ETV Bharat / state

ashoknagar fraud case : অশোকনগর চেক জালিয়াতি কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার - checkbook fraud

অভিযুক্ত অশোকনগর থানার বিড়া বল্লভপাড়ার বাসিন্দা । বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । জালিয়াতির ঘটনা সামনে এসেছিল গত মঙ্গলবার ।

main-accused-of-ashoknagar-bank-fraud-arrested
অশোকনগর চেক জালিয়াতি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
author img

By

Published : Aug 6, 2021, 6:50 PM IST

অশোকনগর, 6 অগস্ট : গ্রাহকের অজান্তেই তাঁদের চেকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনা সামনে এসেছিল গত মঙ্গলবার । এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ । অভিযুক্তের নাম জাকির হোসেন ।

অভিযুক্ত অশোকনগর থানার বিড়া বল্লভপাড়ার বাসিন্দা । গতকাল, বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে আজ নিজেদের হেফাজতে চেয়ে বারাসত আদালতে তোলে পুলিশ ৷ কিন্তু আদালতের রায় জানা যায়নি ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : Bank fraud : একমাস ধরে গ্রাহকের অজান্তেই চেকের মাধ্যমে কোটি টাকা গায়েব

অশোকনগর ঈশ্বরী গাছায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় টাকা জমিয়ে ছিলেন অশোকনগরে বেশ কয়েকজন বাসিন্দা । গত মাসে চার গ্রাহক ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁদের অ্যাকাউন্টে টাকা নেই । পাস বই আপডেট করে জানতে পারেন চেকের মাধ্যমে বিভিন্ন ধাপে ধাপে বেশ কয়েক লক্ষ টাকা তোলা হয়েছে ।

গ্রাহকরা দাবি করেছিলেন, চেকবুক তাঁদের কাছে রয়েছে । তাঁরা কোনও চেক ইস্যু করেননি । কিন্তু চেক দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে । গ্রাহকরা প্রশ্ন তুলেছিলেন, চেকবুক তাঁদের কাছে থাকা সত্ত্বেও কী করে অন্য কেউ চেকের মাধ্যমে টাকা তোলে ? ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন তাঁরা ।

আরও পড়ুন : Vaccine case : অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে সাসপেন্ড এএসআই

এই ঘটনায় ব্যাঙ্কের পক্ষ থেকে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে চেক জালিয়াতির সঙ্গে জড়িত পাঁচজনকে হেফাজতে নেয় পুলিশ ৷ তারা আগেই অন্য একটি অভিযোগে ধরা পড়েছিল ৷ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । সেই সময় মূল অভিযুক্ত হিসেবে জাকির হোসেনের নাম উঠ আসে ৷ তার পর বৃহস্পতিবার গভীর রাতে জাকিরকে তার বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে । এই চক্রে অন্য কোনও মাস্টারমাইন্ড আছে কি না, কীভাবেই বা চলত এই চক্র, তা জানার জন্য জাকিরকে নিজেদের হেফাজতে নিতে চাইছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : স্বামীর মৃত্যুর কারণে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কেটে নিল স্থানীয়রা

অশোকনগর, 6 অগস্ট : গ্রাহকের অজান্তেই তাঁদের চেকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনা সামনে এসেছিল গত মঙ্গলবার । এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ । অভিযুক্তের নাম জাকির হোসেন ।

অভিযুক্ত অশোকনগর থানার বিড়া বল্লভপাড়ার বাসিন্দা । গতকাল, বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে আজ নিজেদের হেফাজতে চেয়ে বারাসত আদালতে তোলে পুলিশ ৷ কিন্তু আদালতের রায় জানা যায়নি ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : Bank fraud : একমাস ধরে গ্রাহকের অজান্তেই চেকের মাধ্যমে কোটি টাকা গায়েব

অশোকনগর ঈশ্বরী গাছায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় টাকা জমিয়ে ছিলেন অশোকনগরে বেশ কয়েকজন বাসিন্দা । গত মাসে চার গ্রাহক ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁদের অ্যাকাউন্টে টাকা নেই । পাস বই আপডেট করে জানতে পারেন চেকের মাধ্যমে বিভিন্ন ধাপে ধাপে বেশ কয়েক লক্ষ টাকা তোলা হয়েছে ।

গ্রাহকরা দাবি করেছিলেন, চেকবুক তাঁদের কাছে রয়েছে । তাঁরা কোনও চেক ইস্যু করেননি । কিন্তু চেক দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে । গ্রাহকরা প্রশ্ন তুলেছিলেন, চেকবুক তাঁদের কাছে থাকা সত্ত্বেও কী করে অন্য কেউ চেকের মাধ্যমে টাকা তোলে ? ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন তাঁরা ।

আরও পড়ুন : Vaccine case : অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে সাসপেন্ড এএসআই

এই ঘটনায় ব্যাঙ্কের পক্ষ থেকে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে চেক জালিয়াতির সঙ্গে জড়িত পাঁচজনকে হেফাজতে নেয় পুলিশ ৷ তারা আগেই অন্য একটি অভিযোগে ধরা পড়েছিল ৷ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । সেই সময় মূল অভিযুক্ত হিসেবে জাকির হোসেনের নাম উঠ আসে ৷ তার পর বৃহস্পতিবার গভীর রাতে জাকিরকে তার বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে । এই চক্রে অন্য কোনও মাস্টারমাইন্ড আছে কি না, কীভাবেই বা চলত এই চক্র, তা জানার জন্য জাকিরকে নিজেদের হেফাজতে নিতে চাইছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : স্বামীর মৃত্যুর কারণে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কেটে নিল স্থানীয়রা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.