বিধাননগর, 15 নভেম্বর: বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ ৷ তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেফতার চক্রের মূল পান্ডা । ধৃতের নাম সুশান্ত নায়েক । তিনি রানাঘাটের বাসিন্দা ।
পুলিশ সূত্রে খবর, গত 22 মে সল্টলেক সেক্টর ফাইভের বন্ধন ব্যাংকের হেড অফিসের পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ বন্ধন ব্যাংকের ফ্রড কন্টাইনমেন্ট এন্ড মনিটরিং ডিপার্টমেন্টের হেড মেহুল হাসমুখ লাল ঠাক্কার জানান, তাঁদের ব্যাংক ঈপ্সিতা ভট্টাচার্য নামে এক গ্রাহকের কাছে থেকে কাস্টমার কেয়ারের নম্বরে একটি অভিযোগ পান । যেখানে ঈপ্সিতা দাবি করেন, তিনি একটি ওয়েবসাইট থেকে চাকরির সন্ধান পায় ৷
এরপর সেখানে তাঁর সিভি জমা করেন এবং তার কিছুদিন পরেই সেই ওয়েবসাইটের তরফ থেকে তাঁকে ইমেইল করা হয় ৷ ইমেল মারফত জানানো হয়, বন্ধন ব্যাংকে চাকরি রয়েছে । সেই চাকরির জন্য তাঁকে যোগাযোগ করতে বলা হয় একটি নির্দিষ্ট মোবাইল নম্বরে । তিনি সেই মোতাবেক ওই মোবাইল নম্বরে যোগাযোগ করেন ৷ সেখানে তাঁকে বন্ধন ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা হয় এবং তাঁকে বিভিন্ন খাতে টাকা চাওয়া হয় ।
তাদের কথায় বিশ্বাস করে বন্ধন ব্যাংকে চাকরির আশ্বাস পেয়ে ঈপ্সিতা এক লক্ষ 22 হাজার টাকা সেই প্রতারকদের হাতে তুলে দেন বলে তিনি দাবি করেন । তার পরিবর্তে প্রতারক দল তাঁকে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ফেক অফার লেটার পর্যন্ত দেয় । বন্ধন ব্যাংকের তরফ থেকে পুলিশের অভিযোগ জানানো হয়, শুধু অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুয়ো নয়, তারা যে ইমেইল আইডি ব্যবহার করছে সেটিও ভুয়ো । এরপর পুলিশ তদন্তে নেমে এর আগে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে ওই মূল পান্ডার খোঁজ পায় পুলিশ । তারপরেই মঙ্গলবার রাতে সুশান্তকে গ্রেফতার করা হয় । আজ তাঁকে বিধাননগর আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে ।
আরও পড়ুন: