যারা ওপার থেকে এসেছেন তারা যত কলোনিতে আছেন, পরেও যারা এসেছেন প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে পাট্টা দেওয়া হচ্ছে। তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সবাইকে পাট্টা দিচ্ছি, যাতে রাজ্যে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়।"
ভুলে গেলে চলবে না আজ অর্থাৎ বৃহস্পতিবারই নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে কলকাতার রাজপথে নেমেছে মতুয়া সমাজ। আর ঠিক সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে এহেন বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন
মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ মেলা চালু করতে এসে গোষ্ঠী কোন্দলে বিপাকে মন্ত্রী অরূপ !
বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা
কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার