গাইঘাটা, 26 ডিসেম্বর : বিজেপির হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসা পাঁচ বিধায়ককে তৃণমূলে যোগদানের বার্তা দিলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ তথা মতুয়া সংঘাধিপতি মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur invites five Matua MLAs to join TMC) ৷ এই বিধায়কদের অন্যতম ঠাকুর পরিবারেরই অপর সদস্য তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর (Subrata Thakur criticizing Mamata Bala Thakur) ৷ যদিও সূত্রের দাবি, সুব্রত মনে করেন মমতাবালা রাজনীতির কিছু বোঝেন না বলেই সংশ্লিষ্ট পাঁচ মতুয়া বিধায়ককে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন ৷ সব মিলিয়ে জমাটি শীতে জমে উঠেছে গাইঘাটার ঠাকুরবাড়ির অন্দরের রাজনীতি ৷
আরও পড়ুন : Uneasiness in Bengal BJP : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ
ঠাকুর পরিবারে আড়াআড়ি ভাঙন আগেই ধরেছিল ৷ একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি ৷ মতুয়া ভোট ঝোলায় ভরতে দু’পক্ষই নিজেদের ঠাকুরবাড়ির আপনজন প্রমাণ করতে মরিয়া ৷ এই প্রেক্ষাপটে রাজ্যের পাঁচ মতুয়া বিধায়কের বিজেপি হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সদ্য রাজ্যস্তরের সংগঠনে বড়সড় বদল করেছে বিজেপি ৷ দায়িত্বে আনা হয়েছে একাধিক নতুন মুখ ৷ কিন্তু, সেখানে কোনও মতুয়া প্রতিনিধিকে ঠাঁই দেওয়া হয়নি ৷ সূত্রের দাবি, বিজেপি নেতৃত্বের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই দলের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন পাঁচ মতুয়া বিধায়ক (Matua MLAs Left BJP Whatsapp Group) ৷ সুব্রত ছাড়াও এই দলে রয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ৷
মমতাবালার দাবি, সংশ্লিষ্ট পাঁচ বিধায়কের হঠাৎ করে বোধোদয় হয়েছে, এমনটা নয় ৷ আসলে বিজেপি কোনও দিনই মতুয়াদের জন্য কিছু করেনি ৷ তারা শুধু নানা ইস্যুতে মতুয়াদের পাশে থাকার মিথ্য়া প্রতিশ্রুতি দিয়েছে ৷ কাজের কাজ যেটুকু করার, তা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ মমতাবালার দাবি, বিজেপির দ্বিচারিতা মতুয়ারা বুঝে গিয়েছেন ৷ তাঁরা বুঝেছেন, উন্নয়ন চাইলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতই শক্ত করতে হবে ৷ এই কারণে দলে দলে মতুয়ারা তৃণমূলে ফিরতে চাইছেন ৷ এমনকী, এই আবেদন নিয়ে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ তাঁকে নিয়মিত ফোনও করছেন বলে জানিয়েছেন মমতাবালা ৷
তৃণমূলের এই মতুয়া নেত্রীর দাবি, সংশ্লিষ্ট পাঁচ মতুয়া বিধায়ক বুঝতে পেরেছেন মানুষ তাঁদের পাশে নেই ৷ ক্রমশ জনসমর্থন হারাচ্ছেন তাঁরা ৷ আর সেই কারণেই হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন তাঁরা ৷ আসলে সময় থাকতেই বিজেপি থেকে বেরিয়ে তৃণমূলে আসতে চাইছেন তাঁরা ৷ আর সেই কারণেই মমতাবালাও তাঁদের দলে আমন্ত্রণ জানিয়েছেন ৷ তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ই যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তাও জানাতে ভোলেননি তিনি ৷ এদিকে, এই গোটা ঘটনায় ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি সুব্রত ঠাকুর ৷ তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, মমতাবালা তাঁদের তৃণমূলে যোগদানের আহ্বান জানানোয় তাঁর রাজনৈতিক জ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন সুব্রত ৷