ETV Bharat / state

মধ্যমগ্রামে কোরোনা আক্রান্ত মহিলার বাড়ির আশপাশ জীবাণুমুক্ত করল পৌরসভা - কোরোনাভাইরাস খবর

মধ্যমগ্রাম পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর নিমাই ঘোষ বলেন , "যেহেতু ওই মহিলা কোরোনা আক্রান্ত হয়েছেন,তাই আজ গোটা মাইকেল নগরের বিভিন্ন রাস্তায় রাসায়নিক মিশ্রিত জল দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়েছে । "

Madhyamgram
মধ্যমগ্রাম
author img

By

Published : Apr 4, 2020, 12:19 AM IST

মধ্যমগ্রাম , 3 এপ্রিল : মধ্যমগ্রামের মাইকেল নগরে কোরোনা আক্রান্ত মহিলার বাড়ির আশপাশে জীবাণুনাশক স্প্রে করা হল ৷ মধ্যমগ্রাম দমকল ও পৌরসভার উদ্যোগে আজ দুপুরে মধ্যমগ্রামের 28 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা জীবাণুমুক্ত করার কাজে হাত দেওয়া হয় । পৌরসভার জলের ট্যাংকে হাইপোক্লোরাইড সলিউশনে বয়েল ব্লিচিং পাউডার মিশিয়ে রাস্তাঘাট ধুইয়ে জীবাণুমুক্ত করা হয়েছে । এর আগে অবশ্য কোরোনা সংক্রমণ রুখতে একই পদ্ধতিতে যশোর রোড , মধ্যমগ্রাম-সোদপুর রোড ও বাদু রোড জীবাণুমুক্ত করে পৌরসভার অস্থায়ী কর্মীরা । পৌরসভার এই উদ্যোগে খুশি আমজনতা ।


31 মার্চ ওই মহিলার সোয়াব টেস্টের রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে ৷ কিন্তু গতকাল বিকেলেই সেই খবর সামনে আসে ৷ তিনি মূলত কেরালার বাসিন্দা ৷ পেশায় তিনি দমদমের নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালের নার্স । কোরোনা আক্রান্ত হওয়ায় ওখানেই এখন তাঁর চিকিৎসা চলছে । ওই মহিলার কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে । এই ওয়ার্ডের মাইকেল নগরের 1 নম্বর সরণিতে সপরিবারে ভাড়া থাকতেন মহিলা । তিনি কোরোনায় আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসে মধ্যমগ্রাম পৌরসভাও । স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর নিমাই ঘোষের উদ্যোগে আক্রান্ত মহিলার বাড়ির চারপাশে জীবাণুমুক্ত করার কাজে হাত লাগান পৌরসভার অস্থায়ী কর্মীরা । পাশাপাশি যশোর রোড ,মধ্যমগ্রাম-সোদপুর রোড ও বাদু রোডে একইভাবে চলে জীবাণুমুক্ত করার কাজও ।

এবিষয়ে মধ্যমগ্রাম পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর নিমাই ঘোষ বলেন , "যেহেতু ওই মহিলা কোরোনা আক্রান্ত হয়েছেন,তাই আজ গোটা মাইকেল নগরের বিভিন্ন রাস্তায় রাসায়নিক মিশ্রিত জল দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়েছে । এছাড়া , গুরুত্বপূর্ণ আরও তিনটি রোডও জীবাণুমুক্ত করেছি আমরা । মানুষকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

প্রসঙ্গত, কেরালার বাসিন্দা পেশায় নার্স ওই মহিলার সোয়াব টেস্টে কোরোনা পজ়িটিভ আসার পর থেকে তাঁর স্বামী ও ছেলেকে রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করে স্বাস্থ্য দপ্তর ।

মধ্যমগ্রাম , 3 এপ্রিল : মধ্যমগ্রামের মাইকেল নগরে কোরোনা আক্রান্ত মহিলার বাড়ির আশপাশে জীবাণুনাশক স্প্রে করা হল ৷ মধ্যমগ্রাম দমকল ও পৌরসভার উদ্যোগে আজ দুপুরে মধ্যমগ্রামের 28 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা জীবাণুমুক্ত করার কাজে হাত দেওয়া হয় । পৌরসভার জলের ট্যাংকে হাইপোক্লোরাইড সলিউশনে বয়েল ব্লিচিং পাউডার মিশিয়ে রাস্তাঘাট ধুইয়ে জীবাণুমুক্ত করা হয়েছে । এর আগে অবশ্য কোরোনা সংক্রমণ রুখতে একই পদ্ধতিতে যশোর রোড , মধ্যমগ্রাম-সোদপুর রোড ও বাদু রোড জীবাণুমুক্ত করে পৌরসভার অস্থায়ী কর্মীরা । পৌরসভার এই উদ্যোগে খুশি আমজনতা ।


31 মার্চ ওই মহিলার সোয়াব টেস্টের রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে ৷ কিন্তু গতকাল বিকেলেই সেই খবর সামনে আসে ৷ তিনি মূলত কেরালার বাসিন্দা ৷ পেশায় তিনি দমদমের নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালের নার্স । কোরোনা আক্রান্ত হওয়ায় ওখানেই এখন তাঁর চিকিৎসা চলছে । ওই মহিলার কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে । এই ওয়ার্ডের মাইকেল নগরের 1 নম্বর সরণিতে সপরিবারে ভাড়া থাকতেন মহিলা । তিনি কোরোনায় আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসে মধ্যমগ্রাম পৌরসভাও । স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর নিমাই ঘোষের উদ্যোগে আক্রান্ত মহিলার বাড়ির চারপাশে জীবাণুমুক্ত করার কাজে হাত লাগান পৌরসভার অস্থায়ী কর্মীরা । পাশাপাশি যশোর রোড ,মধ্যমগ্রাম-সোদপুর রোড ও বাদু রোডে একইভাবে চলে জীবাণুমুক্ত করার কাজও ।

এবিষয়ে মধ্যমগ্রাম পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর নিমাই ঘোষ বলেন , "যেহেতু ওই মহিলা কোরোনা আক্রান্ত হয়েছেন,তাই আজ গোটা মাইকেল নগরের বিভিন্ন রাস্তায় রাসায়নিক মিশ্রিত জল দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়েছে । এছাড়া , গুরুত্বপূর্ণ আরও তিনটি রোডও জীবাণুমুক্ত করেছি আমরা । মানুষকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

প্রসঙ্গত, কেরালার বাসিন্দা পেশায় নার্স ওই মহিলার সোয়াব টেস্টে কোরোনা পজ়িটিভ আসার পর থেকে তাঁর স্বামী ও ছেলেকে রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করে স্বাস্থ্য দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.