ETV Bharat / state

Fake Call Centre: সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা, এক বছর পর গ্রেফতার মূল পাণ্ডা - ভুয়ো কল সেন্টার

Main Mastermind Arrested: সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে পুলিশের হাতে ধৃত মূল পাণ্ডা ৷ শনিবার তাঁকে হেফাজত চেয়ে আদালতে তোলা হবে ৷

Main mastermind arrested
প্রতারণা চক্রের মূল পাণ্ডা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 2:58 PM IST

সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণায় ধৃত মূল পাণ্ডা

বিধানননগর, 26 অগস্ট: সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা অভিযোগ উঠেছিল । এক বছর পর পুলিশের জালে এই ঘটনার সঙ্গে জড়িত আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মূল পাণ্ডা । অভিযুক্ত কুণাল গুপ্তাকে গ্রেফতার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশের তরফ থেকে সাতদিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, 2022 সালের অগস্ট মাসে সল্টলেক সেক্টর ফাইভ-এর গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের 13 তলায় একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । সেখান থেকে বিদেশি নাগরিকদের প্রতারণা করার অভিযোগে মোট 16 জনকে গ্রেফতার করা হয়েছিল । তবে অধরা ছিল সেই ভুয়ো কল সেন্টারের কর্ণধার এবং এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা কুণাল গুপ্তা । 2022 সালের নভেম্বর মাসে এই মামলার চার্জশিট জমা করে পুলিশ । সেখানে উল্লেখ ছিল, পলাতক কুণালের নাম । এরপরেই তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত ।

গতকাল সূত্র মারফত খবর পেয়ে সল্টলেক এলাকা থেকে অভিযুক্ত কুণাল গুপ্তাকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন থানা-সহ সিআইডির কাছে অভিযোগ রয়েছে । একাধিক ভুয়ো কল সেন্টারের সঙ্গেও যোগ থাকতে পারে কুণালের বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

আরও পড়ুন: সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার, গ্রেফতার 9

অভিযুক্তকে নিজের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় পুলিশ ৷ তদন্তকারী আধিকারিকরা জানতে চান, আরও কোথায় কোথায় তাদের চক্র চলছে এবং বিদেশে তাদের কোন অফিস আছে কি না বা বিদেশ থেকে কোনওরকম প্রতারণা চক্র চালানো হচ্ছে কি না ৷ এসব তথ্যই জেরায় উঠে আসবে বলে মনে করছে পুলিশ ৷ সেই জন্য অভিযুক্তকে হেফাজতে পাওয়াটা জরুরি ৷

সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণায় ধৃত মূল পাণ্ডা

বিধানননগর, 26 অগস্ট: সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা অভিযোগ উঠেছিল । এক বছর পর পুলিশের জালে এই ঘটনার সঙ্গে জড়িত আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মূল পাণ্ডা । অভিযুক্ত কুণাল গুপ্তাকে গ্রেফতার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশের তরফ থেকে সাতদিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, 2022 সালের অগস্ট মাসে সল্টলেক সেক্টর ফাইভ-এর গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের 13 তলায় একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । সেখান থেকে বিদেশি নাগরিকদের প্রতারণা করার অভিযোগে মোট 16 জনকে গ্রেফতার করা হয়েছিল । তবে অধরা ছিল সেই ভুয়ো কল সেন্টারের কর্ণধার এবং এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা কুণাল গুপ্তা । 2022 সালের নভেম্বর মাসে এই মামলার চার্জশিট জমা করে পুলিশ । সেখানে উল্লেখ ছিল, পলাতক কুণালের নাম । এরপরেই তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত ।

গতকাল সূত্র মারফত খবর পেয়ে সল্টলেক এলাকা থেকে অভিযুক্ত কুণাল গুপ্তাকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন থানা-সহ সিআইডির কাছে অভিযোগ রয়েছে । একাধিক ভুয়ো কল সেন্টারের সঙ্গেও যোগ থাকতে পারে কুণালের বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

আরও পড়ুন: সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার, গ্রেফতার 9

অভিযুক্তকে নিজের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় পুলিশ ৷ তদন্তকারী আধিকারিকরা জানতে চান, আরও কোথায় কোথায় তাদের চক্র চলছে এবং বিদেশে তাদের কোন অফিস আছে কি না বা বিদেশ থেকে কোনওরকম প্রতারণা চক্র চালানো হচ্ছে কি না ৷ এসব তথ্যই জেরায় উঠে আসবে বলে মনে করছে পুলিশ ৷ সেই জন্য অভিযুক্তকে হেফাজতে পাওয়াটা জরুরি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.